ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ বংশাবলি ৩৪
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ বংশাবলি ৩৪:১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১/২০০৫, পৃষ্ঠা ২১

২ বংশাবলি ৩৪:২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১/২০০৫, পৃষ্ঠা ২১

২ বংশাবলি ৩৪:৩

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

  • *

    বা “এবং ধাতব।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১/১৯৯৬, পৃষ্ঠা ৮-৯

২ বংশাবলি ৩৪:৪

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

  • *

    বা “এবং ধাতব।”

২ বংশাবলি ৩৪:৭

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

২ বংশাবলি ৩৪:৮

পাদটীকা

  • *

    আক্ষ., “গৃহ।”

২ বংশাবলি ৩৪:৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৫৫

২ বংশাবলি ৩৪:১০

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৫৫

২ বংশাবলি ৩৪:১১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৫৫

২ বংশাবলি ৩৪:১৩

পাদটীকা

  • *

    বা “তাদের ভারবহনকারীদের।”

২ বংশাবলি ৩৪:১৪

পাদটীকা

  • *

    আক্ষ., “হাতে।”

২ বংশাবলি ৩৪:১৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৪/১৫/২০০১, পৃষ্ঠা ২৭

২ বংশাবলি ৩৪:২৮

পাদটীকা

  • *

    আক্ষ., “তুমি তোমার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হবে।”

২ বংশাবলি ৩৪:৩১

পাদটীকা

  • *

    বা “সামনে পুনরায় এই চুক্তি।”

২ বংশাবলি ৩৪:৩৩

পাদটীকা

  • *

    বা “মূর্তি।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১/২০০৫, পৃষ্ঠা ২১

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
  • ৩২
  • ৩৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ বংশাবলি ৩৪:১-৩৩

বংশাবলির দ্বিতীয় খণ্ড

৩৪ যোশিয় যখন রাজা হলেন, তখন তার বয়স ছিল আট বছর আর তিনি জেরুসালেম থেকে ৩১ বছর ধরে রাজত্ব করলেন। ২ তিনি যিহোবার দৃষ্টিতে যা সঠিক, তা-ই করলেন আর তিনি তার পূর্বপুরুষ দায়ূদের পথে চললেন। তিনি ঈশ্বরের দেখানো পথ থেকে ডান দিকে কিংবা বাঁ-দিকে গেলেন না।

৩ তার রাজত্বের অষ্টম বছরে তিনি যখন অল্পবয়সি ছিলেন, তখন তিনি তার পূর্বপুরুষ দায়ূদের ঈশ্বরের অনুসন্ধান করতে লাগলেন আর ১২তম বছরে তিনি যিহূদা ও জেরুসালেমকে শুচি করতে শুরু করলেন। তিনি যিহূদা ও জেরুসালেমের উঁচু জায়গা, উপাসনার খুঁটি* আর খোদাই-করা এবং ছাঁচে ঢালা* মূর্তি দূর করতে লাগলেন। ৪ আর লোকেরা তার সামনে বাল দেবতাদের বেদিগুলো ভেঙে দিল আর তিনি বেদিগুলোর উপরে থাকা ধূপদানিগুলো ভেঙে দিলেন। এ ছাড়া, তিনি উপাসনার খুঁটি* আর খোদাই-করা এবং ছাঁচে ঢালা* মূর্তিগুলো ভেঙে গুঁড়িয়ে দিলেন আর সেই ধুলো নিয়ে তিনি সেই লোকদের কবরের উপর ছড়িয়ে দিলেন, যারা সেই মূর্তিগুলোর উদ্দেশে বলি উৎসর্গ করত। ৫ তিনি সেগুলোর বেদিগুলোর উপর যাজকদের হাড়গোড় পোড়ালেন। এভাবে তিনি যিহূদা ও জেরুসালেমকে শুচি করলেন।

৬ তিনি মনঃশি, ইফ্রয়িম, শিমিয়োন ও নপ্তালির এলাকা পর্যন্ত বিস্তৃত নগরগুলোতে এবং সেগুলোর আশেপাশের ধ্বংসাবশেষগুলোতে থাকা ৭ বেদি ভেঙে দিলেন আর উপাসনার খুঁটি* এবং খোদাই-করা মূর্তিগুলো ভেঙে গুঁড়িয়ে দিলেন। পুরো ইজরায়েলে যতগুলো ধূপদানি ছিল, তিনি সেইসমস্ত ধূপদানি ভেঙে দিলেন। এরপর, তিনি জেরুসালেমে ফিরে এলেন।

৮ তার রাজত্বের ১৮তম বছরে দেশ ও মন্দির* শুচি করার পর তিনি অৎসলিয়ের ছেলে শাফন, নগরের অধ্যক্ষ মাসেয় এবং যোয়াহসের ছেলে যোয়াহকে তার ঈশ্বর যিহোবার গৃহ মেরামত করার জন্য পাঠালেন। যোয়াহ ঘটনার নথি রাখতেন। ৯ তারা মহাযাজক হিল্কিয়ের কাছে গিয়ে তাকে সেই টাকাপয়সা দিলেন, যেটা ঈশ্বরের গৃহে আনা হয়েছিল। যে-লেবীয়েরা দারোয়ান হিসেবে সেবা করত, তারা এই টাকাপয়সা মনঃশি, ইফ্রয়িম এবং ইজরায়েলের বাকি লোকদের কাছ থেকে ও সেইসঙ্গে যিহূদা, বিন্যামীন ও জেরুসালেমের বাসিন্দাদের কাছ থেকে সংগ্রহ করেছিল। ১০ তারা সেই টাকাপয়সা সেই ব্যক্তিদের দিলেন, যাদের যিহোবার গৃহের কাজের দেখাশোনা করার জন্য নিযুক্ত করা হয়েছিল। তারপর, যিহোবার গৃহের কর্মীরা গৃহ মেরামত করার জন্য সেই টাকাপয়সা ব্যবহার করল। ১১ তারা সেই টাকাপয়সা কারিগর ও নির্মাণকারীদের দিল, যাতে তারা কাটা পাথর এবং ঠেকনার জন্য কাঠ কিনতে পারে আর কড়িকাঠ দিয়ে সেই বাড়িগুলো বানাতে পারে, যেগুলোকে যিহূদার রাজারা নষ্ট হয়ে যেতে দিয়েছিলেন।

১২ সেই লোকেরা বিশ্বস্তভাবে কাজ করল। তাদের কাজের দেখাশোনা করার জন্য এই লেবীয়দের নিযুক্ত করা হল: মরারীয়দের মধ্য থেকে যহৎ ও ওবদিয় এবং কহাতীয়দের মধ্য থেকে সখরিয় ও মশুল্লম। আর যে-সমস্ত লেবীয় দক্ষ বাদক ছিল, ১৩ তাদের সাধারণ শ্রমিকদের* উপর নিযুক্ত করা হল আর তারা সেইসমস্ত লোকের অধ্যক্ষ ছিল, যারা বিভিন্ন ধরনের কাজ করত। লেবীয়দের মধ্যে কেউ সচিব, কেউ অধ্যক্ষ, আবার কেউ দারোয়ান ছিল।

১৪ তারা যখন যিহোবার গৃহে আনা টাকাপয়সা বের করছিল, তখন যাজক হিল্কিয় মোশির মাধ্যমে* দেওয়া যিহোবার ব্যবস্থার পুস্তক পেলেন। ১৫ হিল্কিয় রাজার সচিব শাফনকে বললেন: “আমি যিহোবার গৃহে ব্যবস্থার পুস্তক পেয়েছি।” হিল্কিয় সেই পুস্তকটা শাফনকে দিলেন। ১৬ শাফন রাজার কাছে সেই পুস্তকটা নিয়ে গেলেন আর তাকে বললেন: “আপনার সেবকদের যে-সমস্ত কাজ দেওয়া হয়েছে, তারা সেইসমস্ত কাজ করছেন। ১৭ তারা যিহোবার গৃহের সমস্ত টাকাপয়সা সংগ্রহ করে যারা কাজের দেখাশোনা করছে এবং যারা কাজ করছে, তাদের দিয়েছেন।” ১৮ এ ছাড়া, রাজার সচিব শাফন রাজাকে এই কথাও বললেন: “যাজক হিল্কিয় আমাকে একটা পুস্তক দিয়েছেন।” তারপর, শাফন রাজাকে সেই পুস্তকটা পড়ে শোনাতে লাগলেন।

১৯ যেই-না রাজা ব্যবস্থার কথাগুলো শুনলেন, অমনি তিনি নিজের পোশাক ছিঁড়লেন। ২০ তারপর, তিনি হিল্কিয়, শাফনের ছেলে অহীকাম, মীখার ছেলে অব্দোন, রাজার সচিব শাফন এবং নিজের সেবক অসায়কে এই আদেশ দিলেন: ২১ “তোমরা যাও আর এই যে-পুস্তকটা পাওয়া গিয়েছে, এটাতে লেখা কথাগুলোর বিষয়ে তোমরা আমার হয়ে এবং ইজরায়েল ও যিহূদার অবশিষ্ট লোকদের হয়ে যিহোবার কাছে নির্দেশনা চাও। আমাদের পূর্বপুরুষেরা এই পুস্তকে লেখা যিহোবার আজ্ঞাগুলোর বাধ্য হননি এবং এতে লেখা কথাগুলো পালন করেননি। তাই, যিহোবার যে-ক্রোধ আমাদের উপর ঢেলে দেওয়া হবে, সেটা খুবই ভয়ংকর হবে।”

২২ তখন হিল্কিয় রাজার পাঠানো ব্যক্তিদের সঙ্গে ভাববাদিনী হুল্‌দার কাছে গেলেন। ভাববাদিনী হুল্‌দা শল্লুমের স্ত্রী ছিলেন, যিনি তিক্‌বের ছেলে এবং হর্হসের নাতি ছিলেন। শল্লুম পোশাকের ঘরের দেখাশোনা করতেন। হুল্‌দা জেরুসালেমের দ্বিতীয় বিভাগে থাকতেন আর যোশিয়ের পাঠানো লোকেরা সেখানে তার সঙ্গে কথা বললেন। ২৩ হুল্‌দা তাদের বললেন: “ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন, ‘যে-ব্যক্তি তোমাদের আমার কাছে পাঠিয়েছে, তাকে বলো: ২৪ “যিহোবা এই কথা বলেন, ‘আমি এই জায়গার উপর এবং এখানে থাকা লোকদের উপর বিপর্যয় আনব। আমি সেই পুস্তকে লেখা সমস্ত অভিশাপ তাদের উপর নিয়ে আসব, যেটা যিহূদার রাজার সামনে পড়া হয়েছে। ২৫ তারা আমাকে ছেড়ে দিয়েছে আর তারা অন্য দেবতাদের কাছে বলি উৎসর্গ করার মাধ্যমে এবং নিজেদের হাতের কাজের মাধ্যমে আমাকে রাগিয়ে তুলেছে। তাই, এই জায়গার উপর আমার ক্রোধ ঢেলে দেওয়া হবে আর সেই ক্রোধের আগুন নিভবে না।’” ২৬ কিন্তু যিহূদার রাজা, যিনি তোমাদের যিহোবার নির্দেশনা চাওয়ার জন্য পাঠিয়েছেন, তাকে বলো, “আপনি যে-কথাগুলো শুনেছেন, সেগুলোর বিষয়ে ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: ২৭ ‘যেহেতু তুমি যখন শুনেছিলে যে, আমি এই জায়গা এবং এখানে থাকা লোকদের প্রতি কী করব, তখন এই বিষয়টা তোমার হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল আর তুমি আমার সামনে নিজেকে নত করেছিলে এবং নিজের পোশাক ছিঁড়ে আমার সামনে কেঁদেছিলে, তাই যিহোবা এই কথা বলেন, আমি তোমার বিনতি শুনেছি। ২৮ এইজন্য তোমার জীবনকালে আমি এই জায়গার উপর এবং এখানকার বাসিন্দাদের উপর বিপর্যয় আনব না। তুমি মারা যাবে* আর তোমাকে শান্তিতে তোমার কবরে কবর দেওয়া হবে।’”’”

তখন সেই লোকেরা ফিরে গিয়ে রাজাকে এই বার্তা জানাল। ২৯ তাই, রাজা বার্তা পাঠিয়ে যিহূদা ও জেরুসালেমের সমস্ত প্রাচীনকে ডেকে পাঠালেন। ৩০ এরপর, রাজা যোশিয় যিহূদার সমস্ত লোক, যাজক ও লেবীয়কে আর সেইসঙ্গে জেরুসালেমের সাধারণ ও উঁচুশ্রেণীর সমস্ত লোককে নিয়ে যিহোবার গৃহে গেলেন। তারপর, তিনি সবাইকে চুক্তির সেই পুস্তকের সমস্ত কথা পড়ে শোনালেন, যেটা যিহোবার গৃহে পাওয়া গিয়েছিল। ৩১ রাজা নিজের জায়গায় দাঁড়ালেন আর তিনি যিহোবার সামনে এই চুক্তি* করলেন যে, তিনি যিহোবাকে অনুসরণ করবেন আর সমস্ত হৃদয় এবং সমস্ত প্রাণ দিয়ে তাঁর আজ্ঞা, নিয়ম এবং তিনি যে-নির্দেশনাগুলো স্মরণ করিয়ে দেন, সেগুলো পালন করবেন আর এই পুস্তকে লেখা চুক্তির কথাগুলো সবসময় পালন করবেন। ৩২ তারপর, তিনি জেরুসালেম ও বিন্যামীনের এলাকার সমস্ত লোককে উৎসাহিত করলেন, যেন তারা সেই চুক্তি অনুযায়ী চলে। আর জেরুসালেমের বাসিন্দারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের চুক্তি অনুযায়ী কাজ করল। ৩৩ তারপর, যোশিয় ইজরায়েলীয়দের সমস্ত এলাকা থেকে সমস্ত জঘন্য বস্তু* দূর করে দিলেন আর ইজরায়েলের সমস্ত লোককে দিয়ে তাদের ঈশ্বর যিহোবার সেবা করালেন। যতদিন তিনি বেঁচে থাকলেন, ততদিন তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবার অনুসরণ করা বন্ধ করল না।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার