ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ফিলিপীয় ১
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

ফিলিপীয় বইয়ের আউটলাইন

      • শুভেচ্ছা (১, ২)

      • ঈশ্বরকে ধন্যবাদ; পৌলের প্রার্থনা (৩-১১)

      • সমস্যা সত্ত্বেও সুসমাচার ছড়িয়ে যায় (১২-২০)

      • বেঁচে থাকলে খ্রিস্টের জন্য জীবন ব্যবহার করা, মৃত্যুবরণ করলে সেটা লাভ (২১-২৬)

      • খ্রিস্ট সম্বন্ধীয় সুসমাচারের সঙ্গে মিল রেখে আচরণ করো (২৭-৩০)

ফিলিপীয় ১:৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ৭/২০২৩, পৃষ্ঠা ৩

    পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া, পৃষ্ঠা ১৩১-১৩২

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ২১

    প্রহরীদুর্গ,

    ২/১৫/২০১৫, পৃষ্ঠা ২২-২৩

    ৮/১৫/১৯৯৯, পৃষ্ঠা ২১-২২

    ১২/১/১৯৯৮, পৃষ্ঠা ১৮

ফিলিপীয় ১:৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৮/২০২২, পৃষ্ঠা ৩

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৮/২০১৯, পৃষ্ঠা ৯-১০

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/১৯৯৭, পৃষ্ঠা ১৬-১৭

    ৬/১৫/১৯৯৫, পৃষ্ঠা ২০

ফিলিপীয় ১:১০

পাদটীকা

  • *

    বা “পরস্পরের হোঁচট খাওয়ার।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ১২

    সজাগ হোন!,

    নং ১ ২০২০ পৃষ্ঠা ১২

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৮/২০১৯, পৃষ্ঠা ১০-১২

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/২০০৮, পৃষ্ঠা ২৪

    ৩/১৫/১৯৯৭, পৃষ্ঠা ১৬-১৭

ফিলিপীয় ১:১১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৮/২০১৯, পৃষ্ঠা ১২

    প্রহরীদুর্গ,

    ৪/১৫/২০০৭, পৃষ্ঠা ২৪

ফিলিপীয় ১:১৩

পাদটীকা

  • *

    রোমীয় সম্রাটদের দেহরক্ষী।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ২/১৫/২০১৩, পৃষ্ঠা ১৪-১৬

ফিলিপীয় ১:২০

পাদটীকা

  • *

    বা “আমার মাধ্যমে।”

ফিলিপীয় ১:২৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০০৮, পৃষ্ঠা ২৮

ফিলিপীয় ১:২৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০১২, পৃষ্ঠা ১১-১২

    ৯/১৫/২০১০, পৃষ্ঠা ১৩-১৪

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • খ্রিস্টীয় গ্রিক শাস্ত্র (bi7) পড়ুন
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
ফিলিপীয় ১:১-৩০

ফিলিপীয়দের প্রতি চিঠি

১ খ্রিস্ট যিশুর দাস আমি পৌল ও তীমথিয়, আমরা ফিলিপীতে খ্রিস্ট যিশুর শিষ্য এমন সমস্ত পবিত্র ব্যক্তির প্রতি আর সেইসঙ্গে অধ্যক্ষ এবং পরিচারক দাসদের প্রতি লিখছি:

২ আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যিশু খ্রিস্ট যেন তোমাদের প্রতি মহাদয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন।

৩ আমি যখন তোমাদের কথা স্মরণ করি, তখন সবসময় আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। ৪ তোমাদের সকলের জন্য আমি সবসময় আনন্দ সহকারে বিনতি করি। ৫ কারণ যে-দিন থেকে তোমরা সুসমাচার গ্রহণ করেছ, সেই দিন থেকে এখন পর্যন্ত তোমরা সুসমাচার ছড়িয়ে দেওয়ার কাজে সাহায্য করে আসছ। ৬ কারণ আমার এই আস্থা রয়েছে, ঈশ্বর, যিনি তোমাদের মধ্যে ভালো কাজ শুরু করেছেন, তিনি খ্রিস্টের দিন না আসা পর্যন্ত এই কাজ সম্পন্ন করতে তোমাদের সাহায্য করবেন। ৭ তোমাদের সকলের বিষয়ে এইরকম চিন্তা করা উপযুক্ত, কারণ তোমরা আমার হৃদয়ে রয়েছ। আমি কারাগারে থাকার সময় এবং সুসমাচারের পক্ষসমর্থন করার আর তা প্রচার করার বৈধ অধিকার লাভ করার সময়, তোমরা আমার সঙ্গে ঈশ্বরের মহাদয়ার অংশী হয়েছ।

৮ খ্রিস্ট যিশুর যে-কোমল স্নেহ রয়েছে, সেই একই কোমল স্নেহ সহকারে তোমাদের দেখার জন্য আমি যে কতটা আকাঙ্ক্ষী হয়ে আছি, সেই বিষয়ে ঈশ্বর আমার সাক্ষি। ৯ আর আমি ক্রমাগত প্রার্থনা করি, তোমাদের প্রেম যেন সঠিক জ্ঞান এবং সম্পূর্ণ বিচক্ষণতা সহকারে দিন দিন বৃদ্ধি লাভ করে; ১০ তোমরা যেন বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ণয় করতে পার, যাতে তোমরা খ্রিস্টের দিন পর্যন্ত শুদ্ধ থাকতে পার এবং পরস্পরের বিশ্বাস হারানোর* কারণ না হও; ১১ আর তোমরা যেন যিশু খ্রিস্টের মাধ্যমে ধার্মিকতার ফলে পূর্ণ হও, যাতে ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়।

১২ ভাইয়েরা, আমি চাই তোমরা জান যে, আমার পরিস্থিতি আসলে সুসমাচার ছড়িয়ে দিতে সাহায্য করেছে, ১৩ কারণ প্রাইতোরিয়ার রক্ষী* এবং অন্য সকলে জানতে পেরেছে যে, খ্রিস্টের জন্য আমাকে বন্দি করা হয়েছে। ১৪ আমার এই বন্দিত্বের কারণে প্রভুর সেবা করে এমন অধিকাংশ ভাই আস্থা অর্জন করতে পেরেছে এবং নির্ভয়ে আরও বেশি করে ঈশ্বরের বাক্য প্রচার করতে পারছে।

১৫ এটা ঠিক, কেউ কেউ ঈর্ষার ও বিবাদের মনোভাব নিয়ে খ্রিস্ট সম্বন্ধে প্রচার করছে, কিন্তু অন্যেরা আবার ভালো উদ্দেশ্য নিয়ে প্রচার করছে। ১৬ যারা ভালো উদ্দেশ্য নিয়ে খ্রিস্ট সম্বন্ধে প্রচার করছে, তারা প্রেমের দ্বারা পরিচালিত হয়ে প্রচার করছে, কারণ তারা জানে, আমাকে সুসমাচারের পক্ষসমর্থন করার জন্য নিযুক্ত করা হয়েছে; ১৭ কিন্তু অন্যেরা সরল মনোভাব নিয়ে নয়, বরং ঝগড়া করার মনোভাব নিয়ে প্রচার করছে, কারণ তারা মনে করে, আমার বন্দি অবস্থায় তারা আমাকে আরও কষ্ট দিতে পারবে। ১৮ এতে কী হল? মনোভাব ভুল বা সঠিক, যা-ই হোক না কেন, খ্রিস্টের বিষয়ই প্রচারিত হচ্ছে আর এতেই আমি আনন্দ করছি। আর আমি আনন্দ করে চলব, ১৯ কারণ আমি জানি, তোমাদের বিনতির কারণে এবং যিশু খ্রিস্ট আমাদের যে-পবিত্র শক্তি দান করেন, সেটার সাহায্যে আমি পরিত্রাণ লাভ করব। ২০ আমার এই আস্থা রয়েছে এবং আমি এই প্রত্যাশা করি যে, আমি কোনো বিষয়ে লজ্জা বোধ করব না। বরং আমি নির্ভয়ে কথা বলব এবং আমি বেঁচে থাকি কিংবা মৃত্যুবরণ করি, যা-ই হোক না কেন, আমার দেহের মাধ্যমে* খ্রিস্ট আগের মতো এখনও গৌরবান্বিত হবেন।

২১ আমার ক্ষেত্রে, আমি যদি বেঁচে থাকি, তা হলে আমি খ্রিস্টের জন্য আমার জীবন ব্যবহার করব আর যদি মৃত্যুবরণ করি, তা হলে সেটা আমার জন্য লাভ। ২২ কিন্তু, আমাকে যদি এখনও এই মাংসিক দেহে বেঁচে থাকতে হয়, তা হলে আমি খ্রিস্টের জন্য আরও কাজ করতে পারব। তবে, আমি কোনটা বাছাই করব, তা আমি বলতে পারছি না। ২৩ আমি এই দুটোর মধ্যে কোনটা বাছাই করব, সেটা নিয়ে দ্বিধার মধ্যে রয়েছি; আমি তো চাই, যেন মুক্ত হয়ে খ্রিস্টের সঙ্গে থাকি, কারণ নিশ্চিতভাবেই সেটা আরও উত্তম বিষয়। ২৪ তবে, তোমাদের জন্য আমার পক্ষে এই মাংসিক দেহে বেঁচে থাকা আরও বেশি প্রয়োজন। ২৫ আমার এই ব্যাপারে আস্থা রয়েছে বলে আমি জানি যে, আমি বেঁচে থাকব এবং তোমাদের সকলের সঙ্গে থাকব, যেন তোমরা উন্নতি করতে এবং তোমাদের বিশ্বাসে আনন্দ করতে পার। ২৬ এর ফলে আমি যখন আবার তোমাদের সঙ্গে উপস্থিত থাকব, তখন খ্রিস্ট যিশুর শিষ্য হিসেবে তোমাদের আনন্দ বৃদ্ধি পাবে।

২৭ আমি কেবল চাই, তোমরা যেন খ্রিস্ট সম্বন্ধীয় সুসমাচারের সঙ্গে মিল রেখে আচরণ কর। আমি এসে তোমাদের দেখি কিংবা আমি তোমাদের কাছ থেকে দূরে থাকি, আমি যেন তোমাদের বিষয়ে শুনতে পাই এবং জানতে পারি যে, তোমরা একমনে দৃঢ় আছ, একতাবদ্ধ আছ, সুসমাচারের প্রতি তোমাদের বিশ্বাস বজায় রাখার জন্য একযোগে প্রচেষ্টা করছ ২৮ এবং কোনোভাবেই বিরোধীদের দ্বারা আতঙ্কগ্রস্ত হচ্ছ না। এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে প্রমাণ দেয়, তারা ধ্বংস হবে, কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রমাণ দেয়, তোমরা পরিত্রাণ লাভ করবে; আর এই প্রমাণ ঈশ্বরের কাছ থেকেই আসে। ২৯ কারণ খ্রিস্টের জন্য তোমাদের এই সুযোগ দেওয়া হয়েছে, যেন তোমরা শুধু তাঁর উপর বিশ্বাস কর, তা নয় কিন্তু সেইসঙ্গে তাঁর জন্য কষ্টও ভোগ কর। ৩০ কারণ তোমরাও সেই একই লড়াই করছ, যেমনটা আমাকে করতে দেখেছ আর তোমরা যেমন শুনেছ যে, এখনও আমি লড়াই করছি।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার