ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ২:২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ১২/২০১৬, পৃষ্ঠা ৩

    প্রহরীদুর্গ,

    ১১/১/২০০৭, পৃষ্ঠা ২৪-২৫

    ১২/১/১৯৯৪, পৃষ্ঠা ১১

    ৪/১/১৯৯৪, পৃষ্ঠা ১৫-১৭

    সরকার, পৃষ্ঠা ২৪-২৫

যিশাইয় ২:৩

পাদটীকা

  • *

    বা “নির্দেশনা।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৩/২০১৬, পৃষ্ঠা ১৭

    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ),

    নং ২ ২০১৬ পৃষ্ঠা ১৫

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ১২/২০১৬, পৃষ্ঠা ৩

    সরকার, পৃষ্ঠা ২৫

যিশাইয় ২:৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ১২/২০১৬, পৃষ্ঠা ৩

    প্রহরীদুর্গ,

    ৮/১/২০০০, পৃষ্ঠা ২৬-২৭

    ৪/১৫/১৯৯৭, পৃষ্ঠা ১৩-১৫, ২২

যিশাইয় ২:১১

পাদটীকা

  • *

    বা “চোখ নত।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১/১৯৯৪, পৃষ্ঠা ১১

যিশাইয় ২:১৭

পাদটীকা

  • *

    বা “মানুষকে নত করা হবে।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ২:১-২২

যিশাইয়

২ আমোসের ছেলে যিশাইয় যিহূদা ও জেরুসালেমের বিষয়ে এই দর্শন দেখলেন:

 ২ শেষকালে যিহোবার গৃহের পর্বত

অন্য সমস্ত পর্বতের উপরে দৃঢ়ভাবে স্থাপিত হবে

এবং সেটাকে সমস্ত পাহাড়ের চেয়ে উপরে তোলা হবে

আর সমস্ত জাতি স্রোতের মতো সেটার দিকে আসবে।

 ৩ আর অনেক জাতির লোক আসবে ও বলবে:

“এসো, আমরা যিহোবার পর্বতে উঠি,

যাকোবের ঈশ্বরের গৃহে যাই।

তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শেখাবেন

আর আমরা তাঁর পথে চলব।”

কারণ সিয়োন থেকে আইন*

এবং জেরুসালেম থেকে যিহোবার বাক্য শেখানো হবে।

 ৪ তিনি বিভিন্ন জাতির মধ্যে বিচার করবেন

এবং বিভিন্ন দেশের লোকদের মামলার মীমাংসা করবেন।

তারা তাদের তলোয়ার পিটিয়ে লাঙলের ফাল তৈরি করবে

আর তাদের বর্শা পিটিয়ে কাস্তে তৈরি করবে।

এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার তুলবে না,

তারা আর যুদ্ধ শিখবে না।

 ৫ হে যাকোবের পরিবার, এসো,

আমরা যিহোবার আলোতে চলি।

 ৬ হে ঈশ্বর, তুমি তোমার লোকদের, যাকোবের পরিবারকে পরিত্যাগ করেছ

কারণ তারা পূর্ব দিকের দেশগুলোর অনেক কিছু আপন করে নিয়েছে,

তারা পলেষ্টীয়দের মতো জাদুবিদ্যা চর্চা করে

আর তাদের দেশ বিদেশিদের সন্তানে ভরে গিয়েছে।

 ৭ তাদের দেশ সোনা-রুপোয় পূর্ণ

আর তাদের ধনসম্পদের কোনো সীমা নেই।

তাদের দেশ ঘোড়ায় পূর্ণ

আর তাদের অসংখ্য রথ রয়েছে।

 ৮ তাদের দেশ অপদার্থ দেবতায় পূর্ণ।

তারা নিজেদের হাতের কাজগুলোর সামনেই মাথা নত করে,

সেগুলোর সামনেই, যেগুলো তারা নিজেদের আঙুল দিয়ে তৈরি করেছে।

 ৯ এভাবে মানুষ নিজেকে নত করে, নিজের অপমান করে

আর তুমি তাদের ক্ষমা করতে পার না।

১০ যিহোবার মহিমাপূর্ণ প্রতাপ

এবং তাঁর ভয়ংকর শক্তির কারণে

শৈলের মধ্যে ঢোকো এবং ধুলোর মধ্যে নিজেদের লুকিয়ে ফেলো।

১১ মানুষের উদ্ধত চোখকে নত করা* হবে

আর অহংকারী মানুষ নীচে নেমে যাবে।

সেই দিন কেবল যিহোবাই উচ্চীকৃত হবেন।

১২ কারণ সেই দিন স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার দিন।

সেই দিনটা এমন প্রত্যেকের উপর নেমে আসছে, যারা গর্বিত ও অহংকারী,

হ্যাঁ, সবার উপর নেমে আসছে, তা তারা গণ্যমান্য কিংবা সাধারণ, যেমনই হোক না কেন।

১৩ লেবাননের সমস্ত উঁচু উঁচু দেবদারু গাছের উপর

এবং বাশনের সমস্ত ওক গাছের উপর,

১৪ সমস্ত উঁচু উঁচু পর্বতের উপর

এবং সমস্ত উঁচু উঁচু পাহাড়ের উপর,

১৫ প্রতিটা উঁচু দুর্গের উপর এবং প্রতিটা মজবুত প্রাচীরের উপর,

১৬ তর্শীশের সমস্ত জাহাজের উপর

এবং সমস্ত সুন্দর সুন্দর নৌকার উপর সেই দিন এসে পড়বে।

১৭ গর্বিত মানুষকে নত করা হবে

আর অহংকারী মানুষ নীচে নেমে যাবে।*

সেই দিন কেবল যিহোবাই উচ্চীকৃত হবেন।

১৮ অপদার্থ দেবতারা পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে।

১৯ যিহোবা যখন উঠে পৃথিবীকে কাঁপিয়ে তুলবেন

এবং লোকদের আতঙ্কিত করে তুলবেন,

তখন তাঁর মহিমাপূর্ণ প্রতাপ এবং তাঁর ভয়ংকর শক্তির কারণে

লোকেরা শৈলের গুহায় এবং মাটির গর্তে ঢুকে পড়বে।

২০ মানুষ সোনা-রুপোর যে-অপদার্থ দেবতাদের সামনে মাথা নত করার উদ্দেশ্যে

সেগুলো নিজেদের জন্য তৈরি করেছিল,

সেই দিন তারা সেগুলোকে ছুঁচো ও বাদুড়ের কাছে ফেলে দেবে,

২১ যাতে যিহোবা যখন উঠে পৃথিবীকে কাঁপিয়ে তুলবেন

এবং লোকদের আতঙ্কিত করে তুলবেন,

তখন তাঁর মহিমাপূর্ণ প্রতাপ এবং তাঁর ভয়ংকর শক্তির কারণে

তারা যেন বড়ো বড়ো পাথরের গর্তে এবং শৈলের ফাটলে ঢুকতে পারে।

২২ তাই, নিজেদের ভালোর জন্য তোমরা সামান্য মানুষের উপর আস্থা রাখা বন্ধ করো,

যারা কিনা নাকের শ্বাস মাত্র।

মানুষ কী যে, তাকে গণ্য করা হবে?

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার