ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৫৭
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৫৭:শীর্ষলিখন

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

গীতসংহিতা ৫৭:৬

পাদটীকা

  • *

    বা “আমার পায়ের।”

গীতসংহিতা ৫৭:৯

পাদটীকা

  • *

    বা “তোমার জন্য সংগীত বাজাব।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৫৭:১-১১

গীতসংহিতা

দায়ূদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: “ধ্বংস কোরো না” অনুসারে। মিক্‌তাম।* এই গান সেই সময়ের, যখন দায়ূদ শৌলের কাছ থেকে পালিয়ে গুহায় গিয়ে লুকিয়ে ছিলেন।

৫৭ হে ঈশ্বর, অনুগ্রহ দেখাও, আমার প্রতি অনুগ্রহ দেখাও

কারণ আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি।

যতক্ষণ না সমস্যা দূর হয়, ততক্ষণ আমি তোমার ডানার নীচে আশ্রয় নেব।

 ২ আমি সর্বমহান ঈশ্বরকে ডাকি,

সেই সত্য ঈশ্বরকে ডাকি, যিনি আমার সমস্যাগুলো দূর করে দেন।

 ৩ তিনি স্বর্গ থেকে আমাকে সাহায্য করবেন এবং আমাকে রক্ষা করবেন।

যে আমাকে কামড়ানোর চেষ্টা করে, তিনি তাকে বিভ্রান্ত করে দেবেন। (সেলা)

ঈশ্বর তাঁর অটল প্রেম এবং বিশ্বস্ততা দেখাবেন।

 ৪ সিংহেরা আমাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে,

আমাকে এমন লোকদের মাঝে শুতে হয়, যারা আমাকে ছিঁড়ে খেতে চায়,

যাদের দাঁত বর্শা ও তিরের মতো

আর যাদের জিভ ধারালো তলোয়ারের মতো।

 ৫ হে ঈশ্বর, তোমার মহিমা যেন আকাশের উপরে থাকে,

তোমার গৌরব যেন পুরো পৃথিবীর উপর বিস্তৃত হয়।

 ৬ শত্রুরা আমার* জন্য ফাঁদ পেতেছে,

আমি দুঃখের ভারে নুয়ে পড়েছি।

তারা আমাকে ফেলে দেওয়ার জন্য গর্ত খুঁড়েছে,

কিন্তু তারা নিজেরাই সেটার মধ্যে পড়ে গিয়েছে। (সেলা)

 ৭ হে ঈশ্বর, আমার হৃদয় বিশ্বস্ত,

আমার হৃদয় বিশ্বস্ত।

আমি গান গাইব এবং সংগীত বাজাব।

 ৮ হে আমার হৃদয়, জেগে ওঠো।

হে তারওয়ালা বাদ্যযন্ত্র এবং বীণা, তোমরাও জেগে ওঠো।

আমি ভোরকে জাগাব।

 ৯ হে যিহোবা, আমি বিভিন্ন জাতির লোকের মাঝে তোমার প্রশংসা করব,

বিভিন্ন দেশের লোকের মাঝে তোমার প্রশংসায় গান গাইব।*

১০ কারণ তোমার অটল প্রেম কতই-না মহৎ,

সেটা আকাশের মতোই উঁচু

আর তোমার বিশ্বস্ততা আকাশ পর্যন্ত গিয়ে পৌঁছোয়।

১১ হে ঈশ্বর, তোমার মহিমা যেন আকাশের উপরে থাকে,

তোমার গৌরব যেন পুরো পৃথিবীর উপর বিস্তৃত হয়।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার