ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৪৯
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৪৯:শীর্ষলিখন

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

গীতসংহিতা ৪৯:১

পাদটীকা

  • *

    বা “বিধিব্যবস্থার।”

গীতসংহিতা ৪৯:৯

পাদটীকা

  • *

    বা “কবরে।”

গীতসংহিতা ৪৯:১৪

পাদটীকা

  • *

    ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।

  • *

    ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।

গীতসংহিতা ৪৯:১৫

পাদটীকা

  • *

    ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৪৯:১-২০

গীতসংহিতা

কোরহের বংশধরদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা।

৪৯ বিভিন্ন জাতির লোকেরা, শোনো।

জগতের* সমস্ত লোক, মনোযোগ দাও,

 ২ সাধারণ অথবা উঁচু শ্রেণীর লোক,

ধনী অথবা গরিব, সবাই মনোযোগ দিয়ে শোনো।

 ৩ আমার মুখ থেকে প্রজ্ঞার কথা বের হবে

এবং আমার মনের চিন্তা আমার বোঝার ক্ষমতা প্রকাশ করবে।

 ৪ আমি একটা প্রবাদবাক্যের প্রতি মনোযোগ দেব,

আমি বীণা বাজিয়ে আমার ধাঁধার অর্থ ভালোভাবে বোঝাব।

 ৫ সমস্যার সময়ে কেন আমি ভয় পাব?

যারা আমাকে ফেলে দিতে চায়, তারা যখন তাদের মন্দ কাজের দ্বারা আমাকে ঘিরে ফেলবে, তখন কেন আমি ভয় পাব?

 ৬ যারা নিজেদের ধনের উপর আস্থা রাখে,

নিজেদের প্রচুর ধনসম্পত্তি নিয়ে গর্ব করে,

 ৭ তাদের মধ্যে কেউই কখনো তার ভাইকে মুক্ত করতে পারে না

কিংবা তার জন্য ঈশ্বরকে মুক্তির মূল্য দিতে পারে না,

 ৮ (তাদের জীবনের মুক্তির মূল্য এতটাই বেশি যে,

তারা কখনোই সেটা পরিশোধ করতে পারে না)

 ৯ যাতে তার ভাই গর্তে* যাওয়া থেকে রক্ষা পায় এবং চিরকাল বেঁচে থাকে।

১০ সে দেখে যে, ঠিক যেভাবে মূর্খ ও নির্বোধ লোকেরা বিনষ্ট হয়ে যায়,

সেভাবেই বিজ্ঞ লোকেরাও মারা যায়

আর তাদের নিজেদের ধনসম্পত্তি অন্যদের জন্য ছেড়ে যেতে হয়।

১১ তারা চায় যেন তাদের বাড়ি চিরস্থায়ী হয়,

তাদের তাঁবু প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে।

তারা নিজেদের নামেই নিজেদের জমিজায়গার নাম রাখে।

১২ কিন্তু, মানুষকে যতই সম্মান করা হোক না কেন, সে চিরকাল টিকে থাকবে না,

সে মরণশীল পশুর চেয়ে শ্রেষ্ঠ নয়।

১৩ মূর্খদের এই পরিণতিই হয়

আর যারা তাদের অনুসরণ করে এবং তাদের অর্থহীন কথায় আনন্দ পায়, তাদের এই পরিণতিই হবে। (সেলা)

১৪ ঠিক যেভাবে মেষকে হত্যা করার জন্য পাঠানো হয়, সেভাবেই তাদের কবরে* পাঠানো হয়।

মেষপালক যেভাবে তার মেষকে নিয়ে যায়, সেভাবেই মৃত্যু তাদের নিয়ে যাবে।

সকাল বেলায় সৎ ব্যক্তিরা তাদের উপর রাজত্ব করবে।

তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে,

কোনো প্রাসাদ নয় বরং কবরই* তাদের থাকার জায়গা হবে।

১৫ কিন্তু, ঈশ্বর আমাকে কবরের* হাত থেকে মুক্ত করবেন

কারণ তিনি আমাকে তাঁর যত্নের অধীনে নেবেন। (সেলা)

১৬ কোনো ব্যক্তিকে ধনী হতে দেখে ভয় পেয়ো না,

তার বাড়ি আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠলে ঘাবড়ে যেয়ো না

১৭ কারণ মৃত্যুর সময় সে নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবে না,

তার ধনসম্পদ তার সঙ্গে যাবে না।

১৮ কারণ সারাজীবন ধরে সে নিজেকে বাহবা দেয়।

(লোকেরা যখন সমৃদ্ধিশালী হয়, তখন অন্যেরা তাদের প্রশংসা করে।)

১৯ কিন্তু অবশেষে, সে নিজের পূর্বপুরুষদের মতোই মারা যায়।

তারা আর কখনো আলো দেখতে পাবে না।

২০ যে-ব্যক্তি এই বিষয়টা বোঝে না, তাকে যতই সম্মান করা হোক না কেন,

সে মরণশীল পশুর চেয়ে শ্রেষ্ঠ নয়।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার