ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ বংশাবলি ২০
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ বংশাবলি ২০:১

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “সঙ্গে কয়েক জন মায়োনীয়।”

২ বংশাবলি ২০:২

পাদটীকা

  • *

    স্পষ্টতই, ডেড সি।

২ বংশাবলি ২০:১৩

পাদটীকা

  • *

    আক্ষ., “ছেলেদের।”

২ বংশাবলি ২০:১৭

পাদটীকা

  • *

    বা “উদ্ধার।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১/২০০৫, পৃষ্ঠা ২১

    ৬/১/২০০৩, পৃষ্ঠা ২১-২২

২ বংশাবলি ২০:২০

পাদটীকা

  • *

    বা “তোমরা ধৈর্য ধরতে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/১৯৯৮, পৃষ্ঠা ২০

২ বংশাবলি ২০:২১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/১৯৯৮, পৃষ্ঠা ২০-২১

২ বংশাবলি ২০:২২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/১৯৯৮, পৃষ্ঠা ২০-২১

২ বংশাবলি ২০:২৬

পাদটীকা

  • *

    বা “নীচু সমভূমিতে।”

  • *

    আক্ষ., “যিহোবাকে আশীর্বাদ করল।”

  • *

    অর্থ, “আশীর্বাদ।”

২ বংশাবলি ২০:৩২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৩/২০১৭, পৃষ্ঠা ২০

২ বংশাবলি ২০:৩৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০০৯, পৃষ্ঠা ৩২

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
  • ৩২
  • ৩৩
  • ৩৪
  • ৩৫
  • ৩৬
  • ৩৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ বংশাবলি ২০:১-৩৭

বংশাবলির দ্বিতীয় খণ্ড

২০ পরে, মোয়াবীয় ও অম্মোনীয়েরা এবং তাদের সঙ্গে অম্মোন থেকে কয়েক জন লোক* যিহোশাফটের বিরুদ্ধে যুদ্ধ করতে এল। ২ তখন যিহোশাফটকে জানানো হল: “সাগরের* এলাকা থেকে, ইদোম থেকে এক বিশাল সেনাবাহিনী আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। তারা এখন হৎসসোন-তামরে অর্থাৎ ঐন্‌-গদীতে রয়েছে।” ৩ এই কথা শুনে যিহোশাফট ভয় পেয়ে গেলেন আর তিনি যিহোবার অনুসন্ধান করার সংকল্প নিলেন। তাই, তিনি পুরো যিহূদায় উপবাস করার বিষয়ে ঘোষণা করলেন। ৪ পরে, যিহূদার লোকেরা যিহোবার কাছে নির্দেশনা চাওয়ার জন্য একত্রিত হল। তারা যিহূদার সমস্ত নগর থেকে যিহোবার কাছে পরামর্শ চাইতে এল।

৫ যিহূদা ও জেরুসালেমের মণ্ডলী যিহোবার গৃহে নতুন প্রাঙ্গণের সামনে একত্রিত হল। তখন যিহোশাফট মণ্ডলীর সামনে দাঁড়ালেন ৬ আর বললেন:

“হে যিহোবা, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তুমিই কি স্বর্গের ঈশ্বর নও? তোমারই কি জাতিগুলোর সমস্ত রাজ্যের উপর অধিকার নেই? তোমার হাতে শক্তি ও ক্ষমতা রয়েছে আর তোমার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। ৭ হে আমাদের ঈশ্বর, তুমি কি তোমার প্রজা ইজরায়েলের সামনে থেকে এই দেশের লোকদের তাড়িয়ে দাওনি আর তুমি কি এই দেশটাকে তোমার বন্ধু অব্রাহামের বংশকে এক চিরস্থায়ী সম্পত্তি হিসেবে দাওনি? ৮ তারা এই দেশে থাকতে লাগল আর তোমার নামের গৌরব করার জন্য এখানে একটা পবিত্র স্থান নির্মাণ করে বলল, ৯ ‘যদি তলোয়ার, কঠোর শাস্তি, মহামারি কিংবা দুর্ভিক্ষের কারণে আমাদের উপর বিপর্যয় নেমে আসে, তা হলে আমাদের এই গৃহের সামনে এবং তোমার সামনে দাঁড়াতে দিয়ো (কারণ এই গৃহের সঙ্গে তোমার নাম জড়িয়ে রয়েছে) আর তোমার কাছে সাহায্য চাইতে দিয়ো আর তুমি আমাদের কথা শুনে আমাদের রক্ষা কোরো।’ ১০ এখন অম্মোনীয়, মোয়াবীয় এবং সেয়ীরের পার্বত্য এলাকার লোকদের দেখো। ইজরায়েলীয়েরা যখন মিশর থেকে বের হয়েছিল, তখন তুমি তাদের এই লোকদের উপর আক্রমণ করতে দাওনি। ইজরায়েলীয়েরা তাদের বিনষ্ট না করে বরং তাদের কাছ থেকে দূরে চলে গিয়েছিল। ১১ দেখো, এখন এই লোকেরা কীভাবে সেটার প্রতিদান দিচ্ছে। তারা আমাদের তোমার এই দেশ থেকে তাড়াতে এসেছে, যেটা তুমি আমাদের উত্তরাধিকার হিসেবে দিয়েছ। ১২ হে আমাদের ঈশ্বর, তুমি কি তাদের শাস্তি দেবে না? এই যে-বিশাল সেনাবাহিনী আমাদের উপর আক্রমণ করতে এসেছে, তাদের মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই আর আমরা জানি না, আমাদের কী করা উচিত। আমরা তোমার দিকে চেয়ে রয়েছি।”

১৩ এই সময়, যিহূদার সমস্ত পুরুষ তাদের স্ত্রী, সন্তান* আর এমনকী ছোটো ছোটো বাচ্চার সঙ্গে যিহোবার সামনে দাঁড়িয়ে ছিল।

১৪ তখন সেই মণ্ডলীর মধ্যে সখরিয়ের ছেলে যহসীয়েলের উপর যিহোবার পবিত্র শক্তি এল। সখরিয় বনায়ের ছেলে, বনায় যিয়ীয়েলের ছেলে আর যিয়ীয়েল মত্তনিয়ের ছেলে, যে আসফের ছেলেদের মধ্য থেকে একজন লেবীয় ছিল। ১৫ যহসীয়েল বললেন: “পুরো যিহূদা এবং জেরুসালেমের বাসিন্দারা আর সেইসঙ্গে হে রাজা যিহোশাফট, মন দিয়ে শোনো! যিহোবা তোমাদের এই কথা বলেন, ‘এই বিশাল সেনাবাহিনীর কারণে ভয় পেয়ো না কিংবা আতঙ্কিতও হোয়ো না কারণ এই যুদ্ধ তোমাদের নয় বরং ঈশ্বরের। ১৬ তোমরা কাল তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ো। তারা সীসের গিরিপথ ধরে আসবে আর তোমরা তাদের উপত্যকার শেষ প্রান্তে যিরূয়েল প্রান্তরের সামনে পাবে। ১৭ এই যুদ্ধে তোমাদের লড়াই করতে হবে না। তোমরা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে এবং দেখবে, কীভাবে যিহোবা তোমাদের রক্ষা* করেন। হে যিহূদা ও জেরুসালেম, ভয় পেয়ো না কিংবা আতঙ্কিতও হোয়ো না। তোমরা কাল তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ো আর যিহোবা তোমাদের সঙ্গে থাকবেন।’”

১৮ এই কথা শোনামাত্র যিহোশাফট উবুড় হয়ে মাটিতে মাথা ঠেকালেন আর পুরো যিহূদা এবং জেরুসালেমের লোকেরা যিহোবার সামনে উবুড় হয়ে যিহোবার উপাসনা করল। ১৯ তখন যে-লেবীয়েরা কহাতের বংশধর এবং কোরহের বংশধর ছিল, তারা উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ইজরায়েলের ঈশ্বর যিহোবার প্রশংসা করল।

২০ পরের দিন তারা সকাল সকাল উঠল এবং তকোয়ের প্রান্তরে গেল। তারা যখন যাচ্ছিল, তখন যিহোশাফট উঠে দাঁড়ালেন আর বললেন: “হে যিহূদা এবং জেরুসালেমের লোকেরা, আমার কথা শোনো! তোমরা তোমাদের ঈশ্বর যিহোবার উপর বিশ্বাস রাখো, যাতে তোমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে* পার। তাঁর ভাববাদীদের উপর বিশ্বাস রাখো, এর ফলে তোমরা সফল হবে।”

২১ যিহোশাফট লোকদের সঙ্গে পরামর্শ করার পর কয়েক জন ব্যক্তিকে বেছে নিলেন, যাতে তারা যিহোবার প্রশংসায় গান গায় এবং পবিত্র পোশাক পরে সশস্ত্র সৈন্যদের আগে আগে যায় এবং এই গান গায়: “যিহোবাকে ধন্যবাদ দাও কারণ তাঁর অটল প্রেম চিরস্থায়ী।”

২২ তারা যখন আনন্দের সঙ্গে প্রশংসাগান গাইছিল, তখন যিহূদার উপর আক্রমণকারী অম্মোন, মোয়াব এবং সেয়ীরের পার্বত্য এলাকার লোকদের উপর যিহোবা হঠাৎ আক্রমণ করালেন আর তারা একে অন্যকে মেরে ফেলল। ২৩ অম্মোনীয় ও মোয়াবীয়েরা সেয়ীরের পার্বত্য এলাকার লোকদের উপর আক্রমণ করল, যাতে তারা তাদের ধ্বংস করে দেয় এবং নিশ্চিহ্ন করে দেয়। সেয়ীরের লোকদের বিনষ্ট করার পর তারা একে অন্যকে ধ্বংস করল।

২৪ যিহূদার লোকেরা যখন প্রান্তরে প্রহরীদের দুর্গে এসে পৌঁছোল, তখন সেখান থেকে তারা দেখল, মাটিতে শত্রুদের মৃতদেহ পড়ে রয়েছে। কেউই বেঁচে ছিল না। ২৫ তখন যিহোশাফট এবং তার লোকেরা তাদের লুট করার জন্য সেখানে গেলেন। তারা প্রচুর পরিমাণে জিনিসপত্র, পোশাক এবং সুন্দর সুন্দর জিনিস পেলেন আর তারা মৃতদেহগুলো থেকে সেগুলো খুলতে থাকলেন। তারা ততক্ষণ পর্যন্ত সেগুলো নিতে থাকলেন, যতক্ষণ না সেগুলো বওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠল। লুট করার মতো এত জিনিস ছিল যে, সেগুলো বয়ে নিয়ে যেতে তিন দিন লাগল। ২৬ চতুর্থ দিনে তারা সবাই বরাখা উপত্যকায়* একত্রিত হল আর সেখানে তারা যিহোবার প্রশংসা করল।* তাই, তারা সেই জায়গার নাম রাখল বরাখা* উপত্যকা আর আজ পর্যন্ত সেটার এই নামই রয়েছে।

২৭ এরপর, যিহূদা ও জেরুসালেমের সমস্ত লোক আনন্দ করতে করতে জেরুসালেমে ফিরে গেল কারণ যিহোবা তাদের শত্রুদের উপর জয় লাভ করতে সাহায্য করেছিলেন। যিহোশাফট তাদের আগে আগে যাচ্ছিলেন। ২৮ তারা তারওয়ালা বাদ্যযন্ত্র, বীণা ও তূরী বাজাতে বাজাতে জেরুসালেমে এল আর যিহোবার গৃহে গেল। ২৯ সমস্ত দেশের রাজ্যগুলো যখন শুনল, যিহোবা ইজরায়েলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তখন তাদের মনে ঈশ্বরের ভয় ঢুকে গেল। ৩০ ফলে, যিহোশাফটের রাজ্যে শান্তি থাকল আর তার ঈশ্বর তাকে চারিদিকের শত্রুদের হাত থেকে রেহাই দিলেন।

৩১ যিহোশাফট যিহূদার উপর রাজত্ব করতে থাকলেন। তিনি ৩৫ বছর বয়সে রাজা হয়েছিলেন আর তিনি জেরুসালেম থেকে ২৫ বছর ধরে রাজত্ব করেছিলেন। তার মায়ের নাম ছিল অসূবা, যিনি শিল্‌হির মেয়ে ছিলেন। ৩২ যিহোশাফট তার বাবা আসার সমস্ত পথে চললেন। তিনি সেই পথ ত্যাগ করলেন না এবং তিনি যিহোবার দৃষ্টিতে যা সঠিক, তা-ই করলেন। ৩৩ কিন্তু, উঁচু জায়গাগুলো দূর করা হল না আর লোকেরা তখনও পর্যন্ত তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের অনুসন্ধান করার জন্য তাদের হৃদয় প্রস্তুত করেনি।

৩৪ যিহোশাফটের জীবনের বাকি কাহিনি অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইতিহাস হনানির ছেলে যেহূর বইয়ে লেখা আছে। এই বইটাকে ইজরায়েলের রাজাদের বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩৫ এরপর, যিহূদার রাজা যিহোশাফট ইজরায়েলের রাজা অহসিয়ের সঙ্গে সন্ধি করলেন। অহসিয় মন্দ কাজ করতেন। ৩৬ যিহোশাফট তর্শীশে যাওয়ার জাহাজ নির্মাণ করার কাজে তাকে তার সঙ্গে নিলেন আর তারা ইৎসিয়োন-গেবরে জাহাজগুলো নির্মাণ করলেন। ৩৭ কিন্তু, মারেশার বাসিন্দা দোদাবাহূর ছেলে ইলীয়েষর যিহোশাফটের বিরুদ্ধে এই ভবিষ্যদ্‌বাণী করলেন: “যেহেতু আপনি অহসিয়ের সঙ্গে সন্ধি করেছেন, তাই যিহোবা আপনার কাজ নষ্ট করে দেবেন।” এইজন্য তাদের জাহাজগুলো ভেঙে গেল আর সেগুলো তর্শীশে যেতে পারল না।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার