ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৮৮
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৮৮:শীর্ষলিখন

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

  • *

    শব্দকোষ দেখুন।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

গীতসংহিতা ৮৮:২

পাদটীকা

  • *

    বা “ঝুঁকে শোনো।”

গীতসংহিতা ৮৮:৩

পাদটীকা

  • *

    ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।

গীতসংহিতা ৮৮:৪

পাদটীকা

  • *

    বা “কবরে।”

  • *

    বা “আমি এমন ব্যক্তির মতো হয়ে গিয়েছি, যার শক্তি নেই।”

গীতসংহিতা ৮৮:৫

পাদটীকা

  • *

    আক্ষ., “হাতের।”

গীতসংহিতা ৮৮:১১

পাদটীকা

  • *

    বা “আবদ্দোনে।”

গীতসংহিতা ৮৮:১৭

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “সেগুলো হঠাৎই।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৮৮:১-১৮

গীতসংহিতা

কোরহের বংশধরদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: এই গান যেন পালা করে মহলতের সুর* অনুসারে গাওয়া হয়। ইষ্রাহীয় হেমনের মস্কীল।*

৮৮ হে যিহোবা, আমার পরিত্রাণের ঈশ্বর,

দিনের বেলায় আমি তোমার কাছে কাঁদি

আর রাতের বেলায়ও আমি তোমার সামনে আসি।

 ২ আমার প্রার্থনা যেন তোমার কাছে গিয়ে পৌঁছোয়,

সাহায্য চেয়ে করা আমার আর্তনাদ শোনো।*

 ৩ কারণ আমি কষ্টে পরিপূর্ণ

আর আমার জীবন কবরের* দরজায় দাঁড়িয়ে রয়েছে।

 ৪ এখন থেকেই আমাকে সেই ব্যক্তিদের মধ্যে গোনা হচ্ছে, যারা গর্তে* নেমে যাচ্ছে,

আমি একেবারে অসহায় হয়ে পড়েছি,*

 ৫ আমাকে মৃত ব্যক্তিদের মধ্যে ফেলে রাখা হয়েছে,

আমি সেই ব্যক্তিদের মতো হয়ে গিয়েছি, যারা নিহত হয়ে কবরে পড়ে রয়েছে,

যাদের তুমি আর স্মরণ কর না

এবং যারা আর তোমার যত্নের* অধীনে নেই।

 ৬ তুমি আমাকে গভীর গর্তে ফেলে দিয়েছ,

সেই অতল গহ্বরে, যেখানে কেবল অন্ধকার রয়েছে।

 ৭ তোমার ক্রোধের ভারী বোঝা আমার উপর চেপে আছে,

তুমি তোমার বড়ো বড়ো ঢেউয়ের দ্বারা আমাকে উদ্‌বিগ্ন করে তোল। (সেলা)

 ৮ তুমি আমার পরিচিত ব্যক্তিদের আমার কাছ থেকে অনেক দূরে তাড়িয়ে দিয়েছ,

তুমি আমাকে তাদের দৃষ্টিতে একজন জঘন্য ব্যক্তি করে তুলেছ।

আমি ফাঁদে আটকে পড়েছি, পালানোর কোনো পথ নেই।

 ৯ আমার কষ্টের কারণে আমার চোখ ক্লান্ত হয়ে পড়েছে।

হে যিহোবা, আমি সারাদিন ধরে তোমাকে ডাকি,

আমি হাত বাড়িয়ে তোমার কাছে প্রার্থনা করি।

১০ তুমি কি মৃতদের জন্য আশ্চর্যজনক কাজ করবে?

মৃতেরা, যারা শক্তিহীন অবস্থায় রয়েছে, তারা কি উঠে তোমার প্রশংসা করতে পারে? (সেলা)

১১ কবরে কি তোমার অটল প্রেমের বিষয়ে,

বিনাশের জায়গায়* কি তোমার বিশ্বস্ততার বিষয়ে ঘোষণা করা হবে?

১২ অন্ধকারে কি তোমার আশ্চর্যজনক কাজগুলোর বিষয়ে জানা যাবে

কিংবা ভুলে যাওয়া ব্যক্তিদের দেশে কি তোমার ন্যায়বিচারের বিষয়ে জানা যাবে?

১৩ তারপরও হে যিহোবা, আমি সাহায্য চেয়ে তোমার কাছে কাঁদি,

প্রতি সকালে তোমার সামনে আমার প্রার্থনা গিয়ে পৌঁছোয়।

১৪ হে যিহোবা, কেন তুমি আমাকে প্রত্যাখ্যান কর?

কেন তুমি আমার কাছ থেকে তোমার মুখ ঘুরিয়ে নাও?

১৫ যুবকবয়স থেকেই আমি কষ্ট সহ্য করেছি এবং মৃত্যুর মুখোমুখি হয়েছি,

তুমি আমার উপর যে-ভয়ংকর বিপর্যয়গুলো আসতে দিয়েছ,

সেগুলোর কারণে আমি নিস্তেজ হয়ে পড়েছি।

১৬ তোমার ক্রোধের আগুন আমাকে উদ্‌বিগ্ন করে তোলে।

তোমার আতঙ্ক আমাকে ধ্বংস করে দেয়।

১৭ সারাদিন তোমার আতঙ্ক আমাকে জলের মতো ঘিরে রাখে,

সেগুলো চারিদিক থেকে* আমাকে চেপে ধরে।

১৮ তুমি আমার বন্ধুদের ও সঙ্গীদের আমার কাছ থেকে অনেক দূরে তাড়িয়ে দিয়েছ,

এখন অন্ধকারই আমার সঙ্গী।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার