ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ৫১
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ৫১:২

পাদটীকা

  • *

    বা “প্রসববেদনা সহকারে তোমাদের।”

যিশাইয় ৫১:৫

পাদটীকা

  • *

    বা “ক্ষমতার।”

যিশাইয় ৫১:৭

পাদটীকা

  • *

    বা “নির্দেশনা।”

যিশাইয় ৫১:৮

পাদটীকা

  • *

    বা “মথ।”

যিশাইয় ৫১:৯

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

যিশাইয় ৫১:১৩

পাদটীকা

  • *

    বা “তুমি, যে তোমাকে গিলে ফেলছে, তার।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০০৫, পৃষ্ঠা ৩২

যিশাইয় ৫১:২১

পাদটীকা

  • *

    বা “ওয়াইনের।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ৫১:১-২৩

যিশাইয়

৫১ “তোমরা যারা সঠিক কাজ করার চেষ্টা কর,

তোমরা যারা যিহোবার অনুসন্ধান কর, আমার কথা শোনো।

সেই শিলার দিকে তাকাও, যেখান থেকে তোমাদের কেটে নেওয়া হয়েছিল

আর সেই খনির দিকে তাকাও, যেখান থেকে তোমাদের খুঁড়ে বের করা হয়েছিল।

 ২ তোমাদের* বাবা অব্রাহামের দিকে তাকাও

আর সারার দিকে তাকাও, যে তোমাদের জন্ম দিয়েছিল।

কারণ আমি যখন তাকে ডেকেছিলাম, তখন সে কেবল এক জন ছিল

আর আমি তাকে আশীর্বাদ করে অসংখ্য করে তুলেছিলাম।

 ৩ কারণ যিহোবা সিয়োনকে সান্ত্বনা দেবেন।

তিনি তার সমস্ত ধ্বংস হয়ে যাওয়া জায়গাগুলোকে সান্ত্বনা দেবেন

আর তিনি তার প্রান্তরকে এদনের মতো করে তুলবেন

এবং তার মরুভূমিকে যিহোবার বাগানের মতো করে তুলবেন।

সে আনন্দ ও উল্লাস করবে,

ধন্যবাদ দেবে এবং মধুর গান গাইবে।

 ৪ হে আমার লোকেরা, আমার প্রতি মনোযোগ দাও,

হে আমার জাতি, আমার কথায় কান দাও।

কারণ আমি একটা আইন বের করব

আর আমি আমার ন্যায়বিচার স্থাপন করব, যেটা বিভিন্ন জাতির লোকের জন্য আলোর মতো হবে।

 ৫ আমার ন্যায়বিচার কাছে এসে গিয়েছে।

আমার পরিত্রাণ তোমাদের কাছে আসবে

আর আমার হাত লোকদের বিচার করবে।

দ্বীপগুলো আমার উপর আশা রাখবে

আর তারা আমার হাতের* জন্য অপেক্ষা করবে।

 ৬ চোখ তুলে আকাশের দিকে তাকাও

আর নীচে পৃথিবীর দিকে দেখো।

কারণ আকাশ ধোঁয়ার মতোই মিলিয়ে যাবে,

পৃথিবী কাপড়ের মতো নষ্ট হয়ে যাবে

আর সেটার বাসিন্দারা মশার মতো মরে যাবে।

কিন্তু, আমার পরিত্রাণ চিরস্থায়ী

আর আমার ন্যায়বিচার কখনো শেষ হবে না।

 ৭ তোমরা, যারা ন্যায়বিচার সম্বন্ধে জান,

তোমরা, যাদের হৃদয়ে আমার আইন* রয়েছে, আমার কথা শোনো।

মরণশীল মানুষের টিটকারীর কারণে ভয় পেয়ো না

এবং তাদের করা অপমানের কারণে আতঙ্কিত হোয়ো না।

 ৮ কারণ পোকা* তাদের কাপড়ের মতোই খেয়ে ফেলবে

আর কাপড়ের পোকা তাদের মেষলোমের মতোই খেয়ে ফেলবে।

কিন্তু, আমার ন্যায়বিচার চিরকাল ধরে থাকবে

আর আমার পরিত্রাণ প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে।”

 ৯ হে যিহোবার হাত,

জেগে ওঠো! জেগে ওঠো! নিজের শক্তি দেখাও!

জেগে ওঠো, ঠিক যেভাবে অনেক আগে, আগেকার প্রজন্মে তুমি জেগে উঠেছিলে।

তুমিই কি রাহবকে* টুকরো টুকরো করে দাওনি?

কে সেই বিশাল সামুদ্রিক প্রাণীকে বিদ্ধ করেছিল?

১০ তুমিই কি সমুদ্রকে, গভীর সমুদ্রের জলকে শুকিয়ে দাওনি?

তুমিই কি সমুদ্রের গভীর স্থানকে রাস্তায় পরিণত করনি, যাতে মুক্ত হওয়া লোকেরা পার হতে পারে?

১১ যিহোবা যাদের মুক্ত করেছেন, তারা ফিরে আসবে।

তারা আনন্দে চিৎকার করতে করতে সিয়োনে ফিরে আসবে

আর তাদের মাথায় চিরস্থায়ী আনন্দের মুকুট থাকবে।

তারা আনন্দ ও উল্লাস করবে

আর দুঃখ ও শোক তাদের কাছ থেকে পালিয়ে যাবে।

১২ “আমি, আমিই তোমাদের সান্ত্বনা দিচ্ছি।

কেন তুমি মরণশীল মানুষকে ভয় পাবে, যে কিনা মারা যাবে?

কেন তুমি মানুষকে ভয় পাবে, যে কিনা সবুজ ঘাসের মতো শুকিয়ে যাবে?

১৩ কেন তুমি তোমার নির্মাতা যিহোবাকে ভুলে যাও,

যিনি আকাশ বিছিয়েছেন এবং পৃথিবীর ভিত্তি স্থাপন করেছেন?

সারাদিন তুমি অত্যাচারী ব্যক্তির* রাগের কারণে ভয়ে ভয়ে থাক,

যেন সে তোমাকে বিনষ্ট করার জন্য প্রস্তুত।

তাহলে, সেই অত্যাচারী ব্যক্তির রাগ এখন কোথায়?

১৪ যে শিকলে আবদ্ধ হয়ে ঝুঁকে পড়েছে, তাকে শীঘ্রই মুক্ত করা হবে,

সে মারা যাবে না, গর্তে নেমে যাবে না

কিংবা তার রুটিরও অভাব হবে না।

১৫ কিন্তু, আমি তোমার ঈশ্বর যিহোবা,

যিনি সমুদ্রকে তোলপাড় করেন এবং সেটার ঢেউগুলোকে উত্তাল করে তোলেন,

আমার নাম স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা।

১৬ আমি আমার কথা তোমার মুখে দেব

আর আমার হাতের ছায়া দিয়ে তোমাকে ঢেকে দেব,

যাতে আকাশকে নিজের জায়গায় রাখতে পারি, পৃথিবীর ভিত্তি স্থাপন করতে পারি

এবং সিয়োনকে বলতে পারি, ‘তুমি আমার লোক।’

১৭ হে জেরুসালেম, জেগে ওঠো! জেগে ওঠো!

তুমি, যে যিহোবার হাত থেকে তাঁর ক্রোধের পেয়ালায় পান করেছ, উঠে দাঁড়াও।

যে-পেয়ালা থেকে পান করে একজন টলতে শুরু করে, তুমি সেটা থেকে পান করেছ,

তুমি সেই পেয়ালা শেষ করে দিয়েছ।

১৮ সে যে-ছেলেদের জন্ম দিয়েছিল, তাদের মধ্য থেকে কেউই তাকে পথ দেখানোর জন্য নেই

আর সে যে-ছেলেদের বড়ো করে তুলেছিল, তাদের মধ্য থেকে কেউই তার হাত ধরেনি।

১৯ এই দুটো বিষয় তোমার উপর এসে পড়েছে:

বিনাশ ও ধ্বংস, খিদে ও তলোয়ার!

কে তোমার প্রতি সহানুভূতি দেখাবে?

কে তোমাকে সান্ত্বনা দেবে?

২০ তোমার ছেলেরা অজ্ঞান হয়ে গিয়েছে।

তারা প্রতিটা রাস্তার মোড়ে পড়ে রয়েছে,

ঠিক যেভাবে জালের মধ্যে বুনো মেষ পড়ে থাকে।

যিহোবার প্রচণ্ড রাগ, তোমার ঈশ্বরের ধমক সম্পূর্ণরূপে তাদের উপর এসে পড়েছে।”

২১ তাই, হে মহিলা, তুমি, যে দুঃখে রয়েছ এবং মাতাল হয়ে রয়েছ, যদিও দ্রাক্ষারসের* কারণে নয়,

দয়া করে শোনো।

২২ তোমার প্রভু যিহোবা, তোমার ঈশ্বর, যিনি তাঁর লোকদের পক্ষ নেন, তিনি এই কথা বলেন:

“দেখো! আমি তোমার হাত থেকে সেই পেয়ালা নিয়ে নেব, যেটার কারণে একজন টলতে শুরু করে,

আমার ক্রোধের পেয়ালা নিয়ে নেব,

তুমি আর কখনো সেটা থেকে পান করবে না।

২৩ আমি সেটা সেই ব্যক্তিদের হাতে দেব, যারা তোমাকে কষ্ট দেয়,

যারা তোমাকে বলে, ‘নত হও, যেন আমরা তোমার উপর দিয়ে হেঁটে যেতে পারি!’

তাই, তুমি নিজের পিঠকে ভূমির মতো করেছ, রাস্তার মতো করেছ,

যাতে তারা সেটার উপর দিয়ে হেঁটে যেতে পারে।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার