ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • হিতোপদেশ ২৫
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

হিতোপদেশ ২৫:১

পাদটীকা

  • *

    বা “প্রতিলিপি তৈরি করেছিলেন এবং এগুলো একত্রিত করেছিলেন।”

হিতোপদেশ ২৫:২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    যিহোবার নিকটবর্তী হোন, পৃষ্ঠা ১৮৯

হিতোপদেশ ২৫:৯

পাদটীকা

  • *

    বা “কিন্তু অন্যদের গোপন বিষয়।”

হিতোপদেশ ২৫:১০

পাদটীকা

  • *

    বা “কোনো ক্ষতিকর গুজব।”

হিতোপদেশ ২৫:১১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ২/২০১৯, পৃষ্ঠা ১৫

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/২০১৫, পৃষ্ঠা ১৯

    ১/১৫/১৯৯৯, পৃষ্ঠা ২৩

হিতোপদেশ ২৫:১২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/১৯৯৭, পৃষ্ঠা ৩২

হিতোপদেশ ২৫:১৯

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “যে বিশ্বাসঘাতক।”

হিতোপদেশ ২৫:২০

পাদটীকা

  • *

    বা “সোডার।”

  • *

    দ্রাক্ষারস থেকে তৈরি ভিনিগার, যেটার স্বাদ টক হয়।

হিতোপদেশ ২৫:২১

পাদটীকা

  • *

    আক্ষ., “যে তোমাকে ঘৃণা করে, তার।”

হিতোপদেশ ২৫:২২

পাদটীকা

  • *

    অর্থাৎ সেই ব্যক্তির মন গলানো এবং রাগ কমানো।

হিতোপদেশ ২৫:২৪

পাদটীকা

  • *

    বা “ঘ্যানঘ্যান করতে থাকা।”

হিতোপদেশ ২৫:২৬

পাদটীকা

  • *

    বা “ব্যক্তির সঙ্গে আপোশ করে।” আক্ষ., “ব্যক্তির সামনে টলমল করে।”

হিতোপদেশ ২৫:২৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০০০, পৃষ্ঠা ২৩

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
হিতোপদেশ ২৫:১-২৮

হিতোপদেশ

২৫ এগুলোও শলোমনের হিতোপদেশ। যিহূদার রাজা হিষ্কিয়ের লোকেরা এগুলোর প্রতিলিপি তৈরি করেছিলেন:*

 ২ কোনো বিষয়কে গোপন রাখা ঈশ্বরের জন্য গৌরবের বিষয়,

কোনো বিষয় নিয়ে অনুসন্ধান করা রাজাদের জন্য গৌরবের বিষয়।

 ৩ ঠিক যেমন আকাশের উচ্চতা এবং পৃথিবীর গভীরতা জানা অসম্ভব,

তেমনই রাজাদের হৃদয়ে কী রয়েছে, তা জানাও অসম্ভব।

 ৪ রুপো থেকে খাদ দূর করো,

তখন সেটা পুরোপুরিভাবে পরিশোধিত হয়ে উঠবে।

 ৫ রাজার সামনে থেকে মন্দ ব্যক্তিকে দূর করে দাও,

তখন তার সিংহাসন ন্যায়বিচারের কারণে দৃঢ়ভাবে স্থাপিত হবে।

 ৬ রাজার সামনে নিজেকে জাহির কোরো না

আর গণ্যমান্য ব্যক্তিদের মাঝে দাঁড়িয়ো না

 ৭ কারণ তিনি কোনো উচ্চপদস্থ ব্যক্তির সামনে তোমাকে অপমানিত করার চেয়ে

ভালো হবে, যদি তিনি তোমাকে বলেন, “এখানে উঠে এসো।”

 ৮ তাড়াহুড়ো করে তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মামলা লড়তে যেয়ো না

কারণ সে যদি তোমাকে ভুল প্রমাণিত করে, তা হলে তুমি কী করবে?

 ৯ তোমার প্রতিবেশীর সামনে নিজের মামলার পক্ষসমর্থন করো,

কিন্তু তোমাকে যে-গোপন বিষয় বলা হয়েছে, তা* প্রকাশ কোরো না,

১০ যাতে যে তোমার কথা শুনছে, সে তোমাকে অপমানিত না করে

আর তুমি এমন কোনো খারাপ খবর* ছড়িয়ে না ফেল, যেটাকে ফিরিয়ে নেওয়া যাবে না।

১১ সঠিক সময়ে বলা কথা

রুপোর নকশা-করা ঝুড়িতে সোনার আপেলের মতো।

১২ সোনার দুল এবং উচ্চমানের সোনার গয়না যেমন সুন্দর লাগে,

তেমনই বিজ্ঞ ব্যক্তির ধমক সেই ব্যক্তির কানে অনেক ভালো লাগে, যে তার কথা শোনে।

১৩ শস্য কাটার দিনে যেমন তুষারের শীতলতা সতেজ করে,

তেমনই বিশ্বস্ত বার্তাবাহক তার মালিককে সতেজ করে।

১৪ যে উপহার দেওয়ার বিষয়ে বড়ো বড়ো কথা বলে অথচ কখনো দেয় না,

সে এমন মেঘ ও বাতাসের মতো, যেটা বৃষ্টি নিয়ে আসে না।

১৫ ধৈর্য ধরার দ্বারা সেনাপতির মন জয় করা যায়

আর কোমল কথা হাড়কেও ভেঙে দিতে পারে।

১৬ তুমি যদি মধু খুঁজে পাও, তা হলে যতটা প্রয়োজন, ততটাই খেয়ো

কারণ তুমি যদি বেশি খাও, তা হলে বমি করে দেবে।

১৭ তোমার প্রতিবেশীর বাড়িতে বার বার যেয়ো না,

তা করলে সে বিরক্ত হয়ে তোমাকে ঘৃণা করবে।

১৮ যে নিজের প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়,

সে যুদ্ধের লাঠি, তলোয়ার এবং সূচালো তীরের মতো।

১৯ যার উপর নির্ভর করা যায় না,*

বিপদের সময় তার উপর আস্থা রাখা হল

ভাঙা দাঁত কিংবা খোঁড়া পায়ের উপর আস্থা রাখার মতো।

২০ যার মন খারাপ, তাকে গান শোনানো এমন

যেন ঠাণ্ডার সময়ে পোশাক খোলা

এবং ক্ষারের* উপর সির্কা* ঢালা।

২১ তোমার শত্রুর* যদি খিদে পায়, তা হলে তাকে রুটি খেতে দাও,

তার যদি পিপাসা পায়, তা হলে তাকে জল খেতে দাও

২২ কারণ এভাবে তুমি তার মাথার উপর জ্বলন্ত কয়লা স্তূপ করে রাখবে*

আর যিহোবা তোমাকে পুরস্কার দেবেন।

২৩ উত্তরের বাতাস মুষলধারে বৃষ্টি নিয়ে আসে

আর যে গুজব ছড়ায়, তার জিভ অন্যদের রাগিয়ে তোলে।

২৪ ঝগড়াটে* স্ত্রীর সঙ্গে একই বাড়িতে থাকার চেয়ে

ছাদের এক কোনে থাকা ভালো।

২৫ ক্লান্ত ব্যক্তির জন্য যেমন ঠাণ্ডা জল,

তেমনই দূরদেশ থেকে আসা ভালো খবর।

২৬ যে সঠিক কাজ করে, সে যখন মন্দ ব্যক্তির কাছে মাথা নত করে,*

তখন সে ঘোলা জলের ঝরনা এবং নোংরা কুয়োর মতো হয়ে যায়।

২৭ অতিরিক্ত মধু খাওয়া ভালো নয়

কিংবা নিজের গৌরব করানোর চেষ্টা করাও ভালো নয়।

২৮ যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না,

সে এমন নগরের মতো, যেটার প্রাচীর ভেঙে পড়েছে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার