গান ২১
রাজ্যকে প্রথম স্থান দাও
(মথি ৬:৩৩)
১. এ-সো ক-রি রা-জ্যের প্র-চার
দে-শে, গ্রা-মে, রাজ-প-থে।
যি-শুর মা-ধ্য-মে সেই রা-জ্য
আ-লো আন-বে জ-গ-তে।
(কোরাস)
রা-খো প্র-থ-মে তাঁর রা-জ্য।
ক-রো প্র-চার সব-স-ময়।
যাঃ-য়ের না-মের হোক প্র-শং-সা।
ক-রো খু-শি তাঁর হৃ-দয়।
২. হ-ব না যে আর উদ্-বি-গ্ন—
‘খা-ব কী?’ বা ‘পর-ব কী?’
রা-খি য-দি রা-জ্য আগে,
ঈ-শ্বর জো-গা-বেন, জা-নি।
(কোরাস)
রা-খো প্র-থ-মে তাঁর রা-জ্য।
ক-রো প্র-চার সব-স-ময়।
যাঃ-য়ের না-মের হোক প্র-শং-সা।
ক-রো খু-শি তাঁর হৃ-দয়।
৩. ক-রো প্র-চার রা-জ্যের বা-র্তা।
স-কাল, বি-কাল আর রা-তে।
ক-রে যাও তাই খুব প্র-চে-ষ্টা,
সৎ লোক শুন-তে পায় যা-তে।
(কোরাস)
রা-খো প্র-থ-মে তাঁর রা-জ্য।
ক-রো প্র-চার সব-স-ময়।
যাঃ-য়ের না-মের হোক প্র-শং-সা।
ক-রো খু-শি তাঁর হৃ-দয়।
(আরও দেখুন গীত. ২৭:১৪; মথি ৬:৩৪; ১০:১১, ১৩; ১ পিতর ১:২১.)