বংশাবলির দ্বিতীয় খণ্ড
২২ তারপর, জেরুসালেমের লোকেরা যিহোরামের সবচেয়ে ছোটো ছেলে অহসিয়কে তার জায়গায় রাজা করল কারণ আরবীয়দের সঙ্গে শিবিরে আসা লুটকারী দল তার সেইসমস্ত ছেলেকে মেরে ফেলেছিল, যারা অহসিয়ের চেয়ে বড়ো ছিল। এভাবে যিহোরামের ছেলে অহসিয় যিহূদার রাজা হলেন। ২ অহসিয় ২২ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেম থেকে এক বছর রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল অথলিয়া, যিনি অম্রির নাতনি* ছিলেন।
৩ অহসিয়ও আহাবের পরিবারের পথে চললেন কারণ তার মা তাকে মন্দ কাজ করার পরামর্শ দিতেন। ৪ তিনি আহাবের পরিবারের মতোই যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা করতে থাকলেন কারণ তার বাবার মৃত্যুর পর আহাবের পরিবারের লোকেরা তার পরামর্শদাতা হয়ে উঠল। এই কারণেই তার সর্বনাশ হল। ৫ তিনি তাদের পরামর্শ মেনে আহাবের ছেলে যিহোরামের সঙ্গে সিরিয়ার রাজা হসায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রামোৎ-গিলিয়দে গেলেন। সেই যুদ্ধে তিরন্দাজেরা যিহোরামকে আহত করল। ৬ তিনি সুস্থ হওয়ার জন্য যিষ্রিয়েলে ফিরে এলেন কারণ রামায় সিরিয়ার রাজা হসায়েলের সৈন্যেরা তাকে আহত করেছিল।
আহাবের ছেলে যিহোরাম আহত হয়েছিলেন* বলে তাকে দেখার জন্য যিহূদার রাজা অহসিয়,* যিনি যিহোরামের ছেলে ছিলেন, যিষ্রিয়েলে গেলেন। ৭ যিহোরামের কাছে যাওয়া অহসিয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। এই সমস্ত কিছু ঈশ্বর করিয়েছিলেন। অহসিয় যখন যিহোরামের কাছে এলেন, তখন তিনি এবং যিহোরাম নিম্শির নাতি* যেহূর সঙ্গে দেখা করতে গেলেন। যিহোবা যেহূকে অভিষেক করেছিলেন, যাতে তিনি আহাবের পরিবারকে ধ্বংস করে দেন। ৮ যেহূ যখন আহাবের পরিবারকে ধ্বংস করতে লাগলেন, তখন তিনি যিহূদার অধ্যক্ষদের এবং অহসিয়ের ভাইপোদের দেখলেন, যারা অহসিয়ের মন্ত্রী ছিলেন আর তিনি তাদের হত্যা করলেন। ৯ তারপর, যেহূ অহসিয়কে খুঁজতে লাগলেন। তার লোকেরা অহসিয়কে শমরিয়ায় ধরে ফেলল, যেখানে তিনি লুকিয়ে ছিলেন। তারা তাকে যেহূর কাছে নিয়ে এল এবং তাকে মেরে ফেলল। পরে, তারা তাকে কবর দিল কারণ তারা বলল: “যে-যিহোশাফট সম্পূর্ণ হৃদয় দিয়ে যিহোবার অনুসন্ধান করতেন, এ তার নাতি।” অহসিয়ের পরিবারে এমন কেউ ছিল না, যার রাজ্যের উপর রাজত্ব করার ক্ষমতা ছিল।
১০ অহসিয়ের মা অথলিয়া যখন দেখল যে, তার ছেলে মারা গিয়েছে, তখন সে যিহূদার পুরো রাজবংশকে* বিনষ্ট করে দিল। ১১ কিন্তু, রাজার মেয়ে যিহোশাবৎ অহসিয়ের ছেলে যিহোয়াশকে বাঁচিয়ে রাখলেন। অথলিয়া রাজার যে-ছেলেদের হত্যা করতে যাচ্ছিল, তাদের মধ্য থেকে যিহোশাবৎ যিহোয়াশকে চুপিচুপি তুলে নিয়েছিলেন। যিহোশাবৎ যিহোয়াশ এবং তার দাইমাকে ভিতরের একটা শোয়ার ঘরে রাখলেন। রাজা যিহোরামের মেয়ে যিহোশাবৎ কোনোরকমে যিহোয়াশকে অথলিয়ার কাছ থেকে লুকিয়ে রাখলেন, তাই সে তাকে মারতে পারল না। (যিহোশাবৎ যাজক যিহোয়াদার স্ত্রী এবং অহসিয়ের একজন বোন ছিলেন।) ১২ যিহোয়াশ ছ-বছর তাদের সঙ্গে থাকলেন। তাকে সত্য ঈশ্বরের গৃহে লুকিয়ে রাখা হল। সেই সময় অথলিয়া দেশের উপর রাজত্ব করছিল।