ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • হিতোপদেশ ২৩
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

হিতোপদেশ ২৩:২

পাদটীকা

  • *

    আক্ষ., “নিজের গলায় ছুরি রেখো।”

হিতোপদেশ ২৩:৪

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “নিজের বোঝার ক্ষমতা অনুযায়ী কাজ করা বন্ধ করো।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ),

    নং ৩ ২০২১ পৃষ্ঠা ৮

    সচেতন থাক!,

    ১০/২০১৫, পৃষ্ঠা ৪

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০০, পৃষ্ঠা ৪

হিতোপদেশ ২৩:৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ),

    নং ৩ ২০২১ পৃষ্ঠা ৮

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০০, পৃষ্ঠা ৪

হিতোপদেশ ২৩:৬

পাদটীকা

  • *

    বা “যার চোখ মন্দ, তার।”

হিতোপদেশ ২৩:১০

পাদটীকা

  • *

    বা “যাদের বাবা মারা গিয়েছে, তাদের।”

হিতোপদেশ ২৩:১১

পাদটীকা

  • *

    আক্ষ., “মুক্তিকর্তা,” অর্থাৎ ঈশ্বর।

হিতোপদেশ ২৩:১২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১/২০০৬, পৃষ্ঠা ১৩

হিতোপদেশ ২৩:১৩

পাদটীকা

  • *

    বা “শিশুকে; যুবককে।”

হিতোপদেশ ২৩:১৪

পাদটীকা

  • *

    ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।

হিতোপদেশ ২৩:১৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৪/২০১৭, পৃষ্ঠা ৩২

হিতোপদেশ ২৩:১৬

পাদটীকা

  • *

    আক্ষ., “আমার কিডনি।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৪/২০১৭, পৃষ্ঠা ৩২

হিতোপদেশ ২৩:২০

পাদটীকা

  • *

    বা “ওয়াইন।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৪৩

হিতোপদেশ ২৩:২২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৬/১৫/২০০৪, পৃষ্ঠা ১৪

    ৬/১৫/২০০০, পৃষ্ঠা ২১

হিতোপদেশ ২৩:২৩

পাদটীকা

  • *

    বা “সত্যকে অর্জন করো।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ১২

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১২/২০১৮, পৃষ্ঠা ৯

    ১১/২০১৮, পৃষ্ঠা ৩-৭, ৮-১২

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/১৯৯৭, পৃষ্ঠা ৮

হিতোপদেশ ২৩:২৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৫০

হিতোপদেশ ২৩:২৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৫০

হিতোপদেশ ২৩:২৭

পাদটীকা

  • *

    আক্ষ., “বিদেশি।” দেখুন, হিতো ২:১৬.

হিতোপদেশ ২৩:৩০

পাদটীকা

  • *

    বা “ওয়াইন।”

  • *

    বা “ওয়াইন।”

  • *

    বা “দ্রাক্ষারস পান করার জন্য একত্রিত হয়।”

হিতোপদেশ ২৩:৩১

পাদটীকা

  • *

    বা “ওয়াইনের।”

হিতোপদেশ ২৩:৩২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১/২০০৪, পৃষ্ঠা ১৯

হিতোপদেশ ২৩:৩৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১/২০০৪, পৃষ্ঠা ১৯

হিতোপদেশ ২৩:৩৫

পাদটীকা

  • *

    বা “আমি তো কোনো ব্যথা অনুভব করিনি।”

  • *

    বা “ওয়াইন।”

  • *

    বা “আমি আবারও দ্রাক্ষারস খুঁজব।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
  • ৩২
  • ৩৩
  • ৩৪
  • ৩৫
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
হিতোপদেশ ২৩:১-৩৫

হিতোপদেশ

২৩ তুমি যখন রাজার সঙ্গে খেতে বস,

তখন তোমার সামনে যা রয়েছে, তা নিয়ে ভালোভাবে চিন্তা কোরো।

 ২ তোমার যদি খাবার খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা হয়,

তা হলে নিজেকে নিয়ন্ত্রণ কোরো।*

 ৩ তার সুস্বাদু খাবারের প্রতি লালসা কোরো না,

যাতে তুমি সেটার দ্বারা প্রতারিত না হও।

 ৪ ধনসম্পদ লাভ করার জন্য নিজেকে একেবারে ক্লান্ত করে ফেলো না।

একটু থামো আর বোঝার ক্ষমতা দেখাও।*

 ৫ তুমি যখন ধনসম্পদের দিকে তাকাবে, তখন দেখবে, সেটা আর নেই

কারণ নিশ্চিতভাবেই ধনসম্পদের ডানা গজাবে আর সেটা ঈগলের মতো আকাশে উড়ে যাবে।

 ৬ কিপটে ব্যক্তির* খাবার খেয়ো না,

তার সুস্বাদু খাবারের প্রতি লালসা কোরো না।

 ৭ সে তোমাকে বলে ঠিকই, “খাওয়া-দাওয়া করো,” কিন্তু সে তা মন থেকে বলে না।

সে সমস্ত কিছুর হিসাব রাখে।

 ৮ তুমি তার কাছে যা খেয়েছ, তা বমি করে দেবে

আর তুমি যে-প্রশংসা করেছ, তা অর্থহীন হয়ে পড়বে।

 ৯ মূর্খ ব্যক্তির কানে প্রজ্ঞার কথা বোলো না

কারণ সে তোমার কথাকে তুচ্ছ বলে মনে করবে।

১০ প্রাচীন সময়ে যে-সীমাচিহ্ন স্থাপন করা হয়েছিল, সেটা সরিয়ো না

কিংবা অনাথদের* জমি কেড়ে নিয়ো না।

১১ কারণ তাদের পক্ষসমর্থনকারী* খুবই শক্তিশালী,

তিনিই তাদের হয়ে তোমার বিরুদ্ধে মামলা লড়বেন।

১২ শাসনে মন দাও

আর জ্ঞানের কথায় কান দাও।

১৩ ছেলেকে* শাসন করা থেকে বিরত হোয়ো না।

তুমি যদি তাকে লাঠি দিয়ে মার, তা হলে সে মারা যাবে না।

১৪ তোমার তাকে লাঠি দিয়ে মারা উচিত,

যাতে তুমি তাকে কবরে* যাওয়া থেকে রক্ষা করতে পার।

১৫ হে আমার ছেলে, তোমার হৃদয় যদি বিজ্ঞ হয়ে ওঠে,

তা হলে আমার নিজের হৃদয় আনন্দিত হবে।

১৬ তোমার ঠোঁট যখন সত্য কথা বলবে,

তখন আমি* মনে মনে আনন্দিত হব।

১৭ তোমার হৃদয় যেন পাপীদের ঈর্ষা না করে

বরং সেটা যেন সারাদিন যিহোবাকে ভয় করে।

১৮ তখন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে

আর তোমার আশা বিনষ্ট হবে না।

১৯ হে আমার ছেলে, শোনো এবং বিজ্ঞ হয়ে ওঠো

আর তোমার হৃদয়কে সঠিক পথে নিয়ে চলো।

২০ সেই ব্যক্তিদের মতো হোয়ো না, যারা প্রচুর দ্রাক্ষারস* পান করে

আর অনেক মাংস খায়।

২১ কারণ পেটুক ও মাতাল গরিব হয়ে পড়বে

এবং ঢুলুঢুলু ভাব একজন ব্যক্তিকে ছেঁড়া কাপড় পরাবে।

২২ তোমার জন্মদাতা বাবার কথা শোনো

আর তোমার মায়ের বয়স হয়ে গিয়েছে বলে তাকে তুচ্ছ কোরো না।

২৩ সত্যকে কিনে নাও,* এটাকে কখনো বিক্রি কোরো না,

এ ছাড়া প্রজ্ঞা, শাসন এবং বোঝার ক্ষমতাকেও কিনে নাও।

২৪ যে সঠিক কাজ করে, তার বাবা নিশ্চিতভাবেই উল্লসিত হবেন

আর বিজ্ঞ ব্যক্তির বাবা তার কারণে আনন্দিত হবেন।

২৫ তোমার বাবা-মা আনন্দিত হবেন

আর তোমার মা, যিনি তোমাকে জন্ম দিয়েছেন, তিনি উল্লসিত হবেন।

২৬ হে আমার ছেলে, মন দিয়ে আমার কথা শোনো

আর তুমি যেন আমার পথে চলে আনন্দিত হও।

২৭ কারণ বেশ্যা গভীর গর্তের মতো

আর চরিত্রহীন* মহিলা সরু কুয়োর মতো।

২৮ সে ডাকাতের মতো ওত পেতে বসে থাকে,

সে অনেক পুরুষকে দিয়ে অবিশ্বস্ততার কাজ করায়।

২৯ কে হায় হায় করে? কে অস্বস্তি বোধ করে?

কে ঝগড়া করে? কে অভিযোগ করে?

কে অযথা আঘাত পায়? কার চোখ লাল হয়ে থাকে?

৩০ সেই ব্যক্তি, যে অনেকক্ষণ ধরে দ্রাক্ষারস* পান করে

আর এমন দ্রাক্ষারস* খুঁজে বেড়ায়,* যেটা নেশা বাড়িয়ে তোলে।

৩১ দ্রাক্ষারসের* লাল রঙের দ্বারা আকর্ষিত হোয়ো না,

যেটা পেয়ালায় চকচক করে এবং সহজেই গলা দিয়ে নেমে যায়

৩২ কারণ শেষে, সেটা সাপের মতো ছোবল মারে

আর বিষধর সাপের মতো বিষ ঢেলে দেয়।

৩৩ তোমার চোখ অদ্ভুত অদ্ভুত বিষয় দেখবে

আর তোমার মন আজেবাজে কথা বলবে।

৩৪ তোমার মনে হবে, তুমি সমুদ্রের মাঝখানে শুয়ে রয়েছ,

জাহাজের মাস্তুলের উপরে শুয়ে রয়েছ।

৩৫ তুমি বলবে: “তারা আমাকে আঘাত করেছে? কই, আমি তো বুঝতে পারিনি।*

তারা আমাকে মেরেছে? কই, আমি তো টের পাইনি।

কখন আমি জেগে উঠব?

আমার আরও দ্রাক্ষারস* চাই।”*

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার