ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • হিতোপদেশ ২১
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

হিতোপদেশ ২১:১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১১/২০২০, পৃষ্ঠা ১৫

হিতোপদেশ ২১:২

পাদটীকা

  • *

    বা “উদ্দেশ্য।”

হিতোপদেশ ২১:৫

পাদটীকা

  • *

    বা “লাভজনক।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৬০

হিতোপদেশ ২১:৬

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “ধনসম্পদ সেই ব্যক্তিদের জন্য মিলিয়ে যেতে থাকা কুয়াশার মতো, যারা মৃত্যুর অন্বেষণ করে।”

হিতোপদেশ ২১:৯

পাদটীকা

  • *

    বা “ঘ্যানঘ্যান করতে থাকা।”

হিতোপদেশ ২১:১১

পাদটীকা

  • *

    বা “সে বুঝতে পারে, তার কী করা উচিত।”

হিতোপদেশ ২১:১৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১০/২০২১, পৃষ্ঠা ১২

হিতোপদেশ ২১:১৭

পাদটীকা

  • *

    বা “ওয়াইন।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১০/১/১৯৯৭, পৃষ্ঠা ২৭

হিতোপদেশ ২১:১৯

পাদটীকা

  • *

    বা “ঘ্যানঘ্যান করতে থাকা।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৯/১৫/২০০৬, পৃষ্ঠা ২৮

হিতোপদেশ ২১:২০

পাদটীকা

  • *

    আক্ষ., “সে গিলে।”

হিতোপদেশ ২১:২১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০১০, পৃষ্ঠা ২৫

হিতোপদেশ ২১:২২

পাদটীকা

  • *

    আক্ষ., “নগরের উপর উঠতে।”

হিতোপদেশ ২১:২৭

পাদটীকা

  • *

    বা “সে যখন লজ্জাজনক কাজের সঙ্গে।”

হিতোপদেশ ২১:২৮

পাদটীকা

  • *

    আক্ষ., “সে চিরকাল কথা বলবে।”

হিতোপদেশ ২১:২৯

পাদটীকা

  • *

    বা “ব্যক্তিই নিজের পথ নিশ্চিত করে।”

হিতোপদেশ ২১:৩০

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/১৯৯৭, পৃষ্ঠা ১৫-১৬

হিতোপদেশ ২১:৩১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/১৯৯৮, পৃষ্ঠা ১০

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
হিতোপদেশ ২১:১-৩১

হিতোপদেশ

২১ রাজার হৃদয় যিহোবার হাতে জলের স্রোতের মতো।

তিনি সেটাকে যেদিকে ইচ্ছা, সেদিকে নিয়ে যান।

 ২ মানুষ নিজের সমস্ত পথকে সঠিক বলে মনে করে,

কিন্তু যিহোবা হৃদয়* পরীক্ষা করেন।

 ৩ যিহোবা বলিদানের চেয়ে সেই কাজগুলোতে বেশি খুশি হন,

যেগুলো সঠিক ও ন্যায্য।

 ৪ মন্দ ব্যক্তিদের উদ্ধত চোখ এবং অহংকারী হৃদয় সেই প্রদীপের মতো,

যেটা তাদের পথ দেখায় আর এগুলো পাপ।

 ৫ পরিশ্রমী ব্যক্তির পরিকল্পনা নিশ্চিতভাবেই সফল* হবে,

কিন্তু যে-সমস্ত ব্যক্তি তাড়াহুড়ো করে, তারা নিশ্চিতভাবেই গরিব হয়ে পড়বে।

 ৬ মিথ্যা কথা বলে লাভ করা ধনসম্পদ

মিলিয়ে যেতে থাকা কুয়াশার মতো, এক মারাত্মক ফাঁদের মতো।*

 ৭ মন্দ ব্যক্তিরা নিজেদের দৌরাত্ম্যের মাধ্যমেই দূর হয়ে যাবে

কারণ তারা ন্যায়বিচার অনুযায়ী কাজ করতে প্রত্যাখ্যান করে।

 ৮ দোষী ব্যক্তির পথ আঁকাবাঁকা,

কিন্তু নির্দোষ ব্যক্তি সঠিক কাজ করে।

 ৯ ঝগড়াটে* স্ত্রীর সঙ্গে একই বাড়িতে থাকার চেয়ে

ছাদের এক কোনে থাকা ভালো।

১০ মন্দ ব্যক্তির খারাপ কাজ করার জোরালো আকাঙ্ক্ষা থাকে।

সে তার প্রতিবেশীর প্রতি একটুও দয়া দেখায় না।

১১ উপহাসকারীকে যখন শাস্তি দেওয়া হয়, তখন অনভিজ্ঞ ব্যক্তি বিজ্ঞ হয়ে ওঠে

আর বিজ্ঞ ব্যক্তি যখন বোঝার ক্ষমতা লাভ করে, তখন সে জ্ঞান অর্জন করে।*

১২ ঈশ্বর, যিনি সঠিক কাজ করেন, তিনি মন্দ ব্যক্তিদের বাড়ির উপর নজর রাখেন

আর মন্দ ব্যক্তিদের ফেলে দিয়ে তাদের ধ্বংস করে দেন।

১৩ যে-কেউ অভাবী ব্যক্তির কান্না শুনে নিজের কান বন্ধ করে নেয়,

সে নিজেও ডাকবে, কিন্তু কোনো উত্তর পাবে না।

১৪ গোপনে দেওয়া উপহার রাগ ঠাণ্ডা করে

আর লুকিয়ে দেওয়া ঘুস প্রচণ্ড রাগ শান্ত করে।

১৫ যে সঠিক কাজ করে, তার জন্য ন্যায়বিচার অনুযায়ী কাজ করা আনন্দের ব্যাপার,

কিন্তু যারা মন্দ কাজ করে, তাদের জন্য তা এক ভয়ংকর ব্যাপার।

১৬ যে বোঝার ক্ষমতার পথ থেকে বিপথে চলে যায়,

সে মৃতদের সঙ্গে বিশ্রাম করবে, যারা শক্তিহীন অবস্থায় রয়েছে।

১৭ যে আনন্দফুর্তি করতে ভালোবাসে, সে গরিব হয়ে পড়বে।

যে দ্রাক্ষারস* ও তেল ভালোবাসে, সে ধনী হবে না।

১৮ যে সঠিক কাজ করে, তার জন্য মন্দ ব্যক্তি হল মুক্তির মূল্য

আর সৎ ব্যক্তির জায়গায় বিশ্বাসঘাতককে তুলে নেওয়া হবে।

১৯ ঝগড়াটে* ও খিটখিটে স্ত্রীর সঙ্গে থাকার চেয়ে

প্রান্তরে থাকা ভালো।

২০ বিজ্ঞ ব্যক্তির বাড়িতে মূল্যবান ধনসম্পদ এবং তেল পাওয়া যায়,

কিন্তু মূর্খ ব্যক্তির যা আছে, সেই সবই সে নষ্ট করে* ফেলে।

২১ যে-কেউ সঠিক কাজ করার এবং অটল প্রেম দেখানোর চেষ্টা করে,

সে সঠিক কাজ করায় সফল হবে এবং জীবন ও গৌরব পাবে।

২২ বিজ্ঞ ব্যক্তি বীরযোদ্ধাদের নগর জয় করে নিতে* পারে

এবং সেই ব্যক্তিরা যে-শক্তির উপর আস্থা রাখে, সেটাকে বিনষ্ট করে দিতে পারে।

২৩ যে নিজের মুখ ও জিভকে নিয়ন্ত্রণে রাখে,

সে নিজেকে সমস্যা থেকে দূরে রাখে।

২৪ যে বেপরোয়াভাবে দুঃসাহসী কাজ করে,

তাকে দুঃসাহসী ও উদ্ধত বলা হয়।

২৫ অলস ব্যক্তি তার হাত দিয়ে কাজ করতে চায় না,

তাই তার লালসা তাকে মেরে ফেলবে।

২৬ সে সারাদিন লোভীর মতো লালসা করে,

কিন্তু যে সঠিক কাজ করে, সে দিতে থাকে, নিজের কাছে কিছুই রাখে না।

২৭ মন্দ ব্যক্তির বলিদান জঘন্য।

তাই, সে যখন মন্দ উদ্দেশ্য নিয়ে* তা উৎসর্গ করে,

তখন সেটা আরও কত বেশিই-না জঘন্য!

২৮ মিথ্যা সাক্ষি ধ্বংস হয়ে যাবে,

কিন্তু যে মন দিয়ে শোনে, তার সাক্ষ্য সফল হবে।*

২৯ মন্দ ব্যক্তি দেখায় যে, সে আত্মবিশ্বাসী,

কিন্তু সৎ ব্যক্তির পথই সঠিক পথ।*

৩০ যিহোবার বিরুদ্ধে কোনো প্রজ্ঞা,

কোনো বিচক্ষণতা কিংবা কোনো পরামর্শ নেই।

৩১ যুদ্ধের দিনের জন্য ঘোড়া প্রস্তুত করা হয়,

কিন্তু পরিত্রাণ যিহোবারই।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার