ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ৪৭
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ৪৭:৩

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “আর আমার সামনে যে-ই আসুক না কেন, আমি তার প্রতি দয়া দেখাব না।”

যিশাইয় ৪৭:৯

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “যদিও।”

যিশাইয় ৪৭:১১

পাদটীকা

  • *

    বা “আর তুমি বুঝতেই পারবে না, কীভাবে মন্ত্র পড়ে সেটা দূর করা যায়।”

যিশাইয় ৪৭:১৩

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “যারা আকাশকে বিভক্ত করে; যারা জ্যোতিষী।”

যিশাইয় ৪৭:১৫

পাদটীকা

  • *

    আক্ষ., “এলাকায়।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ৪৭:১-১৫

যিশাইয়

৪৭ হে ব্যাবিলনের কুমারী মেয়ে,

নীচে নেমে ধুলোতে বসো।

হে কল্‌দীয়দের মেয়ে,

মাটিতে বসো, যেখানে কোনো সিংহাসন নেই

কারণ লোকেরা আর কখনো বলবে না যে,

তুমি খুব কোমল স্বভাবের এবং খুব আদরের।

 ২ একটা জাঁতা নাও এবং আটা পেষাই করো।

তোমার ঘোমটা খুলে ফেলো।

তোমার ঘাগরা খুলে ফেলো, পায়ের কাপড় তুলে নাও

এবং নদী পার হও।

 ৩ তোমার উলঙ্গতা প্রকাশ হয়ে পড়বে।

তোমার লজ্জা ঢাকা থাকবে না।

আমি প্রতিশোধ নেব আর কোনো মানুষ আমার সামনে বাধা হয়ে দাঁড়াবে না।*

 ৪ “ইজরায়েলের পবিত্র ঈশ্বর আমাদের মুক্তিদাতা।

তাঁর নাম স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা।”

 ৫ হে কল্‌দীয়দের মেয়ে,

চুপচাপ বসে থাকো এবং অন্ধকারে থাকো,

তারা আর তোমাকে রাজ্যগুলোর রানি বলবে না।

 ৬ আমি আমার লোকদের উপর প্রচণ্ড রেগে গিয়েছিলাম।

আমি আমার উত্তরাধিকারকে কলুষিত হতে দিয়েছিলাম

আর আমি তাদের তোমার হাতে তুলে দিয়েছিলাম।

কিন্তু, তুমি তাদের প্রতি একটুও করুণা দেখাওনি।

এমনকী বয়স্ক ব্যক্তিদের উপরও তুমি ভারি জোয়াল চাপিয়ে দিয়েছিলে।

 ৭ তুমি বলেছিলে: “আমি চিরকাল রানি হয়ে থাকব।”

তুমি এই বিষয়গুলোর প্রতি মনোযোগ দাওনি,

তুমি বিবেচনা করনি যে, শেষে কী হবে।

 ৮ হে আমোদপ্রিয় মহিলা, তুমি এখন শোনো!

তুমি নিরাপদে বসে থাক এবং মনে মনে বল:

“আমি মহান, আমার মতো আর কেউ নেই।

আমি বিধবা হব না।

আমি কখনো আমার সন্তানদের হারাব না।”

 ৯ কিন্তু, এই দুটো বিষয় এক দিনে হঠাৎ তোমার উপর এসে পড়বে:

তুমি তোমার সন্তানদের হারাবে আর বিধবা হয়ে যাবে।

এই সমস্ত কিছু জোরালোভাবে তোমার উপর এসে পড়বে

কারণ* তুমি অনেক মায়াবিদ্যা চর্চা করেছ এবং অনেক মন্ত্র পড়েছ।

১০ তুমি নিজের মন্দতার উপর আস্থা রেখেছিলে।

তুমি বলেছিলে: “কেউ আমাকে দেখছে না।”

তোমার প্রজ্ঞা ও জ্ঞান তোমাকে ভুল পথে নিয়ে গিয়েছে

আর তুমি মনে মনে বলেছিলে: “আমি মহান, আমার মতো আর কেউ নেই।”

১১ কিন্তু, তোমার উপর বিপর্যয় এসে পড়বে

আর তোমার কোনো মন্ত্রই সেটা থামাতে পারবে না।*

তোমার উপর বিপদ এসে পড়বে আর তুমি সেটা এড়াতে পারবে না।

হঠাৎ এমন ধ্বংস তোমার উপর এসে পড়বে, যেটার বিষয়ে তোমার কোনো ধারণাই নেই।

১২ তাই, তুমি মন্ত্র পড়তে থাক এবং অনেক মায়াবিদ্যা চর্চা করতে থাক,

যেগুলোর পিছনে তুমি যৌবনকাল থেকেই অনেক পরিশ্রম করেছ।

হয়তো তুমি উপকার লাভ করতে পারবে!

হয়তো তুমি লোকদের মনে ভয় ঢুকিয়ে দিতে পারবে!

১৩ তুমি তোমার অনেক পরামর্শদাতার কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছ।

এখন তারা উঠে দাঁড়াক এবং তোমাকে রক্ষা করুক,

হ্যাঁ, তারাই করুক, যারা আকাশের উপাসনা করে,* তারাদের দিকে তাকিয়ে থাকে

এবং নতুন চাঁদ দেখে তোমাদের জানায় যে,

তোমাদের উপর কী আসতে চলেছে।

১৪ দেখো! তারা খড়কুটোর মতো।

আগুন তাদের পুড়িয়ে দেবে।

তারা সেই ভয়ংকর আগুন থেকে নিজেদের রক্ষা করতে পারবে না।

এই আগুন উষ্ণ থাকার জন্য জ্বালানো কয়লার মতো নয়,

এই আগুন সেই ধরনের আগুন নয়, যেটার সামনে বসে আগুন পোহানো হয়।

১৫ তোমার যে-লোকেরা মন্ত্র পড়ে, তাদের প্রতি এইরকমই ঘটবে,

যাদের সঙ্গে তুমি যৌবনকাল থেকে পরিশ্রম করে এসেছ।

তারা ঘুরে বেড়াবে, প্রত্যেকে নিজের নিজের পথে* চলে যাবে।

তোমাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার