ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৮০
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৮০:শীর্ষলিখন

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

গীতসংহিতা ৮০:১

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “মাঝে।”

  • *

    বা “তোমার উজ্জ্বলতা প্রকাশ করো।”

গীতসংহিতা ৮০:১১

পাদটীকা

  • *

    অর্থাৎ ইউফ্রেটিস নদী।

গীতসংহিতা ৮০:১৫

পাদটীকা

  • *

    বা “আঙুর গাছের মূল কাণ্ডের।”

  • *

    বা “শাখাকে।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৮০:১-১৯

গীতসংহিতা

আসফের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: “লিলি ফুল” অনুসারে। মনে করানোর জন্য।

৮০ হে ইজরায়েলের পালক,

তুমি, যে যোষেফকে মেষপালের মতোই পথ দেখাচ্ছ, আমাদের কথা শোনো।

তুমি, যে করূবদের উপরে* সিংহাসনে বসে রয়েছ,

তুমি নিজের আলো ছড়াও।*

 ২ ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশির সামনে

তোমার শক্তি দেখাও,

তুমি এসে আমাদের রক্ষা করো।

 ৩ হে ঈশ্বর, আমাদের ফিরিয়ে আনো,

আমাদের উপর তোমার মুখের আলো পড়তে দাও, যাতে আমরা রক্ষা পেতে পারি।

 ৪ হে স্বর্গীয় বাহিনীর ঈশ্বর যিহোবা, তুমি আর কতদিন তোমার লোকদের উপর রেগে থাকবে?

আর কতদিন তাদের প্রার্থনা শুনবে না?

 ৫ তুমি তাদের খাবার হিসেবে চোখের জল খেতে দাও,

তুমি তাদের প্রচুর পরিমাণে চোখের জল খেতে দাও।

 ৬ তুমি আমাদের নিয়ে আমাদের প্রতিবেশীদের ঝগড়া করতে দাও,

আমাদের শত্রুরা নিজেদের ইচ্ছামতো আমাদের নিয়ে হাসিঠাট্টা করতে থাকে।

 ৭ হে স্বর্গীয় বাহিনীর ঈশ্বর, আমাদের ফিরিয়ে আনো,

আমাদের উপর তোমার মুখের আলো পড়তে দাও, যাতে আমরা রক্ষা পেতে পারি।

 ৮ তুমি একটা আঙুর গাছের মতো করেই তোমার লোকদের মিশর থেকে বের করে আনলে।

তুমি জাতিগুলোকে তাড়িয়ে দিয়ে, সেগুলোর জায়গায় সেই আঙুর গাছ লাগালে।

 ৯ তুমি সেই গাছের জন্য জায়গা পরিষ্কার করলে

আর সেই গাছটা শিকড় বিস্তার করে পুরো দেশে ছড়িয়ে পড়ল।

১০ সেটার ছায়ায় পর্বতগুলো ঢেকে গেল

আর সেটার শাখাগুলোর দ্বারা ঈশ্বরের দেবদারু গাছগুলো ঢেকে গেল।

১১ সেটার শাখাগুলো সমুদ্র পর্যন্ত বিস্তৃত হল

আর সেটার কচি ডালপালা নদী* পর্যন্ত বিস্তৃত হল।

১২ কেন তুমি আঙুর খেতের পাথরের দেওয়ালগুলো ভেঙে দিয়েছ?

যারা সেগুলোর পাশ দিয়ে যায়, তারা সবাই সেগুলোর ফল পাড়ে।

১৩ বুনো শূকরেরা সেগুলো তছনছ করে দেয়

আর মাঠের বন্যপশুরা সেগুলো খেয়ে ফেলে।

১৪ হে স্বর্গীয় বাহিনীর ঈশ্বর, দয়া করে ফিরে এসো।

স্বর্গ থেকে নীচে তাকিয়ে দেখো!

এই আঙুর গাছের যত্ন নাও,

১৫ এই শাখার* যত্ন নাও, যেটা তুমি নিজের ডান হাতে লাগিয়েছ,

এই ছেলেকে* দেখো, যাকে তুমি নিজের জন্য সবল করেছ।

১৬ এটাকে কেটে ফেলা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

তারা তোমার ধমকে বিনষ্ট হয়ে যায়।

১৭ তোমার হাত যেন সেই ব্যক্তিকে ধরে রাখে, যে তোমার ডান দিকে রয়েছে,

মানুষের সেই ছেলেকে ধরে রাখে, যাকে তুমি নিজের জন্য সবল করেছ।

১৮ তখন আমরা তোমার কাছ থেকে সরে যাব না।

আমাদের বাঁচিয়ে রাখো, যাতে আমরা তোমার নামে ডাকতে পারি।

১৯ হে স্বর্গীয় বাহিনীর ঈশ্বর যিহোবা, আমাদের ফিরিয়ে আনো,

আমাদের উপর তোমার মুখের আলো পড়তে দাও, যাতে আমরা রক্ষা পেতে পারি।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার