ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ১৪৪
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ১৪৪:২

পাদটীকা

  • *

    বা “উঁচু জায়গা।”

গীতসংহিতা ১৪৪:৭

পাদটীকা

  • *

    বা “মুঠো।”

গীতসংহিতা ১৪৪:৮

পাদটীকা

  • *

    আক্ষ., “আর তাদের ডান হাত হল মিথ্যার ডান হাত।”

গীতসংহিতা ১৪৪:৯

পাদটীকা

  • *

    বা “তোমার জন্য সংগীত বাজাব।”

গীতসংহিতা ১৪৪:১০

পাদটীকা

  • *

    বা “পরিত্রাণ।”

গীতসংহিতা ১৪৪:১২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৪/২০১৮, পৃষ্ঠা ৩২

গীতসংহিতা ১৪৪:১৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৯/১/২০০৬, পৃষ্ঠা ১৩

    ৬/১৫/২০০৬, পৃষ্ঠা ১২-১৩

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ১৪৪:১-১৫

গীতসংহিতা

দায়ূদের দ্বারা রচিত।

১৪৪ আমার শৈল যিহোবার প্রশংসা হোক,

যিনি আমার হাতকে লড়াইয়ের জন্য,

আমার আঙুলগুলোকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন।

 ২ তিনি আমার প্রতি অটল প্রেম দেখান,

তিনি আমার দৃঢ় দুর্গ,

তিনি আমার নিরাপদ আশ্রয়স্থান* এবং আমার উদ্ধারকর্তা,

তিনি আমার ঢাল এবং তাঁর কাছেই আমি আশ্রয় নিয়েছি,

তিনিই বিভিন্ন জাতির লোকদের আমার অধীনে নিয়ে আসেন।

 ৩ হে যিহোবা, মানুষ কী যে, তুমি তাকে লক্ষ করবে?

মরণশীল মানুষ কী যে, তুমি তার প্রতি মনোযোগ দেবে?

 ৪ মানুষের জীবন কেবল শ্বাস মাত্র,

তার দিনগুলো মিলিয়ে যেতে থাকা ছায়ার মতো।

 ৫ হে যিহোবা, তোমার আকাশকে নুইয়ে নীচে নেমে এসো,

পর্বতগুলোকে স্পর্শ করো, যাতে সেগুলো থেকে ধোঁয়া বের হয়।

 ৬ বিদ্যুৎ চমকিয়ে তোমার শত্রুদের ছিন্নভিন্ন করে দাও,

তোমার তির ছুড়ে তাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করো।

 ৭ উপর থেকে তোমার হাত* বাড়াও,

উথালপাথাল হতে থাকা জল থেকে,

বিদেশিদের হাত থেকে আমাকে উদ্ধার করো এবং রক্ষা করো,

 ৮ যারা নিজেদের মুখ দিয়ে মিথ্যা কথা বলে

আর নিজেদের ডান হাত তুলে মিথ্যা দিব্য করে।*

 ৯ হে ঈশ্বর, আমি তোমার জন্য একটা নতুন গান গাইব।

আমি দশটা তার রয়েছে এমন বাদ্যযন্ত্র বাজিয়ে তোমার প্রশংসায় গান গাইব*

১০ কারণ তুমি রাজাদের জয়ী* কর,

তোমার দাস দায়ূদকে তলোয়ারের আঘাত থেকে উদ্ধার কর।

১১ আমাকে বিদেশিদের হাত থেকে উদ্ধার করো এবং রক্ষা করো,

যারা তাদের মুখ দিয়ে মিথ্যা কথা বলে

আর তাদের ডান হাত তুলে মিথ্যা দিব্য করে।

১২ তখন আমাদের ছেলেরা সেই চারাগাছের মতো হবে, যেগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে,

আমাদের মেয়েরা রাজপ্রাসাদের কোণের নকশা-করা স্তম্ভগুলোর মতো হবে।

১৩ আমাদের ভাণ্ডার ঘরগুলো সমস্ত ধরনের ফসলে উপচে পড়বে,

আমাদের মাঠগুলোতে আমাদের পশুপাল হাজার গুণ, লক্ষ গুণ বৃদ্ধি পাবে।

১৪ আমাদের গর্ভবতী গরুগুলোর প্রতি খারাপ কিছু ঘটবে না,

তাদের গর্ভপাত হবে না,

আমাদের নগরের খোলা জায়গাগুলোতে কেউ দুঃখে কাঁদবে না।

১৫ সুখী সেই লোকেরা, যাদের প্রতি এগুলো ঘটবে!

সুখী সেই লোকেরা, যাদের ঈশ্বর যিহোবা!

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার