ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ শমূয়েল ৭
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ শমূয়েল ৭:৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ২/১৫/২০১২, পৃষ্ঠা ২৪-২৫

২ শমূয়েল ৭:৮

পাদটীকা

  • *

    অর্থাৎ পশু চরানোর মাঠ।

২ শমূয়েল ৭:৯

পাদটীকা

  • *

    আক্ষ., “শত্রুকে কেটে ফেলব।”

২ শমূয়েল ৭:১২

পাদটীকা

  • *

    আক্ষ., “তুমি তোমার পূর্বপুরুষদের সঙ্গে শুয়ে পড়বে।”

  • *

    আক্ষ., “বীজকে।”

২ শমূয়েল ৭:১৪

পাদটীকা

  • *

    আক্ষ., “মানুষের লাঠি দিয়ে সংশোধন।”

২ শমূয়েল ৭:১৬

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৪/১/২০১০, পৃষ্ঠা ২০

    ১২/১৫/২০০৬, পৃষ্ঠা ৪

২ শমূয়েল ৭:১৯

পাদটীকা

  • *

    বা “নির্দেশনা।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ শমূয়েল ৭:১-২৯

শমূয়েলের দ্বিতীয় পুস্তক

৭ রাজা দায়ূদ যখন তার প্রাসাদে থাকতে শুরু করলেন এবং যিহোবা তাকে আশেপাশের সমস্ত শত্রুর হাত থেকে রেহাই দিলেন, ২ তখন রাজা ভাববাদী নাথনকে বললেন: “দেখুন, আমি দেবদারু কাঠের তৈরি প্রাসাদে বাস করছি আর ওদিকে সত্য ঈশ্বরের সিন্দুক কাপড়ের তৈরি তাঁবুতে রয়েছে।” ৩ নাথন রাজাকে বললেন: “আপনার মনে যা আছে, আপনি গিয়ে তা-ই করুন কারণ যিহোবা আপনার সঙ্গে রয়েছেন।”

৪ সেই রাতেই নাথনের কাছে যিহোবার এই বার্তা এল: ৫ “তুমি গিয়ে আমার দাস দায়ূদকে বলো, ‘যিহোবা তোমাকে এই কথা বলেন: “তুমি কি আমার থাকার জন্য একটা গৃহ নির্মাণ করতে চাও? ৬ যখন থেকে আমি ইজরায়েলের লোকদের মিশর থেকে বের করে এনেছি, তখন থেকে আজ পর্যন্ত আমি কি কোনো গৃহে বাস করেছি? আমি সবসময় তাঁবুতে করেই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছি। ৭ আমি যখন আমার প্রজা ইজরায়েলের সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম এবং আমি তাদের বংশগুলোর উপরে নেতাদের নিযুক্ত করেছিলাম, যেন তারা মেষপালকের মতো তাদের যত্ন নেয়, তখন আমি কি কখনো কোনো নেতাকে বলেছিলাম, ‘কেন তোমরা আমার জন্য দেবদারু কাঠের গৃহ নির্মাণ করনি?’”’ ৮ তুমি আমার দাস দায়ূদকে বলো, ‘স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেন: “আমি তোমাকে চারণভূমি* থেকে নিয়ে এসেছি, যেখানে তুমি মেষদের দেখাশোনা করতে আর তোমাকে আমার প্রজা ইজরায়েলের উপরে নেতা করেছি। ৯ তুমি যেখানেই যাবে, আমি তোমার সঙ্গে থাকব আর তোমার সামনে থেকে তোমার সমস্ত শত্রুকে বিনষ্ট করে দেব* আর তোমার নাম এতটাই মহৎ করব যে, তোমাকে পৃথিবীর মহান লোকদের মধ্যে গণ্য করা হবে। ১০ আমি আমার প্রজা ইজরায়েলের জন্য একটা জায়গা বেছে নিয়ে সেখানে তাদের বাস করাব। তারা সেখানে শান্তিতে থাকবে, কেউ তাদের বিরক্ত করবে না। মন্দ লোকেরা তাদের উপর অত্যাচার করবে না, যেমনটা অতীতে ১১ মন্দ লোকেরা সেই সময় থেকে আমার লোকদের উপর অত্যাচার করে আসছে, যখন থেকে আমি তাদের উপর বিচারকদের নিযুক্ত করেছি। আমি তোমাকে তোমার সমস্ত শত্রুর হাত থেকে রেহাই দেব।

“‘“যিহোবা তোমাকে এই কথাও বলেন, যিহোবা তোমার জন্য এক রাজপরিবার প্রস্তুত করবেন। ১২ যখন তোমার আয়ু শেষ হয়ে যাবে আর তুমি মারা যাবে,* তখন আমি তোমার বংশধরকে,* তোমার ছেলেকে রাজা করব এবং তার রাজত্ব দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করব। ১৩ সে-ই আমার নামের গৌরব করার জন্য একটা গৃহ নির্মাণ করবে আর আমি তার সিংহাসন চিরকালের জন্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করব। ১৪ আমি তার পিতা হব আর সে আমার ছেলে হবে। সে যখন ভুল করবে, তখন আমি তাকে সংশোধন* করব আর মানুষের মতোই লাঠি দিয়ে মেরে তাকে শাস্তি দেব। ১৫ আমি কখনো তার প্রতি অটল প্রেম দেখানো বন্ধ করব না, যেমনটা আমি শৌলের প্রতি দেখানো বন্ধ করে দিয়েছিলাম, যাকে আমি তোমার সামনে থেকে সরিয়ে দিয়েছি। ১৬ তোমার সামনে তোমার রাজপরিবার এবং তোমার রাজ্য চিরকাল টিকে থাকবে। তোমার সিংহাসন চিরকাল দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে।”’”

১৭ নাথন দায়ূদকে এই সমস্ত কথা এবং এই পুরো দর্শনের বিষয়ে জানালেন।

১৮ তখন রাজা দায়ূদ যিহোবার সামনে বসে বললেন: “হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা, আমি কে, আমার পরিবারই-বা কী যে, তুমি আমাকে উচ্চীকৃত করে এই পর্যন্ত নিয়ে এসেছ? ১৯ হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা, তুমি এই প্রতিজ্ঞাও করেছিলে যে, তোমার দাসের রাজপরিবার ভবিষ্যতে দীর্ঘসময় ধরে টিকে থাকবে। হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা, এই আইন* সমস্ত মানুষের জন্য। ২০ তোমার এই দাস দায়ূদ তোমাকে আর কী বলতে পারে? হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা, তুমি তোমার দাসকে খুব ভালোভাবে জান। ২১ তুমি তোমার প্রতিজ্ঞা অনুযায়ী এবং তোমার মনের ইচ্ছা অনুযায়ী এই সমস্ত মহৎ কাজ করেছ আর এই সমস্ত কিছু তোমার দাসের কাছে প্রকাশ করেছ। ২২ তাই হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা, তুমি সত্যিই মহান। তোমার মতো আর কেউ নেই। আমরা অনেক ঈশ্বরের বিষয়ে শুনেছি, কিন্তু তুমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। ২৩ এই পৃথিবীতে তোমার প্রজা ইজরায়েলের মতো আর কোন জাতি রয়েছে? ঈশ্বর গিয়ে তাদের উদ্ধার করেছিলেন, যাতে তারা তাঁর নিজের লোক হয়। তিনি তাদের জন্য মহৎ ও বিস্ময়কর কাজ করে নিজের নাম উচ্চে স্থাপন করেছিলেন। তুমি তোমার লোকদের মিশর থেকে উদ্ধার করার পর তাদের জন্য অন্যান্য জাতিকে এবং তাদের দেবতাগুলোকে তাড়িয়ে দিয়েছিলে। ২৪ তুমি তোমার প্রজা ইজরায়েলকে চিরকালের জন্য তোমার নিজের লোক করে তুলেছ আর হে যিহোবা, তুমি তাদের ঈশ্বর হয়ে উঠেছ।

২৫ “এখন হে যিহোবা ঈশ্বর, তুমি তোমার দাস এবং তার পরিবারের বিষয়ে যে-প্রতিজ্ঞা করেছ, চিরকাল সেটা পূরণ কোরো আর তুমি যেমনটা প্রতিজ্ঞা করেছ, ঠিক তেমনটাই কোরো। ২৬ তোমার নাম যেন সবসময় গৌরবান্বিত করা হয়, যাতে লোকেরা বলে, ‘স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবাই ইজরায়েলের ঈশ্বর।’ আর তোমার দাস দায়ূদের রাজপরিবার যেন তোমার সামনে চিরকাল দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে। ২৭ হে স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা, হে ইজরায়েলের ঈশ্বর, তুমি তোমার দাসের কাছে প্রকাশ করেছ, ‘আমি তোমার জন্য এক রাজপরিবার প্রস্তুত করব।’ এইজন্যই তোমার এই দাস তোমার কাছে এই প্রার্থনা করার সাহস পেয়েছে। ২৮ হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা, তুমিই সত্য ঈশ্বর এবং তোমার বাক্য সত্য আর তুমি তোমার দাসের কাছে এই ভালো ভালো বিষয়ের প্রতিজ্ঞা করেছ। ২৯ তাই, দয়া করে তুমি খুশিমনে তোমার দাসের পরিবারকে আশীর্বাদ করো আর এই পরিবার যেন চিরকাল তোমার সামনে টিকে থাকে কারণ হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা, তুমিই এই প্রতিজ্ঞা করেছ। তোমার আশীর্বাদ যেন তোমার দাসের পরিবারের উপর সবসময় থাকে।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার