গীতসংহিতা
৯১ যে-কেউ সর্বমহান ঈশ্বরের গোপন জায়গায় বাস করে,
সে সর্বশক্তিমানের ছায়ায় থাকবে।
২ আমি যিহোবাকে বলব: “তুমি আমার আশ্রয়স্থান এবং আমার দৃঢ় দুর্গ,
আমার ঈশ্বর, যাঁর উপর আমি আস্থা রাখি।”
৩ কারণ তিনি তোমাকে পাখি শিকারির ফাঁদ থেকে,
ধ্বংসাত্মক মহামারি থেকে উদ্ধার করবেন।
তাঁর বিশ্বস্ততা এক বড়ো ঢাল এবং সুরক্ষামূলক প্রাচীর হয়ে উঠবে।
৫ তুমি রাতের বেলার কোনো বিপদের কথা চিন্তা করে ভয় পাবে না
কিংবা দিনের বেলায় ছোড়া তিরগুলোকে ভয় পাবে না
৬ অথবা অন্ধকারে পিছু ধাওয়াকারী মহামারিকে ভয় পাবে না
কিংবা ভরদুপুরে হওয়া বিনাশকে ভয় পাবে না।
৭ তোমার এক দিকে হাজার জন পড়বে
এবং তোমার ডান দিকে দশ হাজার জন পড়বে,
কিন্তু কোনো বিপদই তোমার কাছে আসবে না।
৮ তুমি কেবল নিজের চোখে এই সমস্ত কিছু দেখবে,
তুমি মন্দ লোকদের শাস্তি পেতে দেখবে।
৯ যেহেতু তুমি বলেছ: “যিহোবা আমার আশ্রয়স্থান,”
তুমি সর্বমহান ঈশ্বরকে তোমার বাসস্থান* করেছ,
১০ তাই কোনো বিপর্যয় তোমার উপর আসবে না
এবং কোনো আঘাত তোমার তাঁবুর কাছে আসবে না।
১১ কারণ তিনি তাঁর স্বর্গদূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন,
যেন তারা তোমাকে তোমার সমস্ত পথে সুরক্ষিত রাখেন।
১২ তারা তোমাকে তাদের হাতে তুলে নেবেন,
যাতে পাথরের উপরে পড়ে তোমার পায়ে আঘাত না লাগে।
আমি তাকে সুরক্ষিত রাখব কারণ সে আমার নাম জানে।*
১৫ সে আমাকে ডাকবে আর আমি তাকে উত্তর দেব।
বিপদের সময় আমি তার সঙ্গে থাকব।
আমি তাকে উদ্ধার করব এবং গৌরবান্বিত করব।
১৬ আমি তাকে দীর্ঘায়ু দিয়ে পরিতৃপ্ত করব
আর তাকে আমার পরিত্রাণ দেখাব।”