গীতসংহিতা
পঞ্চম বই
(গীতসংহিতা ১০৭-১৫০)
১০৭ যিহোবাকে ধন্যবাদ দাও কারণ তিনি ভালো,
তাঁর অটল প্রেম চিরস্থায়ী।
২ যিহোবা যাদের উদ্ধার* করেছেন, তারা যেন এই কথা বলে,
যাদের তিনি শত্রুদের হাত* থেকে উদ্ধার করেছেন,
৩ যাদের তিনি বিভিন্ন দেশ থেকে একত্রিত করেছেন,
পূর্ব ও পশ্চিম দিক* থেকে,
উত্তর ও দক্ষিণ দিক থেকে, তারা যেন এই কথা বলে।
৪ তারা প্রান্তরে, মরুভূমিতে ঘুরে বেড়াতে থাকল,
তারা এমন কোনো নগরের রাস্তা পেল না, যেখানে গিয়ে তারা বাস করতে পারে।
৫ তাদের প্রচণ্ড খিদে ও পিপাসা পেয়েছিল,
তারা প্রচণ্ড ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল।
৬ বিপদের সময় তারা যিহোবাকে ডাকতে থাকল,
তিনি তাদের দুর্দশা থেকে তাদের উদ্ধার করলেন।
৭ তিনি তাদের সঠিক পথে নিয়ে গেলেন,
যাতে তারা এমন এক নগরে এসে পৌঁছোয়, যেখানে তারা বাস করতে পারে।
৮ যিহোবার অটল প্রেমের জন্য,
মানুষের জন্য করা তাঁর আশ্চর্যজনক কাজগুলোর জন্য
লোকেরা যেন তাঁকে ধন্যবাদ দেয়।
৯ কারণ তিনি পিপাসিত ব্যক্তিদের পিপাসা মেটালেন
আর ক্ষুধার্ত ব্যক্তিদের ভালো খাবার দিয়ে পরিতৃপ্ত করলেন।
১০ কেউ কেউ গভীর অন্ধকারে বাস করছিল,
বন্দিরা লোহার শিকলে আবদ্ধ থেকে কষ্ট পাচ্ছিল।
১১ কারণ তারা ঈশ্বরের কথার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল,
তারা সর্বমহান ঈশ্বরের পরামর্শকে তুচ্ছ করেছিল।
১২ তাই, তিনি তাদের উপর কষ্ট এনে তাদের মনকে নত করলেন,
তারা হোঁচট খেয়ে পড়ে গেল, তাদের সাহায্য করার মতো কেউ ছিল না।
১৩ বিপদের সময় তারা সাহায্য চেয়ে যিহোবাকে ডাকল,
তিনি তাদের দুর্দশা থেকে তাদের উদ্ধার করলেন।
১৪ তিনি তাদের গভীর অন্ধকার থেকে বের করে আনলেন
আর তাদের শিকল ভেঙে ফেললেন।
১৫ যিহোবার অটল প্রেমের জন্য,
মানুষের জন্য করা তাঁর আশ্চর্যজনক কাজগুলোর জন্য
লোকেরা যেন তাঁকে ধন্যবাদ দেয়।
১৬ কারণ তিনি তামার দরজাগুলো ভেঙে ফেলেছেন
আর লোহার হুড়কোগুলো কেটে ফেলেছেন।
১৭ তারা মূর্খ ছিল এবং কষ্ট ভোগ করেছিল,
তারা তাদের অপরাধ ও ভুলগুলোর কারণে কষ্ট ভোগ করেছিল।
১৮ তাদের খিদে মরে গিয়েছিল,
তারা মৃত্যুর দরজায় গিয়ে পৌঁছেছিল।
১৯ বিপদের সময় তারা সাহায্য চেয়ে যিহোবাকে ডাকত,
তিনি তাদের দুর্দশা থেকে তাদের উদ্ধার করতেন।
২০ তিনি তাঁর কথার মাধ্যমে তাদের সুস্থ করতেন,
তারা যে-গর্তগুলোতে আটকে ছিল, তিনি তাদের সেগুলো থেকে উদ্ধার করতেন।
২১ যিহোবার অটল প্রেমের জন্য,
মানুষের জন্য করা তাঁর আশ্চর্যজনক কাজগুলোর জন্য
লোকেরা যেন তাঁকে ধন্যবাদ দেয়।
২২ তারা যেন তাঁর জন্য ধন্যবাদের বলি উৎসর্গ করে
আর আনন্দে চিৎকার করতে করতে তাঁর কাজের বিষয়ে ঘোষণা করে।
২৩ যারা জাহাজে করে সমুদ্রে যাত্রা করে,
বিশাল সমুদ্র পারাপার করে ব্যাবসা করে,
২৪ তারা যিহোবার কাজগুলো দেখেছে,
সমুদ্রে তাঁর আশ্চর্যজনক কাজগুলো দেখেছে,
২৫ তারা দেখেছে, কীভাবে তাঁর আদেশে ঝড় ওঠে
এবং সমুদ্রে বড়ো বড়ো ঢেউয়ের সৃষ্টি হয়।
২৬ তারা আকাশ পর্যন্ত গিয়ে ওঠে,
তারা সমুদ্রের গভীরে ডুবে যায়।
বিপদের আশঙ্কায় তাদের মনোবল ভেঙে যায়।
২৭ তারা মাতালের মতো টলতে টলতে হোঁচট খায়
আর তাদের কোনো দক্ষতাই কাজে লাগে না।
২৮ তখন তারা বিপদের সময় যিহোবাকে ডাকে
আর তিনি তাদের দুর্দশা থেকে তাদের উদ্ধার করেন।
২৯ তিনি ঝড়কে শান্ত করে দেন,
সমুদ্রের ঢেউগুলো শান্ত হয়ে যায়।
৩০ ঢেউগুলোকে শান্ত হতে দেখে তারা আনন্দ করে
আর তিনি তাদের পছন্দের বন্দরের দিকে নিয়ে যান।
৩১ যিহোবার অটল প্রেমের জন্য,
মানুষের জন্য করা তাঁর আশ্চর্যজনক কাজগুলোর জন্য
লোকেরা যেন তাঁকে ধন্যবাদ দেয়।
৩২ তারা যেন লোকদের মণ্ডলীতে তাঁকে উচ্চীকৃত করে,
বয়স্ক ব্যক্তিদের সভায় তাঁর প্রশংসা করে।
৩৩ তিনি নদীগুলোকে মরুভূমিতে পরিণত করেন,
জলের ঝরনাগুলোকে শুকনো ভূমিতে
৩৪ এবং উর্বর জমিকে নোনা জমিতে পরিণত করেন,
সেখানে থাকা লোকদের মন্দতার কারণে তিনি এমনটা করেন।
৩৫ তিনি মরুভূমিকে নলখাগড়ায় পূর্ণ জলাশয়ে
এবং শুকনো ভূমিকে জলের ঝরনায় পরিণত করেন।
৩৬ তিনি ক্ষুধার্ত ব্যক্তিদের সেখানে বাস করান,
যাতে তারা নগর স্থাপন করে সেখানে থাকতে পারে।
৩৭ তারা খেতে বীজ বোনে এবং আঙুর গাছ লাগায়,
যেগুলোতে প্রচুর ফসল হয়।
৩৮ তিনি তাদের আশীর্বাদ করেন এবং তাদের সংখ্যা অনেক বৃদ্ধি করেন,
তিনি তাদের পশুপালের সংখ্যা কমতে দেন না।
৩৯ কিন্তু অত্যাচার, বিপর্যয় ও শোকের কারণে
আবারও তাদের সংখ্যা কমে যায় এবং তাদের অপমান করা হয়।
৪০ তিনি উচ্চপদস্থ ব্যক্তিদের অপমান করান
আর তিনি তাদের প্রান্তরে ঘোরান, যেখানে কোনো রাস্তা নেই।
৪১ কিন্তু, তিনি গরিব ব্যক্তিদের অত্যাচার থেকে রক্ষা করেন*
আর তাদের পরিবারকে মেষপালের মতো বৃদ্ধি করেন।
৪২ এটা দেখে সৎ ব্যক্তিরা আনন্দ করে
কিন্তু সমস্ত মন্দ লোক নিজেদের মুখ বন্ধ করে নেয়।
৪৩ যে-কেউ প্রজ্ঞাবান, সে এই কথাগুলো নিয়ে চিন্তা করবে,
যিহোবার অটল প্রেমের কাজগুলো নিয়ে ভালোভাবে বিবেচনা করবে।