বিচারকর্তৃগণের বিবরণ
১৭ ইফ্রয়িমের পার্বত্য এলাকায় মীখা নামে একজন ব্যক্তি বাস করত। ২ সে তার মাকে বলল: “মা তোমার মনে আছে, তোমার ১,১০০ শেকল* রুপো চুরি হয়ে গিয়েছিল আর তুমি আমার সামনে সেই চোরকে অভিশাপ দিচ্ছিলে? সেই রুপো আমিই নিয়েছিলাম।” এতে তার মা তাকে বলল: “ছেলে আমার, যিহোবা যেন তোমাকে আশীর্বাদ করেন।” ৩ তখন মীখা সেই ১,১০০ শেকল* রুপো তার মাকে ফিরিয়ে দিল। তার মা বলল: “আমি এই রুপো যিহোবার জন্য আলাদা করে রাখছি। আমার ইচ্ছা, তুমি এটা দিয়ে নিজের জন্য একটা খোদাই করা মূর্তি এবং একটা ছাঁচে ঢালা মূর্তি তৈরি কর। এতে এই রুপো তোমার হয়ে যাবে।”
৪ সেই রুপো পাওয়ার পর মীখার মা সেখান থেকে ২০০ শেকল* রুপো রৌপ্যকারকে দিল। সে সেটা দিয়ে একটা খোদাই করা মূর্তি এবং একটা ছাঁচে ঢালা মূর্তি তৈরি করল। তারপর, সেই মূর্তিগুলোকে মীখার বাড়িতে স্থাপন করা হল। ৫ মীখার একটা ঘর ছিল, যেখানে সে তার মূর্তিগুলোর উপাসনা করত। সে কুলদেবতাদের মূর্তি এবং একটা এফোদ* তৈরি করাল আর নিজের এক ছেলেকে যাজক হিসেবে নিযুক্ত করল। ৬ সেই সময় ইজরায়েলে কোনো রাজা ছিল না। প্রত্যেকে নিজের দৃষ্টিতে যা ভালো বলে মনে করত, তা-ই করত।
৭ যিহূদার বেথলেহেম নগরে একজন যুবক কিছুসময় ধরে যিহূদার লোকদের সঙ্গে বাস করছিল। সে একজন লেবীয় ছিল। ৮ একদিন সে বেথলেহেম ছেড়ে দিল আর থাকার জন্য অন্য জায়গা খুঁজতে লাগল। খুঁজতে খুঁজতে সে ইফ্রয়িমের পার্বত্য এলাকায় মীখার বাড়িতে এসে পৌঁছাল। ৯ মীখা তাকে জিজ্ঞেস করল: “তুমি কোথা থেকে এসেছ?” সে বলল: “আমি যিহূদার বেথলেহেম থেকে এসেছি। আমি একজন লেবীয় আর আমি থাকার জন্য জায়গা খুঁজছি।” ১০ তখন মীখা তাকে বলল: “তুমি আমার কাছেই থাকো এবং আমার পরামর্শদাতা* ও যাজক হও। আমি তোমাকে খাবারদাবার, এক জোড়া পোশাক এবং প্রতি বছর দশ শেকল* রুপো দেব।” এই কথা শুনে সেই লেবীয় বাড়িতে প্রবেশ করল। ১১ সে মীখার সঙ্গে থাকতে রাজি হয়ে গেল আর মীখা তাকে নিজের ছেলে হিসেবে দেখতে শুরু করল। ১২ মীখা সেই লেবীয়কে তার যাজক হিসেবে নিযুক্ত করল আর সে মীখার বাড়িতেই বাস করতে লাগল। ১৩ মীখা বলল: “এবার যিহোবা নিশ্চয়ই আমার মঙ্গল করবেন কারণ একজন লেবীয় আমার যাজক হয়েছে।”