ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৯২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৯২:১

পাদটীকা

  • *

    বা “নামের উদ্দেশে সংগীত বাজাই।”

গীতসংহিতা ৯২:৭

পাদটীকা

  • *

    বা “ঘাসের।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    সজাগ হোন!,

    নং ১ ২০২১ পৃষ্ঠা ১২

গীতসংহিতা ৯২:১০

পাদটীকা

  • *

    আক্ষ., “তুমি আমার শিংকে বুনো ষাঁড়ের শিঙের মতো উচ্চীকৃত করবে।”

গীতসংহিতা ৯২:১২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ৮/২০১৬, পৃষ্ঠা ৪

    প্রহরীদুর্গ,

    ৯/১৫/২০০৭, পৃষ্ঠা ৩২

    ৭/১৫/২০০৬, পৃষ্ঠা ১৩

    ১০/১/২০০১, পৃষ্ঠা ৩২

    ১/১/১৯৯৯, পৃষ্ঠা ৩২

গীতসংহিতা ৯২:১৪

পাদটীকা

  • *

    বা “এমনকী তাদের চুল পেকে গেলেও।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৯/১৫/২০০৭, পৃষ্ঠা ৩২

    ৬/১/২০০৭, পৃষ্ঠা ২১-২৫

    ৭/১৫/২০০৬, পৃষ্ঠা ১৩

    ৫/১৫/২০০৪, পৃষ্ঠা ১০-১৩

গীতসংহিতা ৯২:১৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০০৪, পৃষ্ঠা ১৩-১৪

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৯২:১-১৫

গীতসংহিতা

বিশ্রামবারের জন্য এক সংগীত।

৯২ হে যিহোবা, এটা ভালো যে, আমি তোমাকে ধন্যবাদ দিই

এবং হে সর্বমহান ঈশ্বর, আমি তোমার নামের প্রশংসায় গান গাই,*

 ২ ভোর বেলায় তোমার অটল প্রেমের বিষয়ে

এবং রাতের বেলায় তোমার বিশ্বস্ততার বিষয়ে

 ৩ আমি দশটা তার রয়েছে এমন বাদ্যযন্ত্র বাজিয়ে

ও সেইসঙ্গে বীণায় মধুর সংগীত বাজিয়ে ঘোষণা করি।

 ৪ কারণ হে যিহোবা, তুমি তোমার কাজের মাধ্যমে আমাকে আনন্দিত করেছ।

তোমার হাতের কাজের কারণে আমি আনন্দে চিৎকার করি।

 ৫ হে যিহোবা, তোমার কাজগুলো কত মহৎ!

তোমার চিন্তাভাবনা কত গভীর!

 ৬ কোনো নির্বোধ ব্যক্তিই সেগুলো জানতে পারবে না।

আর কোনো মূর্খ ব্যক্তিই এটা বুঝবে না:

 ৭ যখন মন্দ লোকেরা আগাছার* মতো বৃদ্ধি পায়

এবং সমস্ত অপরাধী সমৃদ্ধিশালী হয়,

তখন তা এইজন্য হয় যেন তাদের চিরকালের জন্য নিশ্চিহ্ন করা হয়।

 ৮ কিন্তু হে যিহোবা, তুমি চিরকাল সবার উপরে থাক।

 ৯ হে যিহোবা, তোমার শত্রুদের পরাজয় দেখো,

দেখো কীভাবে তারা বিনষ্ট হয়ে যাবে,

সমস্ত অপরাধী ছিন্নভিন্ন হয়ে পড়বে।

১০ কিন্তু, তুমি আমার শক্তি বৃদ্ধি করে আমাকে বুনো ষাঁড়ের মতো শক্তিশালী করে তুলবে,*

আমি নিজের ত্বকে তেল মেখে নিজের ত্বককে আর্দ্র করে তুলব।

১১ আমার চোখ আমার শত্রুদের পরাজয় দেখবে,

আমার কান সেই মন্দ ব্যক্তিদের পতনের খবর শুনবে, যারা আমাকে আক্রমণ করে।

১২ কিন্তু, ধার্মিক ব্যক্তি খেজুর গাছের মতোই ফলবান হয়ে উঠবে

এবং লেবাননের দেবদারু গাছের মতো বৃদ্ধি পাবে।

১৩ তাদের যিহোবার গৃহে লাগানো হয়েছে,

তারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে ফলবান হয়ে ওঠে।

১৪ এমনকী বৃদ্ধবয়সেও* তারা ফল উৎপন্ন করবে

এবং তারা শক্তিশালী ও স্বাস্থ্যবান থাকবে।

১৫ তারা ঘোষণা করতে থাকবে যে, যিহোবা সৎ।

তিনি আমার শৈল, যাঁর মধ্যে কোনো মন্দতা নেই।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার