ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb১৬ সেপ্টেম্বর পৃষ্ঠা ৬
  • সেপ্টেম্বর ২৬–অক্টোবর ২

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সেপ্টেম্বর ২৬–অক্টোবর ২
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
mwb১৬ সেপ্টেম্বর পৃষ্ঠা ৬

সেপ্টেম্বর ২৬–অক্টোবর ২

গীতসংহিতা ১৪২-১৫০

  • গান ২৪ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • “সদাপ্রভু মহান্‌ ও অতীব কীর্ত্তনীয়”: (১০ মিনিট)

    • গীত ১৪৫:১-৯—যিহোবার মহিমা অসীম (প্রহরীদুর্গ ০৪ ১/১৫ ১০ অনু. ৩-৪; ১১ অনু. ৭-৮; ১৪ অনু. ২০-২১; ১৫ অনু. ২)

    • গীত ১৪৫:১০-১৩—যিহোবার অনুগত ব্যক্তিরা তাঁর প্রশংসা করে (প্রহরীদুর্গ ০৪ ১/১৫ ১৬ অনু. ৩-৬)

    • গীত ১৪৫:১৪-১৬—যিহোবা তাঁর অনুগত লোকেদের সাহায্য করেন এবং তাদের প্রয়োজনীয় বিষয়গুলো জোগান (প্রহরীদুর্গ ০৪ ১/১৫ ১৭-১৮ অনু. ১০-১৪)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • গীত ১৪৩:৮—কীভাবে এই শাস্ত্রপদ আমাদেরকে জীবনের প্রতিটা দিন ঈশ্বরের গৌরব করতে সাহায্য করে? (প্রহরীদুর্গ ১০ ১/১৫ ২১ অনু. ১-২)

    • গীত ১৫০:৬—গীতসংহিতা বইয়ের শেষ পদে কী করার উপর জোর দেওয়া হয়েছে? (অন্তর্দৃষ্টি-২ ৪৪৮, ইংরেজি; প্রহরীদুর্গ ১৩ ১১/১৫ ৩ অনু. ৪; প্রহরীদুর্গ ১১ ২/১৫ ১৫ অনু. ১৩)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?

    • এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ১৪৫:১-২১

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) ১পিতর ৫:৭—সত্য সম্বন্ধে শিক্ষা দিন।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) গীত ৩৭:৯-১১—সত্য সম্বন্ধে শিক্ষা দিন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার পাঠ ৯ অনু. ৩—ছাত্রকে বুঝতে সাহায্য করুন যে, তিনি কীভাবে বিষয়বস্তু কাজে লাগাতে পারেন।

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৪৬

  • “পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—আগ্রহী ব্যক্তিদের সভাতে আসার জন্য উৎসাহিত করে”: (১৫ মিনিট) আলোচনা। প্রত্যেককে মণ্ডলীর সভার আমন্ত্রণপত্রের একটা করে কপি দিন এবং সংক্ষেপে ২ পৃষ্ঠা আলোচনা করুন। এরপর নমুনা হিসেবে দেওয়া ভিডিওটা দেখান, যেখানে একজন প্রকাশক একজন ব্যক্তিকে সভাতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। শেষে, “অক্টোবর মাসের অর্পণ: মণ্ডলীর সভার আমন্ত্রণপত্র” শিরোনামের বাক্সটা নিয়ে আলোচনা করুন।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ৬ অনু. ১-১৪

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৪৮ এবং প্রার্থনা

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার