ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • হিতোপদেশ ১৭
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

হিতোপদেশ ১৭:১

পাদটীকা

  • *

    আক্ষ., “সেখানে বলিদান।”

  • *

    বা “নীরবতা।”

হিতোপদেশ ১৭:৬

পাদটীকা

  • *

    বা “নাতি-নাতনিরা।”

  • *

    বা “বাবা-মায়েরা।”

  • *

    বা “সন্তানদের।”

হিতোপদেশ ১৭:৭

পাদটীকা

  • *

    বা “ভালো।”

  • *

    বা “উচ্চপদস্থ ব্যক্তির।”

হিতোপদেশ ১৭:৮

পাদটীকা

  • *

    বা “জন্য এমন এক পাথর, যেটা অনুগ্রহ নিয়ে আসে।”

হিতোপদেশ ১৭:৯

পাদটীকা

  • *

    আক্ষ., “অপরাধ ঢেকে দেয়।”

হিতোপদেশ ১৭:১৪

পাদটীকা

  • *

    আক্ষ., “করা জল ছাড়ার।”

হিতোপদেশ ১৭:১৬

পাদটীকা

  • *

    বা “অথচ তার ভালো বিচারবুদ্ধির অভাব থাকে।”

হিতোপদেশ ১৭:১৭

পাদটীকা

  • *

    আক্ষ., “সময়ের জন্য জন্মানো।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (জনসাধারণের সংস্করণ),

    নং ১ ২০২৩ পৃষ্ঠা ১৪-১৫

    প্রহরীদুর্গ,

    ৮/১/২০০৫, পৃষ্ঠা ৬-৭

হিতোপদেশ ১৭:১৮

পাদটীকা

  • *

    আক্ষ., “অন্যের জামিনদার হয়।”

হিতোপদেশ ১৭:১৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১/১৯৯৩, পৃষ্ঠা ৩১

হিতোপদেশ ১৭:২০

পাদটীকা

  • *

    আক্ষ., “মঙ্গল।”

হিতোপদেশ ১৭:২২

পাদটীকা

  • *

    বা “হৃদয় সুস্থ করে তোলার জন্য ভালো।”

  • *

    বা “মন হাড় শুকিয়ে দেয়।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    বাইবেল উত্তর দেয়, প্রবন্ধ ১৫৮

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ২

হিতোপদেশ ১৭:২৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৯/১৫/২০০৬, পৃষ্ঠা ১৯

হিতোপদেশ ১৭:২৫

পাদটীকা

  • *

    আক্ষ., “তাকে তিক্ততা দেয়।”

হিতোপদেশ ১৭:২৬

পাদটীকা

  • *

    বা “তাকে জরিমানা করা।”

হিতোপদেশ ১৭:২৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    সজাগ হোন!,

    নং ১ ২০২০ পৃষ্ঠা ৯

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/১৯৯৭, পৃষ্ঠা ১৪

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
হিতোপদেশ ১৭:১-২৮

হিতোপদেশ

১৭ যে-বাড়িতে ঝগড়া হয়, সেখানে বড়ো ভোজ* খাওয়ার চেয়ে

যেখানে শান্তি* রয়েছে, সেখানে এক টুকরো শুকনো রুটি খাওয়া আরও ভালো।

 ২ যে-দাসের বোঝার ক্ষমতা রয়েছে,

সে সেই ছেলের উপর রাজত্ব করবে, যে লজ্জাজনক কাজ করে

আর সে সম্পত্তির অংশীদার হবে, যেন সে তার ভাইদের মধ্যে একজন।

 ৩ রুপোর জন্য পরিশোধন করার পাত্র এবং সোনার জন্য অগ্নিকুণ্ড রয়েছে,

কিন্তু হৃদয় পরীক্ষা করেন যিহোবা।

 ৪ মন্দ ব্যক্তি আঘাতদায়ক কথার প্রতি মনোযোগ দেয়

আর প্রতারণাকারী ব্যক্তি মন্দ কথার প্রতি কান দেয়।

 ৫ যে-কেউ কোনো গরিব ব্যক্তিকে নিয়ে উপহাস করে, সে তার নির্মাতাকে অপমান করে

আর যে-কেউ অন্যের বিপর্যয় দেখে আনন্দ করে, সে শাস্তি থেকে রেহাই পাবে না।

 ৬ নাতিরা* বয়স্ক ব্যক্তিদের মুকুট

আর বাবারা* তাদের ছেলেদের* গৌরব।

 ৭ মূর্খের মুখে সত্য* কথা মানায় না।

তাহলে, শাসকের* মুখে মিথ্যা কথা আরও কতই-না বেমানান!

 ৮ একটা উপহার তার মালিকের জন্য মূল্যবান পাথরের মতো।*

সে যা-ই করুক না কেন, সেই উপহার তার জন্য সাফল্য নিয়ে আসে।

 ৯ যে অপরাধ ক্ষমা করে,* সে প্রেমের অন্বেষণ করে,

কিন্তু কেউ যদি সেটা নিয়ে কথা বলতেই থাকে, তা হলে এমনকী ঘনিষ্ঠ বন্ধুরাও আলাদা হয়ে যাবে।

১০ যার বোঝার ক্ষমতা রয়েছে, তাকে এক বার ধমক দিলেই সেটা তার উপর গভীর ছাপ ফেলে,

অপর দিকে মূর্খ ব্যক্তিকে এক-শো বার আঘাত করলেও সে সংশোধিত হয় না।

১১ একজন মন্দ ব্যক্তি কেবল বিদ্রোহ করার চেষ্টা করে,

কিন্তু তাকে শাস্তি দেওয়ার জন্য একজন নিষ্ঠুর বার্তাবাহককে পাঠানো হবে।

১২ নিজের মূর্খতায় ডুবে থাকা মূর্খের সঙ্গে দেখা হওয়ার চেয়ে

সেই ভল্লুকীর সঙ্গে দেখা হওয়া আরও ভালো, যার কাছ থেকে তার বাচ্চাদের কেড়ে নেওয়া হয়েছে।

১৩ কেউ যদি ভালো কাজের প্রতিদানে মন্দ কাজ করে,

তা হলে তার বাড়ি থেকে সমস্যা কখনো দূর হবে না।

১৪ ঝগড়া শুরু করা বাঁধ খুলে দেওয়ার* মতো,

ঝগড়া বেড়ে যাওয়ার আগেই সেখান থেকে চলে যাও।

১৫ যে মন্দ ব্যক্তিকে নির্দোষ বলে ঘোষণা করে এবং যে সঠিক কাজ করে এমন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে,

তারা দু-জনেই যিহোবার চোখে জঘন্য।

১৬ যদি মূর্খ ব্যক্তির কাছে প্রজ্ঞা অর্জন করার উপায় থাকে

অথচ তার মনে তা করার ইচ্ছা না থাকে,* তা হলে লাভ কী?

১৭ প্রকৃত বন্ধু সবসময় ভালোবাসা দেখায়

আর সে বিপদের সময়ে নিজের* ভাই বলে প্রমাণিত হয়।

১৮ যার উত্তম বিচারবুদ্ধির অভাব রয়েছে, সে হাত মিলিয়ে চুক্তি করে

আর নিজের প্রতিবেশীর সামনে অন্যের দায়িত্ব নেয়।*

১৯ যে ঝগড়া ভালোবাসে, সে অপরাধ ভালোবাসে।

যে-কেউ নিজের দরজা উঁচু করে, সে সমস্যা ডেকে আনে।

২০ মন্দ হৃদয়ের ব্যক্তি সাফল্য* লাভ করবে না

আর যে প্রতারণাপূর্ণ কথা বলে, সে বিনষ্ট হয়ে যাবে।

২১ মূর্খ সন্তানের বাবা শোক করবে

আর বোকা ছেলের বাবার কোনো আনন্দ নেই।

২২ আনন্দিত হৃদয় ভালো ওষুধের মতো,*

কিন্তু চূর্ণবিচূর্ণ হওয়া মন শক্তি শুষে নেয়।*

২৩ ন্যায়বিচার পাওয়া থেকে লোকদের বঞ্চিত করার জন্য

মন্দ ব্যক্তি গোপনে ঘুস নেয়।

২৪ প্রজ্ঞা একজন বিচক্ষণ ব্যক্তির ঠিক সামনেই থাকে,

কিন্তু মূর্খ ব্যক্তির চোখ পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায়।

২৫ মূর্খ ছেলে তার বাবাকে শোকার্ত করে তোলে

আর যে-মা তাকে জন্ম দিয়েছে, তার মনকে কষ্ট দেয়।*

২৬ যে সঠিক কাজ করে, তাকে শাস্তি দেওয়া* ভালো নয়

আর সম্মাননীয় ব্যক্তিদের চাবুক মারা সঠিক নয়।

২৭ যার জ্ঞান রয়েছে, সে তার কথাকে নিয়ন্ত্রণ করে

আর বিচক্ষণ ব্যক্তি শান্ত থাকবে।

২৮ এমনকী মূর্খ ব্যক্তিও যখন চুপ করে থাকে, তখন তাকে বিজ্ঞ বলে মনে করা হয়

আর যে নিজের মুখ বন্ধ রাখে, তাকে বিচক্ষণ বলে মনে করা হয়।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার