গীতসংহিতা
দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: এই গান যেন তারওয়ালা বাদ্যযন্ত্র বাজিয়ে গাওয়া হয়।
৪ হে আমার ন্যায়পরায়ণ ঈশ্বর, আমি যখন তোমাকে ডাকব, তখন তুমি উত্তর দিয়ো।
আমি বিপদে পড়লে আমার জন্য পালানোর পথ বের করে দিয়ো।*
আমার প্রতি অনুগ্রহ দেখাও আর আমার প্রার্থনা শোনো।
২ লোকেরা, তোমরা কতদিন আমাকে সম্মান করার পরিবর্তে অপমান করবে?
কতদিন মূল্যহীন বিষয়গুলোকে ভালোবাসবে এবং মিথ্যা বিষয়গুলোর পিছনে দৌড়োবে? (সেলা)
৩ জেনে রেখো, যিহোবা বিশেষ উপায়ে তাঁর অনুগত ব্যক্তির যত্ন নেবেন।*
আমি যখন যিহোবাকে ডাকব, তখন তিনি আমার কথা শুনবেন।
৪ প্রচণ্ড রেগে গেলেও পাপ কোরো না।
বিছানায় শুয়ে মনে মনে চিন্তা কোরো আর চুপ করে থেকো। (সেলা)
৫ সঠিক কাজ করে এমন ব্যক্তি হিসেবে বলি উৎসর্গ করো
এবং যিহোবার উপর আস্থা রাখো।
৬ অনেকে বলে: “কে আমাদের ভালো দিন দেখাবে?”
হে যিহোবা, তোমার মুখের আলো যেন আমাদের উপর এসে পড়ে।
৭ তুমি আমার হৃদয়কে সেই ব্যক্তিদের চেয়েও বেশি আনন্দিত করেছ,
যাদের কাছে প্রচুর শস্য এবং নতুন দ্রাক্ষারস* রয়েছে।
৮ আমি শুয়ে পড়ব এবং শান্তিতে ঘুমোব
কারণ হে যিহোবা, শুধু তুমিই আমাকে নিরাপদে রাখ।