ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৬২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৬২:শীর্ষলিখন

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

গীতসংহিতা ৬২:২

পাদটীকা

  • *

    বা “উঁচু জায়গা।”

গীতসংহিতা ৬২:৩

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “তোমরা সবাই যেন একটা হেলে পড়া দেওয়াল, এমন এক পাথরের দেওয়াল, যেটা ভেঙে পড়তে চলেছে।”

গীতসংহিতা ৬২:৪

পাদটীকা

  • *

    বা “তার মর্যাদা।”

গীতসংহিতা ৬২:৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ),

    নং ১ ২০২১ পৃষ্ঠা ১০

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৯

গীতসংহিতা ৬২:১১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    যিহোবার নিকটবর্তী হোন, পৃষ্ঠা ৩৮-৪০

    প্রহরীদুর্গ,

    ৬/১/২০০৬, পৃষ্ঠা ১১

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৬২:১-১২

গীতসংহিতা

দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: যিদূথূনের।*

৬২ আমি চুপ করে ঈশ্বরের জন্য অপেক্ষা করি।

তিনিই আমার পরিত্রাণ করেন।

 ২ তিনিই আমার শৈল এবং আমার পরিত্রাণ, আমার নিরাপদ আশ্রয়স্থান,*

আমাকে কখনো এমনভাবে টলানো হবে না যে, আমি পড়ে যাব।

 ৩ তোমরা যাকে ঘৃণা কর, তাকে কত বার খুন করার চেষ্টা করবে?

তোমরা সবাই একটা হেলে পড়া দেওয়ালের মতোই বিপদজনক,

এমন এক পাথরের দেওয়ালের মতো, যেটা ভেঙে পড়তে চলেছে।*

 ৪ তারা তাকে তার উঁচু পদ* থেকে সরানোর জন্য নিজেদের মধ্যে পরামর্শ করে,

তারা মিথ্যা কথা বলতে খুব ভালোবাসে।

তারা মুখে আশীর্বাদ করে, কিন্তু মনে মনে অভিশাপ দেয়। (সেলা)

 ৫ আমি চুপ করে ঈশ্বরের জন্য অপেক্ষা করি

কারণ তিনিই আমাকে আশা দেন।

 ৬ তিনিই আমার শৈল এবং আমার পরিত্রাণ, আমার নিরাপদ আশ্রয়স্থান,

আমাকে কখনো টলানো হবে না।

 ৭ ঈশ্বরের কাছ থেকে আমি আমার পরিত্রাণ এবং আমার মহিমা লাভ করি।

ঈশ্বর আমার দৃঢ় শৈল, আমার আশ্রয়স্থান।

 ৮ লোকেরা, তোমরা সবসময় তাঁর উপর আস্থা রাখো।

তাঁর কাছে তোমাদের হৃদয় উজাড় করে দাও।

ঈশ্বর আমাদের আশ্রয়স্থান। (সেলা)

 ৯ মানুষ কেবল এক শ্বাস মাত্র,

তারা সত্যিকারের আশ্রয়স্থান নয়।

তাদের সবাইকে যদি একসঙ্গে ওজন করা হয়, তারপরও তারা একটা শ্বাসের চেয়ে হালকা হবে।

১০ এই বিভ্রান্তির মধ্যে থেকো না যে, জোর করে কেড়ে নিয়ে তোমরা সফল হবে

কিংবা ডাকাতি করে তোমাদের লাভ হবে।

তোমাদের ধনসম্পদ যদি বৃদ্ধি পায়, তা হলে কেবল সেটার উপরেই মনোযোগ দিয়ো না।

১১ আমি এক বার নয় বরং দু-বার ঈশ্বরকে বলতে শুনেছি যে,

সেই শক্তি ঈশ্বরেরই।

১২ হে যিহোবা, অটল প্রেমও তোমারই

কারণ তুমি প্রত্যেককে তার কাজ অনুযায়ী ফল দাও।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার