গীতসংহিতা
১৫০ যাঃয়ের প্রশংসা করো!*
ঈশ্বরের পবিত্র জায়গায় তাঁর প্রশংসা করো।
আকাশে তাঁর প্রশংসা করো, যেটা তাঁর শক্তির প্রমাণ দেয়।
২ তাঁর মহৎ কাজগুলোর জন্য তাঁর প্রশংসা করো।
তাঁর অসীম মহত্ত্বের কারণে তাঁর প্রশংসা করো।
৩ শিঙা বাজিয়ে তাঁর প্রশংসা করো।
তারওয়ালা বাদ্যযন্ত্র এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা করো।
৪ খঞ্জনি বাজিয়ে এবং গোল করে নাচতে নাচতে তাঁর প্রশংসা করো।
তারওয়ালা বাদ্যযন্ত্র এবং বাঁশি বাজিয়ে তাঁর প্রশংসা করো।
৫ টুং টুং করে করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো।
ঝনঝন করে করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো।
৬ শ্বাস নেয় এমন প্রত্যেক প্রাণী যেন যাঃয়ের প্রশংসা করে।
যাঃয়ের প্রশংসা করো!*