জুলাই ২৮–আগস্ট ৩
হিতোপদেশ ২৪
গান ৩৮ এবং প্রার্থনা | সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)
১. সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য নিজেকে শক্তিশালী করুন
(১০ মিনিট)
জ্ঞান এবং প্রজ্ঞা লাভ করে চলুন (হিতো ২৪:৫; প্রহরীদুর্গ ২৩.০৭ ১৮ অনু. ১৫)
আপনি যখন নিরুৎসাহিত হয়ে পড়েন, তখনও ঈশ্বরের উপাসনার সঙ্গে যুক্ত কাজগুলোতে ব্যস্ত থাকুন (হিতো ২৪:১০; প্রহরীদুর্গ ০৯ ১২/১৫ ১৮ অনু. ১২-১৩)
যিহোবাকে ভালোবাসার এবং তাঁর উপর দৃঢ় বিশ্বাস বজায় রাখার ফলে আমরা সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারব (হিতো ২৪:১৬; প্রহরীদুর্গ ২০.১২ ১৫)
২. অমূল্য রত্ন
(১০ মিনিট)
হিতো ২৪:২৭—এই হিতোপদেশে কোন শিক্ষা দেওয়া হয়েছে? (প্রহরীদুর্গ ০৯ ১০/১৫ ১২)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি কোন কোন অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন?
৩. বাইবেল পাঠ
(৪ মিনিট) হিতো ২৪:১-২০ (শিক্ষা দেওয়া পাঠ ১১)
৪. কথাবার্তা শুরু করার জন্য
(২ মিনিট) সুযোগ বুঝে প্রচার। সাক্ষ্য দেওয়ার আগেই আপনার কথাবার্তা শেষ হয়ে যায়। (লোকদের ভালোবাসুন পাঠ ২ বিষয় ৪)
৫. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) ঘরে ঘরে প্রচার। (লোকদের ভালোবাসুন পাঠ ৩ বিষয় ৪)
৬. কথাবার্তা শুরু করার জন্য
(৩ মিনিট) জনসাধারণ্যে সাক্ষ্য। একজন ব্যক্তিকে আমাদের বাইবেল অধ্যয়নের ব্যবস্থা সম্বন্ধে বলুন এবং বাইবেল অধ্যয়নের কনট্যাক্ট কার্ড দিন। (লোকদের ভালোবাসুন পাঠ ৪ বিষয় ৩)
৭. বক্তৃতা
(৩ মিনিট) লোকদের ভালোবাসুন পরিশিষ্ট ১ বিষয় ১১—মূলভাব: ঈশ্বর আমাদের তাঁর বাক্য বাইবেল দিয়েছেন। (শিক্ষা দেওয়া পাঠ ৬)
গান ৯৯
৮. সমস্যার সময়ে একে অন্যকে সাহায্য করুন
(১৫ মিনিট) আলোচনা।
অতিমারি, প্রাকৃতিক দুর্যোগ, দাঙ্গা এবং যুদ্ধের মতো বড়ো বড়ো সমস্যা যেকোনো সময়ে শুরু হতে পারে। এমনকী যিহোবার লোকদের উপরও হঠাৎই তাড়না শুরু হতে পারে। এইরকম পরিস্থিতিতে ভাই-বোনেরা একে অন্যকে সাহায্য করে এবং উৎসাহিত করে। আমরা যদি এইরকম পরিস্থিতির মুখোমুখি না-ও হয়ে থাকি, তারপরও আমরা আমাদের ভাই-বোনদের কষ্ট অনুভব করতে পারি এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।—১করি ১২:২৫, ২৬.
১ রাজাবলি ১৩:৬ এবং যাকোব ৫:১৬খ পদ পড়ুন। এরপর, শ্রোতাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করুন:
ঈশ্বরের সেবকেরা যখন অন্যদের জন্য প্রার্থনা করে, তখন কেন সেটার প্রভাব জোরালো হয়?
মার্ক ১২:৪২-৪৪ এবং ২ করিন্থীয় ৮:১-৪ পদ পড়ুন। এরপর, শ্রোতাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করুন:
প্রয়োজন রয়েছে এমন ভাই-বোনদের সাহায্য করার একটা উপায় হল, বিশ্বব্যাপী কাজের জন্য দান দেওয়া। কিন্তু, দান দেওয়ার জন্য আমাদের কাছে হয়তো যথেষ্ট সামর্থ্য নেই। তারপরও, আমাদের কেন দান দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাওয়া উচিত নয়?
নিষেধাজ্ঞা সত্ত্বেও ভাই-বোনদের শক্তিশালী করা শিরোনামের ভিডিওটা দেখান। এরপর, শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন:
পূর্ব ইউরোপে আমাদের কাজের উপর যখন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তখন সেখানকার খ্রিস্টানদের সাহায্য করার জন্য আমাদের ভাইয়েরা কোন কোন ত্যাগস্বীকার করেছিল?
নিষেধাজ্ঞা সত্ত্বেও ভাই-বোনেরা কীভাবে সভায় একত্রিত হওয়ার এবং একে অন্যকে উৎসাহিত করার আজ্ঞা পালন করেছিল?—ইব্রীয় ১০:২৪, ২৫
৯. মণ্ডলীর বাইবেল অধ্যয়ন
(৩০ মিনিট) বাইবেল থেকে শেখো পাঠ ৪-৫