ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ২৫
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ২৫:৬

পাদটীকা

  • *

    বা “যেগুলো প্রাচীন সময় থেকে আছে।”

গীতসংহিতা ২৫:৯

পাদটীকা

  • *

    বা “ন্যায্য।”

গীতসংহিতা ২৫:১৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    যিহোবার নিকটবর্তী হোন, পৃষ্ঠা ১৬-১৭

    প্রহরীদুর্গ,

    ২/১৫/২০১১, পৃষ্ঠা ১৮-১৯

    ৮/১/২০০৫, পৃষ্ঠা ২৪-২৫

গীতসংহিতা ২৫:২২

পাদটীকা

  • *

    আক্ষ., “মুক্ত।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ২৫:১-২২

গীতসংহিতা

দায়ূদের দ্বারা রচিত।

א [আলেফ]

২৫ হে যিহোবা, আমি তোমার দিকে ঘুরি।

ב [বৈৎ]

 ২ হে আমার ঈশ্বর, আমি তোমার উপর আস্থা রাখি,

আমাকে লজ্জিত হতে দিয়ো না।

আমার শত্রুরা যেন আমার কষ্ট দেখে আনন্দ না করে।

ג [গিমল]

 ৩ নিশ্চিতভাবেই, যারা তোমার উপর আশা রাখে, তাদের মধ্যে কেউই লজ্জিত হবে না,

কিন্তু যারা বিনা কারণে বিশ্বাসঘাতকতা করে, তারা লজ্জিত হবে।

ד [দালৎ]

 ৪ হে যিহোবা, তোমার পথ সম্বন্ধে আমাকে জানাও,

তোমার পথ সম্বন্ধে আমাকে শেখাও।

ה [হে]

 ৫ তোমার সত্যে আমাকে নিয়ে চলো আর আমাকে শেখাও

কারণ তুমি আমার পরিত্রাণের ঈশ্বর।

ו [বৌ]

আমি সারাদিন তোমার উপরেই আশা রাখি।

ז [সয়িন]

 ৬ হে যিহোবা, তোমার করুণা এবং তোমার অটল প্রেম স্মরণ করো,

যেগুলো তুমি সবসময় দেখিয়েছ।*

ח [হেৎ]

 ৭ আমার যৌবনকালের পাপ এবং আমার অপরাধ স্মরণ কোরো না।

তোমার অটল প্রেমের কারণে আমাকে স্মরণ করো

কারণ হে যিহোবা, তুমি ভালো।

ט [টেট]

 ৮ যিহোবা ভালো ও সৎ।

তাই, তিনি পাপীদের শেখান, কীভাবে জীবনযাপন করা উচিত।

י [ইয়ূদ]

 ৯ তিনি মৃদুশীল ব্যক্তিদের যা সঠিক,* সেই বিষয়ে নির্দেশনা দেবেন

আর তিনি নিজের পথ সম্বন্ধে তাদের শেখাবেন।

כ [কফ]

১০ যারা যিহোবার চুক্তি অনুযায়ী কাজ করে

এবং তিনি যে-বিষয়গুলো স্মরণ করিয়ে দেন, সেগুলো পালন করে,

তিনি তাদের প্রতি অটল প্রেম দেখান এবং তাদের প্রতি বিশ্বস্ত থাকেন।

ל [লামদ]

১১ যদিও আমি অনেক বড়ো ভুল করেছি,

তারপরও হে যিহোবা, তোমার নামের জন্য আমাকে ক্ষমা করে দাও।

מ [মেম]

১২ কে সেই ব্যক্তি, যে যিহোবাকে ভয় করে?

ঈশ্বর তাকে শেখাবেন, তার কোন পথ বেছে নেওয়া উচিত।

נ [নূন]

১৩ সে যা ভালো, তা উপভোগ করবে,

তার বংশধরেরা সারা পৃথিবীতে বাস করবে।

ס [সামক]

১৪ যারা যিহোবাকে ভয় করে, কেবল তারাই তাঁর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব উপভোগ করে

আর তিনি নিজের চুক্তির বিষয়ে তাদের জানান।

ע [অয়িন]

১৫ আমি সবসময় যিহোবার দিকে তাকিয়ে থাকি

কারণ তিনি জাল থেকে আমার পা ছাড়াবেন।

פ [পে]

১৬ আমার দিকে ঘোরো আর আমার প্রতি অনুগ্রহ দেখাও

কারণ আমি একা ও অসহায়।

צ [সাদে]

১৭ আমার হৃদয়ের যন্ত্রণা বেড়ে গিয়েছে,

আমার কষ্ট থেকে আমাকে মুক্ত করো।

ר [রেশ]

১৮ আমার কষ্ট ও সমস্যা দেখো

আর আমার সমস্ত পাপ ক্ষমা করে দাও।

১৯ দেখো, আমার শত্রুদের সংখ্যা কত বেশি

আর তারা আমাকে কতটা ঘৃণা করে।

ש [শিন]

২০ আমাকে রক্ষা করো আর আমার জীবনকে সুরক্ষিত রাখো।

আমাকে লজ্জিত হতে দিয়ো না কারণ আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি।

ת [তৌ]

২১ আমার বিশ্বস্ততা ও সততা যেন আমাকে সুরক্ষিত রাখে

কারণ আমি তোমার উপরেই আশা রেখেছি।

২২ হে ঈশ্বর, ইজরায়েলকে তার সমস্ত বিপদ থেকে উদ্ধার* করো।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার