ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৯৪
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৯৪:৬

পাদটীকা

  • *

    বা “যাদের বাবা মারা গিয়েছে, তাদের।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১/১৯৯৫, পৃষ্ঠা ৩০

গীতসংহিতা ৯৪:১৭

পাদটীকা

  • *

    আক্ষ., “আমি নীরবতায় বাস করতাম।”

গীতসংহিতা ৯৪:১৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৮

গীতসংহিতা ৯৪:১৯

পাদটীকা

  • *

    বা “আমার মধ্যে বেড়ে উঠল।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১/২০২৪, পৃষ্ঠা ২৫

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৮

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০৬, পৃষ্ঠা ১৩

    ৩/১৫/২০০৩, পৃষ্ঠা ৯

    ৯/১/২০০১, পৃষ্ঠা ১৬-১৭

গীতসংহিতা ৯৪:২০

পাদটীকা

  • *

    বা “শাসকেরা; বিচারকেরা।”

  • *

    বা “যেটা কিনা আদেশ জারি করার মাধ্যমে।”

গীতসংহিতা ৯৪:২২

পাদটীকা

  • *

    বা “উঁচু জায়গা।”

গীতসংহিতা ৯৪:২৩

পাদটীকা

  • *

    আক্ষ., “তাদের চুপ করিয়ে।”

  • *

    আক্ষ., “তাদের চুপ করিয়ে।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৯৪:১-২৩

গীতসংহিতা

৯৪ হে প্রতিশোধের ঈশ্বর যিহোবা,

হে প্রতিশোধের ঈশ্বর, তোমার আলো ছড়াও!

 ২ হে পৃথিবীর বিচারক, ওঠো।

অহংকারীদের তাদের উপযুক্ত শাস্তি দাও।

 ৩ হে যিহোবা, মন্দ ব্যক্তিরা কতদিন আনন্দ করতে থাকবে,

আর কতদিন?

 ৪ তারা বকবক করে এবং অহংকারের বশে কথা বলে,

সমস্ত অপরাধী নিজেদের বিষয়ে গর্ব করে।

 ৫ হে যিহোবা, তারা তোমার লোকদের চূর্ণবিচূর্ণ করে দেয়,

তারা তোমার লোকদের উপর অত্যাচার করে।

 ৬ তারা বিধবা ও বিদেশিদের খুন করে,

অনাথদের* মেরে ফেলে।

 ৭ তারা বলে: “যাঃ দেখেন না,

যাকোবের ঈশ্বর এটা লক্ষ করেন না।”

 ৮ নির্বোধ লোকেরা, এটা বোঝো,

মূর্খ লোকেরা, তোমরা কবে বোঝার ক্ষমতা ব্যবহার করবে?

 ৯ যে-ঈশ্বর কান তৈরি করেছেন, তিনি কি শুনতে পান না?

যে-ঈশ্বর চোখ তৈরি করেছেন, তিনি কি দেখতে পান না?

১০ যে-ঈশ্বর জাতিগুলোকে সংশোধন করেন, তিনি কি শাসন করতে পারেন না?

তিনিই সেই ঈশ্বর, যিনি লোকদের জ্ঞান দিয়ে থাকেন!

১১ যিহোবা মানুষের চিন্তাভাবনা সম্বন্ধে জানেন যে,

সেগুলো শ্বাস মাত্র।

১২ হে যাঃ, সুখী সেই ব্যক্তি, যাকে তুমি সংশোধন কর,

যাকে তুমি তোমার আইনের মাধ্যমে শেখাও,

১৩ যাতে তুমি তাকে বিপর্যয়ের দিনে মনের শান্তি দাও,

যতক্ষণ না মন্দ ব্যক্তিদের জন্য গর্ত খোঁড়া হয়।

১৪ যিহোবা তাঁর লোকদের ছেড়ে দেবেন না,

তিনি তাঁর লোকদের পরিত্যাগ করবেন না।

১৫ কারণ আবারও ন্যায্যভাবে বিচার করা হবে

আর সৎ হৃদয়ের সমস্ত লোক তা মেনে নেবে।

১৬ কে আমার হয়ে মন্দ ব্যক্তিদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে?

কে আমার হয়ে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে?

১৭ যিহোবা যদি আমার সাহায্যকারী না হতেন,

তা হলে আমি নিমেষে ধ্বংস হয়ে যেতাম।*

১৮ আমি যখন বললাম: “আমার পা পিছলে যাচ্ছে,”

তখন হে যিহোবা, তোমার অটল প্রেম আমাকে ধরে রাখল।

১৯ যখন দুশ্চিন্তা আমাকে চেপে ধরল,*

তখন তোমার দেওয়া সান্ত্বনা আমাকে আনন্দিত করল।

২০ দুর্নীতির সিংহাসন* কি তোমার সঙ্গে একজোট হতে পারে,

যেটা কিনা আইনের নামে* সমস্যা তৈরি করে?

২১ তারা ধার্মিক ব্যক্তিদের উপর ভয়ংকর আক্রমণ করে

আর নির্দোষ ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেয়।

২২ কিন্তু, যিহোবা আমার জন্য এক নিরাপদ আশ্রয়স্থান* হবেন,

আমার ঈশ্বর আমার জন্য আশ্রয় প্রদানকারী শৈল।

২৩ তিনি তাদের মন্দ কাজের মাধ্যমেই তাদের ফাঁদে ফেলবেন।

তিনি তাদের খারাপ কাজের মাধ্যমেই তাদের শেষ করে* দেবেন।

আমাদের ঈশ্বর যিহোবা তাদের শেষ করে* দেবেন।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার