ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • কলসীয় ২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

কলসীয় বইয়ের আউটলাইন

      • ঈশ্বরের পবিত্র রহস্য, খ্রিস্ট (১-৫)

      • প্রতারকদের বিষয়ে সাবধান (৬-১৫)

      • ছায়ার বাস্তবতা হলেন খ্রিস্ট (১৬-২৩)

কলসীয় ২:১

পাদটীকা

  • *

    বা “যারা আমার মুখ।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০৯, পৃষ্ঠা ৩

কলসীয় ২:২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০৯, পৃষ্ঠা ৩-৪

    ১২/১/১৯৯৪, পৃষ্ঠা ২৫-৩০

কলসীয় ২:৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০৯, পৃষ্ঠা ৩-৭

    ১২/১/১৯৯৪, পৃষ্ঠা ২৭

কলসীয় ২:৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১/১৯৯৪, পৃষ্ঠা ২৮-৩০

কলসীয় ২:৬

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৬/১/১৯৯৮, পৃষ্ঠা ৯-১০, ১৪

কলসীয় ২:৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৬/১/১৯৯৮, পৃষ্ঠা ৯-১৪

কলসীয় ২:৮

পাদটীকা

  • *

    বা “তোমাদের তার শিকার হিসেবে ধরে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৬/২০১৯, পৃষ্ঠা ২-৭

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০০৮, পৃষ্ঠা ২৮

    ৮/১/২০০১, পৃষ্ঠা ৮

    ৬/১/১৯৯৮, পৃষ্ঠা ১২-১৩

    ১২/১/১৯৯৪, পৃষ্ঠা ২৮-৩০

কলসীয় ২:৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০৯, পৃষ্ঠা ৪-৫

কলসীয় ২:১০

পাদটীকা

  • *

    অর্থাৎ খ্রিস্ট।

কলসীয় ২:১১

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

কলসীয় ২:১২

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

কলসীয় ২:১৪

পাদটীকা

  • *

    মথি ৫:১৭ পদের পাদটীকা দেখুন।

  • *

    শব্দকোষ দেখুন।

কলসীয় ২:১৫

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

কলসীয় ২:১৬

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

কলসীয় ২:১৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১০/২০২৩, পৃষ্ঠা ২৫

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০২, পৃষ্ঠা ১৭

কলসীয় ২:১৮

পাদটীকা

  • *

    বা “স্বর্গদূতদের মতো উপাসনা।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১১/২০১৭, পৃষ্ঠা ২৫-২৯

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০০৮, পৃষ্ঠা ২৮

    ৬/১/১৯৯২, পৃষ্ঠা ২৯

কলসীয় ২:২৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০০৮, পৃষ্ঠা ২৮

    ৮/১/২০০৬, পৃষ্ঠা ৩২

    ৬/১/১৯৯২, পৃষ্ঠা ২৯

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • খ্রিস্টীয় গ্রিক শাস্ত্র (bi7) পড়ুন
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
কলসীয় ২:১-২৩

কলসীয়দের প্রতি চিঠি

২ কারণ আমি চাই যেন তোমরা জান যে, আমি তোমাদের এবং লায়দি­কেয়ার ব্যক্তিদের জন্য আর যারা ব্যক্তিগতভাবে আমাকে* দেখেনি, তাদের সকলের জন্য কতটা প্রাণপণ লড়াই করছি। ২ আমার উদ্দেশ্য হল, যেন তোমরা সকলে সান্ত্বনা পাও এবং প্রেমের দ্বারা পরস্পর একতাবদ্ধ হও। এতে তোমরা সেই ধন লাভ করবে, যে-ধন হল ঈশ্বরের পবিত্র রহস্য অর্থাৎ খ্রিস্ট সম্বন্ধে সঠিকভাবে জানা এবং ভালোভাবে বুঝতে পারা। ৩ তাঁর মধ্যেই প্রজ্ঞার ও জ্ঞানের সমস্ত ধন গুপ্ত রয়েছে। ৪ আমি এই কথা বলছি, যেন কেউই চাতুরীপূর্ণ কথার দ্বারা তোমাদের প্রতারিত করতে না পারে। ৫ যদিও আমি সশরীরে অনুপস্থিত, তবে আমি মনে মনে তোমাদের সঙ্গেই আছি আর তোমাদের সুশৃঙ্খল অবস্থা এবং খ্রিস্টের উপর তোমাদের বিশ্বাস খুবই দৃঢ় দেখে আমি আনন্দ করছি।

৬ তাই, তোমরা যেমন আমাদের প্রভু, খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছ, তেমনই তাঁর প্রতি বাধ্য হয়ে চলো। ৭ তোমরা যেমন শিখেছ, সেই অনুসারে খ্রিস্টের উপর তোমাদের বিশ্বাসের মূল যেন গভীরে যায় এবং সেই বিশ্বাস যেন তাঁর উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং দৃঢ় হয়। আর তোমরা যেন সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দাও।

৮ তোমরা সাবধান থেকো, যেন দর্শনবিদ্যা এবং মিথ্যা যুক্তিতর্কের মাধ্যমে কেউ তোমাদের বন্দি করে* নিয়ে না যায়। এগুলোর ভিত্তি খ্রিস্টের শিক্ষা নয়, বরং মানুষের পরম্পরাগত রীতিনীতি এবং এই জগতের মৌলিক ধারণা; ৯ কারণ ঈশ্বরের সমস্ত গুণ পুরোপুরিভাবে খ্রিস্টের মধ্যেই রয়েছে। ১০ তাই, তোমরা তাঁর* মাধ্যমে পূর্ণতা লাভ করেছ, যিনি সমস্ত সরকার ও কর্তৃত্বের মস্তক। ১১ তাঁর সঙ্গে তোমাদের সম্পর্কের কারণে তোমাদের ত্বকচ্ছেদ* করা হয়েছে। তোমাদের এই ত্বকচ্ছেদ কোনো মানুষের মাধ্যমে হয়নি, বরং পাপপূর্ণ দেহ থেকে মুক্ত করার মাধ্যমে হয়েছে, কারণ খ্রিস্টের দাসদের এভাবেই ত্বকচ্ছেদ করা হয়। ১২ তাঁর বাপ্তিস্মেই তোমাদের তাঁর সঙ্গে কবর দেওয়া হয়েছে। আর তাঁর সঙ্গে তোমাদের সম্পর্ক থাকায় এবং ঈশ্বর তাঁর ক্ষমতার মাধ্যমে যা-কিছু করেছেন, সেগুলোর উপর তোমাদের বিশ্বাস থাকায় তোমাদের তাঁর সঙ্গে পুনরুত্থিতও* করা হয়েছে। ঈশ্বরই তাঁকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন।

১৩ যদিও তোমরা তোমাদের অপরাধের কারণে এবং ত্বকচ্ছেদ না করানোর কারণে মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের জীবিত করেছেন এবং খ্রিস্টের সঙ্গে এক করেছেন। তিনি সদয়ভাবে আমাদের সকল অপরাধ ক্ষমা করেছেন ১৪ এবং আমাদের বিরুদ্ধে লিখিত সেই ব্যবস্থা* মুছে ফেলেছেন, যেখানে অনেক আইন রয়েছে। যাতনাদণ্ডে* খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে ঈশ্বর সেই ব্যবস্থা দূর করে দিয়েছেন। ১৫ তিনি সমস্ত সরকার ও কর্তৃপক্ষকে পরাজিত করেছেন এবং যাতনাদণ্ডে* খ্রিস্টের মৃত্যুর দ্বারা তাদের পরাজিত ব্যক্তি হিসেবে বিজয়যাত্রার মধ্যে নিয়ে যাওয়ার মাধ্যমে সকলের সামনে তাদের লজ্জিত করেছেন।

১৬ তাই, ভোজন, কি পান, কি উৎসব, কি নতুন চাঁদ, কি বিশ্রামবার,* এইসমস্ত বিষয় নিয়ে কেউ যেন তোমাদের বিচার না করে। ১৭ এগুলো আসন্ন বিষয়ের ছায়া মাত্র, কিন্তু সেই ছায়ার বাস্তবতা হলেন খ্রিস্ট। ১৮ এমন কোনো ব্যক্তি যেন তোমাদের পুরস্কার থেকে বঞ্চিত না করে, যে নম্রতার ভান করার এবং স্বর্গদূতদের উপাসনা* করার মাধ্যমে আনন্দ পায়। এইরকম ব্যক্তি যা যা দেখে থাকে, কেবল সেগুলোর ব্যাপারেই নাছোড়বান্দা থাকে এবং নিজের অনর্থক চিন্তাভাবনা নিয়ে গর্ব করে। ১৯ আর সে প্রকৃত মস্তককে অর্থাৎ সেই ব্যক্তিকে অনুসরণ করে না, যাঁর মাধ্যমে সম্পূর্ণ দেহ পুষ্টি লাভ করে এবং সেইসঙ্গে গ্রন্থি ও সন্ধিবন্ধনীর দ্বারা পরস্পর সুন্দরভাবে সংযুক্ত থাকে আর এভাবে ঈশ্বরের শক্তিতে বৃদ্ধি পায়।

২০ জগতের মৌলিক ধারণাগুলো প্রত্যাখ্যান করে তোমরা তো খ্রিস্টের সঙ্গে মারা গিয়েছ। তা হলে কেনই-বা তোমরা এমনভাবে জীবনযাপন করছ, যেন তোমরা এখনও এই জগতেরই অংশ? আর কেনই-বা তোমরা এই আইনগুলো মেনে চলছ: ২১ “এটা ধোরো না, ওটা চেখে দেখো না, সেটা স্পর্শ কোরো না”? ২২ এই আইনগুলো যে-জিনিসগুলোর ব্যাপারে দেওয়া হয়েছে, সেগুলো তো ব্যবহার করতে করতে ধ্বংস হয়ে যাবে আর এই আইনগুলোর ভিত্তি মানুষের আদেশ ও শিক্ষা। ২৩ এই আইনগুলো নিজের ইচ্ছামতো উপাসনা করার এবং দেহের প্রতি নির্দয় আচরণ দ্বারা নম্রতার ভান করার মাধ্যমে প্রকাশ পায় আর সেগুলোকে দেখতে প্রজ্ঞায় পূর্ণ বলে মনে হয় ঠিকই, কিন্তু মাংসিক আকাঙ্ক্ষার সঙ্গে লড়াই করার ব্যাপারে এগুলোর কোনো মূল্যই নেই।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার