ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • মায়েরা—উনীকীর কাছ থেকে শিখুন
    প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২২ | এপ্রিল
    • আপনার কাজের দ্বারা সন্তানদের শেখান

      ১২. দ্বিতীয় তীমথিয় ১:৫ পদ অনুযায়ী উনীকীর উত্তম উদাহরণ তীমথিয়ের উপর কেমন প্রভাব ফেলেছিল?

      ১২ দ্বিতীয় তীমথিয় ১:৫ পদ পড়ুন। উনীকী তীমথিয়ের জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন। তিনি নিশ্চয়ই তীমথিয়কে শিখিয়েছিলেন যে, বিশ্বাস কাজের মাধ্যমে প্রকাশ পায়। (যাকোব ২:২৬) উনীকী যা-কিছু করেছিলেন, তা দেখে তীমথিয় ভালোভাবে বুঝতে পেরেছিলেন, তার মা যিহোবাকে অনেক ভালোবাসেন আর তাঁর সেবা করে তিনি কতটা আনন্দ লাভ করছেন। উনীকীর উত্তম উদাহরণ তীমথিয়ের উপর কেমন প্রভাব ফেলেছিল? প্রেরিত পৌল লিখেছিলেন, তীমথিয়ের মধ্যে তার মায়ের মতো বিশ্বাস রয়েছে। এমনটা নয় যে, উনীকীর বিশ্বাস মজবুত ছিল বলে তীমথিয়ের বিশ্বাসও আপনা-আপনি মজবুত হয়ে গিয়েছিল। এর পরিবর্তে, তিনি হয়তো তার মায়ের কাছ থেকে শিখেছিলেন, নিজের বিশ্বাস দৃঢ় করার জন্য তার কী করা উচিত আর তিনি তা করেও ছিলেন। একইভাবে, আজ অনেক মা “বিনা বাক্যে” তাদের পরিবারের সদস্যদের মন জয় করে নেয়। (১ পিতর ৩:১, ২) আপনিও আপনার উত্তম উদাহরণের সাহায্যে আপনার সন্তানদের শেখাতে পারেন। আসুন দেখি, কীভাবে।

      ১৩. কেন মায়েদের তাদের জীবনে যিহোবাকে প্রথম স্থান দেওয়া উচিত?

      ১৩ আপনার জীবনে যিহোবাকে প্রথম স্থান দিন। (দ্বিতীয়. ৬:৫, ৬) আপনি আপনার সন্তানদের দেখাশোনা করার জন্য অনেক ত্যাগস্বীকার করে থাকেন, যেমন সময়, ঘুম এবং অন্যান্য বিষয়। তবে, আপনার সন্তানদের দেখাশোনা করার পিছনে এতটাও ব্যস্ত হওয়া উচিত নয় যে, আপনার কাছে যিহোবার জন্য সময়ই থাকবে না। তাই, প্রতিদিন প্রার্থনা করার জন্য সময় বের করুন। প্রতি সপ্তাহে ব্যক্তিগত অধ্যয়ন করুন আর প্রতিটা সভায় যোগ দিন। এমনটা করার মাধ্যমে যিহোবার সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে এবং আপনি আপনার পরিবারের সঙ্গে সঙ্গে অন্যদের জন্যও এক উত্তম উদাহরণ স্থাপন করতে পারবেন।

  • মায়েরা—উনীকীর কাছ থেকে শিখুন
    প্রহরীদুর্গ (অধ্যয়ন)—২০২২ | এপ্রিল
    • ১৬. একজন মায়ের উত্তম উদাহরণ অন্যদের উপর কোন প্রভাব ফেলতে পারে?

      ১৬ মায়েরা, আপনাদের উত্তম উদাহরণ মণ্ডলীর ভাই-বোনদের উপরও প্রভাব ফেলে। এটা বোঝার জন্য আসুন, আরেক বার উনীকী সম্বন্ধে লক্ষ করি। তার উত্তম উদাহরণ পৌলের উপর গভীর প্রভাব ফেলেছিল। এমনটা মনে করা হয় যে, পৌল তার প্রথম মিশনারি যাত্রার সময় যখন প্রথম বার লুস্ত্রায় গিয়েছিলেন, তখন উনীকী ও লোয়ীর সঙ্গে তার দেখা হয়েছিল। হতে পারে, পৌলই তাদের খ্রিস্টান হতে সাহায্য করেছিলেন। (প্রেরিত ১৪:৪-১৮) হয়তো তখনই পৌল লক্ষ করেছিলেন, উনীকীর মধ্যে কতটা বিশ্বাস রয়েছে। প্রায় ১৫ বছর পর যখন তিনি লিখেছিলেন যে, তীমথিয়ের বিশ্বাস নিষ্কপট, তখন তিনি বলেছিলেন, এইরকমই বিশ্বাস প্রথমে “[তীমথিয়ের] মা উনীকীর মধ্যে দেখা গিয়েছিল।” (২ তীম. ১:৫) একটু কল্পনা করুন, এত বছর পরও পৌল উনীকীর বিশ্বাসকে ভুলে যাননি আর তাই, তিনি তার চিঠিতে উনীকীর বিষয়ে লিখেছিলেন। উনীকীর উত্তম উদাহরণ শুধু পৌলের উপরই নয়, কিন্তু সেইসঙ্গে প্রথম শতাব্দীর অনেক খ্রিস্টানের উপরও গভীর প্রভাব ফেলেছিল। বোনেরা, আপনারা যদি একাই আপনাদের সন্তানদের বড়ো করে তোলেন কিংবা আপনাদের স্বামীরা সাক্ষি নয়, তা হলে নিশ্চিত থাকুন, আপনাদের উত্তম উদাহরণ দেখে মণ্ডলীর ভাই-বোনেরা অনেক উৎসাহ লাভ করে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার