ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ২২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ২২:শীর্ষলিখন

পাদটীকা

  • *

    সম্ভবত, কোনো সুর অথবা সংগীতের ধরন।

গীতসংহিতা ২২:১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    বাইবেল উত্তর দেয়, প্রবন্ধ ১৪৬

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৪/২০২১, পৃষ্ঠা ৩০-৩১

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০১১, পৃষ্ঠা ১৫-১৬

    ২/১৫/২০০৮, পৃষ্ঠা ৩০

    ৫/১৫/২০০৬, পৃষ্ঠা ১৮

গীতসংহিতা ২২:৩

পাদটীকা

  • *

    বা “প্রশংসার মাঝে (বা উপরে) সিংহাসনে বসে থাক।”

গীতসংহিতা ২২:৫

পাদটীকা

  • *

    বা “আর তাদের লজ্জিত করা হয়নি।”

গীতসংহিতা ২২:৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    বাইবেল উত্তর দেয়, প্রবন্ধ ১৪৬

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০১১, পৃষ্ঠা ১৫

গীতসংহিতা ২২:৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০১১, পৃষ্ঠা ১৫

গীতসংহিতা ২২:১৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    বাইবেল উত্তর দেয়, প্রবন্ধ ১৪৬

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৪/২০২১, পৃষ্ঠা ১১

গীতসংহিতা ২২:১৬

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    বাইবেল উত্তর দেয়, প্রবন্ধ ১৪৬

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০১১, পৃষ্ঠা ১৪-১৫

গীতসংহিতা ২২:১৮

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    বাইবেল উত্তর দেয়, প্রবন্ধ ১৪৬

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০১১, পৃষ্ঠা ১৫

গীতসংহিতা ২২:২০

পাদটীকা

  • *

    আক্ষ., “হাত।”

  • *

    আক্ষ., “আমার একমাত্রকে।” এখানে তার জীবনের বিষয়ে বলা হয়েছে।

গীতসংহিতা ২২:২১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১/২০০০, পৃষ্ঠা ১০-১১

গীতসংহিতা ২২:২২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    বাইবেল উত্তর দেয়, প্রবন্ধ ১৪৬

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ১৪

    প্রহরীদুর্গ,

    ৪/১৫/২০০৭, পৃষ্ঠা ২১

    ৭/১/১৯৯৭, পৃষ্ঠা ১৭

গীতসংহিতা ২২:২৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১/২০০৫, পৃষ্ঠা ২৬-২৭

গীতসংহিতা ২২:২৬

পাদটীকা

  • *

    বা “তোমাদের হৃৎপিণ্ড যেন চিরকাল বেঁচে থাকে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৬০

গীতসংহিতা ২২:২৯

পাদটীকা

  • *

    আক্ষ., “মোটা।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ২২:১-৩১

গীতসংহিতা

দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: “ভোরের হরিণী”* অনুসারে।

২২ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?

কেন তুমি আমাকে রক্ষা করতে আস না?

আমি প্রচণ্ড যন্ত্রণার মধ্যে যে-আর্তনাদ করি, কেন তুমি তা শোন না?

 ২ হে আমার ঈশ্বর, আমি সারাদিন তোমাকে ডাকি,

রাতেও আমি চুপ করে থাকি না, তারপরও তুমি আমাকে উত্তর দাও না।

 ৩ কিন্তু তুমি পবিত্র,

তুমি ইজরায়েলের করা প্রশংসার মাঝে বসে থাক।*

 ৪ আমাদের পূর্বপুরুষেরা তোমার উপর আস্থা রেখেছিলেন,

তারা তোমার উপরেই আস্থা রেখেছিলেন আর তুমি তাদের বার বার উদ্ধার করেছিলে।

 ৫ তারা তোমাকে ডেকেছিলেন আর তুমি তাদের রক্ষা করেছিলে,

তারা তোমার উপর আস্থা রেখেছিলেন আর তারা হতাশ হননি।*

 ৬ কিন্তু, লোকে আমাকে অবজ্ঞা করে, আমাকে তুচ্ছ বলে মনে করে,

তাদের দৃষ্টিতে আমি মানুষ নই বরং পোকা।

 ৭ যারা আমাকে দেখে, তারা সবাই আমাকে নিয়ে উপহাস করে,

তারা মাথা নাড়িয়ে নাড়িয়ে আমাকে নিয়ে ঠাট্টা করে আর বলে:

 ৮ “এ তো যিহোবার উপর নির্ভর করে, তাই তিনিই যেন একে উদ্ধার করেন!

তিনিই যেন একে রক্ষা করেন কারণ এ তো ঈশ্বরের খুবই প্রিয়!”

 ৯ তুমিই আমাকে আমার মায়ের গর্ভ থেকে বের করে এনেছিলে,

আমার মা যখন আমাকে দুধ খাওয়াত, তখন তুমি আমাকে সুরক্ষিত রাখতে।

১০ জন্মের পর থেকেই আমার দেখাশোনা করার জন্য আমাকে তোমার হাতে তুলে দেওয়া হয়েছিল।

আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন থেকেই তুমি আমার ঈশ্বর।

১১ আমার উপর বিপদ আসতে চলেছে, তাই তুমি আমার কাছ থেকে দূরে থেকো না,

আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই।

১২ অনেক যুবষাঁড় আমাকে ঘিরে ফেলেছে,

বাশনের শক্তিশালী ষাঁড়গুলো আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে।

১৩ আমার শত্রুরা আমার বিরুদ্ধে বড়ো করে হাঁ করে রয়েছে,

ঠিক একটা গর্জ্জনকারী সিংহের মতো, যেটা নিজের শিকারকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়।

১৪ আমাকে জলের মতো ঢেলে দেওয়া হয়েছে,

আমার হাড়গুলো সন্ধি থেকে খুলে গিয়েছে।

আমার হৃদয় মোমের মতো হয়ে গিয়েছে,

সেটা আমার ভিতরেই গলে গিয়েছে।

১৫ আমার শক্তি মাটির পাত্রের ভাঙা টুকরোর মতো শুকিয়ে গিয়েছে,

আমার জিভ মুখের তালুতে আটকে গিয়েছে,

তুমি আমাকে গর্তে ফেলে রেখেছ, যাতে আমি মারা যাই।

১৬ শত্রুরা কুকুরের মতো আমাকে ঘিরে ফেলেছে,

মন্দ লোকদের দল চারিদিক থেকে আমার দিকে এগিয়ে আসছে,

তারা সিংহের মতো আমার হাত-পা কামড়ে ধরেছে।

১৭ আমি আমার সমস্ত হাড় গুনতে পারি,

সেগুলো আমাকে দেখতে থাকে, আমার দিকে তাকিয়ে থাকে।

১৮ তারা আমার কাপড় নিজেদের মধ্যে ভাগ করে নেয়

এবং আমার পোশাকের জন্য ঘুঁটি* চালে।

১৯ কিন্তু হে যিহোবা, তুমি আমার কাছ থেকে দূরে থেকো না।

তুমি আমার শক্তি, আমাকে সাহায্য করার জন্য তাড়াতাড়ি এসো।

২০ আমাকে রক্ষা করো, যেন আমি তলোয়ারের আঘাতে মারা না পড়ি,

কুকুরের থাবা* থেকে আমার মূল্যবান জীবনকে* রক্ষা করো।

২১ সিংহের মুখ থেকে এবং বুনো ষাঁড়ের শিং থেকে আমাকে রক্ষা করো,

আমাকে উত্তর দাও এবং রক্ষা করো।

২২ আমি আমার ভাইদের কাছে তোমার নাম ঘোষণা করব,

আমি মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা করব।

২৩ তোমরা যারা যিহোবাকে ভয় করে থাক, তাঁর প্রশংসা করো!

হে যাকোবের বংশধরেরা, তাঁর গৌরব করো!

হে ইজরায়েলের বংশধরেরা, তাঁর কারণে অবাক হও।

২৪ কারণ যে অত্যাচার ভোগ করে, তিনি তার কষ্টকে তুচ্ছ বলে মনে করেননি কিংবা তাকে ঘৃণা করেননি,

ঈশ্বর তার দিক থেকে নিজের মুখ ঘুরিয়ে নেননি।

সে যখন সাহায্য চেয়ে তাঁকে ডেকেছিল, তখন তিনি তা শুনেছিলেন।

২৫ আমি বড়ো মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা করব,

যারা তোমাকে ভয় করে, তাদের সামনে নিজের অঙ্গীকার পূর্ণ করব।

২৬ মৃদুশীল ব্যক্তিরা খাওয়া-দাওয়া করবে এবং পরিতৃপ্ত হবে,

যারা যিহোবার অনুসন্ধান করে, তারা তাঁর প্রশংসা করবে।

তোমরা যেন চিরকাল জীবন উপভোগ করো।*

২৭ পৃথিবীর সমস্ত প্রান্ত যিহোবাকে স্মরণ করবে এবং তাঁর দিকে ঘুরবে।

জাতিগুলোর সমস্ত পরিবার তোমার সামনে নত হবে।

২৮ কারণ রাজত্ব করার অধিকার যিহোবার,

তিনি সমস্ত জাতির উপর রাজত্ব করেন।

২৯ পৃথিবীর সমস্ত সমৃদ্ধিশালী* ব্যক্তি খাওয়া-দাওয়া করবে এবং তাঁর সামনে নত হবে,

যারা ধুলোতে মিশে যেতে চলেছে, তারা সবাই তাঁর সামনে হাঁটু গাড়বে,

তাদের মধ্যে কেউই নিজের জীবন রক্ষা করতে পারে না।

৩০ তাদের বংশধরেরা তাঁর সেবা করবে,

পরবর্তী প্রজন্মকে যিহোবার বিষয়ে বলা হবে।

৩১ তারা আসবে এবং তাঁর ন্যায্য কাজগুলোর বিষয়ে বলবে।

যাদের এখনও জন্ম হয়নি, তাদের তারা তাঁর কাজের বিষয়ে জানাবে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার