ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৫৫
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৫৫:শীর্ষলিখন

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

গীতসংহিতা ৫৫:১

পাদটীকা

  • *

    বা “আমি যখন সাহায্য চেয়ে প্রার্থনা করব, তখন তুমি লুকিয়ে যেয়ো না।”

গীতসংহিতা ৫৫:৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৪/১/১৯৯৬, পৃষ্ঠা ২৯-৩০

গীতসংহিতা ৫৫:৯

পাদটীকা

  • *

    বা “তাদের ভাষার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করো।”

গীতসংহিতা ৫৫:১২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৪/১/১৯৯৬, পৃষ্ঠা ২৯-৩০

গীতসংহিতা ৫৫:১৩

পাদটীকা

  • *

    বা “সমান।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৪/১/১৯৯৬, পৃষ্ঠা ২৯-৩০

গীতসংহিতা ৫৫:১৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৪/১/১৯৯৬, পৃষ্ঠা ২৯-৩০

গীতসংহিতা ৫৫:১৫

পাদটীকা

  • *

    ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।

গীতসংহিতা ৫৫:১৮

পাদটীকা

  • *

    আক্ষ., “মুক্ত।”

গীতসংহিতা ৫৫:২০

পাদটীকা

  • *

    অর্থাৎ সেই আগের বন্ধু, যার বিষয়ে ১৩ ও ১৪ পদে উল্লেখ করা হয়েছে।

গীতসংহিতা ৫৫:২২

পাদটীকা

  • *

    বা “ব্যক্তিকে টলে যেতে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ৬/২০১৬, পৃষ্ঠা ৭

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০০৮, পৃষ্ঠা ১৩

    ৬/১/২০০৬, পৃষ্ঠা ১১

    ৮/১/২০০৫, পৃষ্ঠা ৬

    ৩/১৫/১৯৯৯, পৃষ্ঠা ২২-২৩

    ৪/১/১৯৯৬, পৃষ্ঠা ২৭-৩০

    ৩/১/১৯৯২, পৃষ্ঠা ২৫-২৬

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৫৫:১-২৩

গীতসংহিতা

দায়ূদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: এই গান যেন তারওয়ালা বাদ্যযন্ত্র বাজিয়ে গাওয়া হয়। মস্কীল।*

৫৫ হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো,

করুণা চেয়ে করা আমার অনুরোধ উপেক্ষা কোরো না।*

 ২ আমার প্রতি মনোযোগ দাও আর আমাকে উত্তর দাও।

আমি চিন্তা করতে করতে অস্থির হয়ে পড়েছি,

আমি প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছি

 ৩ কারণ আমার শত্রু আঘাতদায়ক কথা বলে

আর মন্দ ব্যক্তি আমার উপর চাপ দেয়।

তারা আমার উপর একের-পর-এক সমস্যা নিয়ে আসে।

তারা আমার উপর প্রচণ্ড রেগে আছে আর তারা আমাকে ঘৃণা করে।

 ৪ আমার হৃদয় যন্ত্রণায় কষ্ট পাচ্ছে

আর মৃত্যুর ভয় আমাকে চেপে ধরেছে।

 ৫ আমি ভয়ে কাঁপছি,

থরথর করে কাঁপছি।

 ৬ আমি ভাবতে থাকি:

“হায়! আমার যদি ঘুঘুর মতো ডানা থাকত!

আমি উড়ে কোনো নিরাপদ জায়গায় গিয়ে বাস করতাম।

 ৭ আমি দূরে কোথাও পালিয়ে যেতাম।

কোনো প্রান্তরে গিয়ে বাস করতাম। (সেলা)

 ৮ আমি এই প্রবল বাতাস এবং ভয়ংকর ঝড় থেকে পালিয়ে

কোনো সুরক্ষিত জায়গায় চলে যেতাম।”

 ৯ হে যিহোবা, তাদের বিভ্রান্ত করে দাও,

তাদের ষড়যন্ত্রগুলো ব্যর্থ করে দাও*

কারণ আমি নগরে দৌরাত্ম্য ও লড়াই দেখেছি।

১০ দিন-রাত তারা নগরের প্রাচীরের উপর ঘুরে বেড়ায়,

নগরের মধ্যে ঘৃণা ও সমস্যা ছেয়ে রয়েছে।

১১ নগরের মাঝখানে বিপর্যয় রয়েছে,

নগরের খোলা জায়গা থেকে অত্যাচার ও প্রতারণা কখনো দূর হয় না।

১২ কারণ যে আমাকে টিটকারি দিচ্ছে, সে যদি আমার শত্রু হত,

তা হলে আমি সেটা সহ্য করতে পারতাম।

যে আমার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে, সে যদি আমার বিরোধী হত,

তা হলে আমি তার কাছ থেকে লুকিয়ে পড়তাম।

১৩ কিন্তু এ তো তুমি, আমারই মতো* একজন মানুষ,

আমার নিজের সঙ্গী, যাকে আমি খুব ভালোভাবে জানি।

১৪ আমরা কত ঘনিষ্ঠ বন্ধুত্ব উপভোগ করতাম,

আমরা অনেক লোকের সঙ্গে মিলে ঈশ্বরের গৃহে যেতাম।

১৫ আমার শত্রুদের উপর যেন বিপর্যয় নেমে আসে!

তারা যেন জীবিত অবস্থাতেই কবরে* নেমে যায়

কারণ তাদের মাঝে এবং তাদের ভিতরে মন্দতা রয়েছে।

১৬ কিন্তু, আমি যিহোবাকে ডাকব

আর তিনি আমাকে রক্ষা করবেন।

১৭ সন্ধ্যা বেলায়, সকাল বেলায় ও দুপুর বেলায়, সবসময় আমি চিন্তার মধ্যে ডুবে থেকে আর্তনাদ করি

আর ঈশ্বর আমার প্রার্থনা শোনেন।

১৮ অসংখ্য লোক আমার বিরুদ্ধে লড়াই করে,

কিন্তু ঈশ্বর আমাকে তাদের কাছ থেকে উদ্ধার* করবেন এবং আমাকে মনের শান্তি দেবেন।

১৯ ঈশ্বর, যিনি যুগ যুগ ধরে নিজের সিংহাসনে বসে আছেন,

তিনি আমার বিনতি শুনবেন এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। (সেলা)

তারা পরিবর্তিত হতে চায় না,

তারা ঈশ্বরকে ভয় করে না।

২০ সে* নিজের বন্ধুদেরই আক্রমণ করেছে,

সে নিজের চুক্তি ভেঙে দিয়েছে।

২১ তার কথাগুলো মাখনের চেয়েও বেশি মসৃণ,

কিন্তু তার হৃদয়ের মধ্যে ঘৃণা রয়েছে।

তার কথাগুলো তেলের চেয়েও বেশি আরামদায়ক,

কিন্তু সেগুলো ধারালো তলোয়ারের মতো।

২২ যিহোবার উপর তোমার বোঝা ফেলে দাও,

তিনি তোমাকে ধরে রাখবেন।

তিনি কখনো ধার্মিক ব্যক্তিকে পড়ে যেতে* দেবেন না।

২৩ কিন্তু হে ঈশ্বর, তুমি সেই মন্দ ব্যক্তিদের গভীর গর্তে ফেলে দেবে।

তারা খুনি ও প্রতারণাকারী,

তারা তাদের আয়ুর অর্ধেকও বেঁচে থাকতে পারবে না।

কিন্তু, আমি তোমার উপর আস্থা রাখব।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার