ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৩৩
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৩৩:২

পাদটীকা

  • *

    বা “তাঁর জন্য সংগীত বাজাও।”

গীতসংহিতা ৩৩:৬

পাদটীকা

  • *

    আক্ষ., “সেটার সমস্ত সেনাবাহিনী।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৭

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০০৬, পৃষ্ঠা ২০

গীতসংহিতা ৩৩:১০

পাদটীকা

  • *

    বা “উদ্দেশ্য।”

  • *

    বা “চিন্তাভাবনা।”

গীতসংহিতা ৩৩:১১

পাদটীকা

  • *

    বা “উদ্দেশ্য।”

গীতসংহিতা ৩৩:১৭

পাদটীকা

  • *

    বা “সে জয়ী হওয়ার।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০০৬, পৃষ্ঠা ২০

গীতসংহিতা ৩৩:১৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০০৬, পৃষ্ঠা ২০

গীতসংহিতা ৩৩:১৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০০৬, পৃষ্ঠা ২০

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৩৩:১-২২

গীতসংহিতা

৩৩ হে ধার্মিকেরা, যিহোবার কারণে আনন্দে চিৎকার করো।

তাঁর প্রশংসা করা সৎ ব্যক্তিদের জন্য উপযুক্ত।

 ২ বীণা বাজিয়ে যিহোবাকে ধন্যবাদ জানাও,

দশটা তার রয়েছে এমন বাদ্যযন্ত্র বাজিয়ে তাঁর প্রশংসায় গান গাও।*

 ৩ তাঁর উদ্দেশে এক নতুন গান গাও,

দক্ষতার সঙ্গে তারওয়ালা বাদ্যযন্ত্র বাজাও আর আনন্দে চিৎকার করো।

 ৪ কারণ যিহোবার বাক্য সত্য,

তাঁর সমস্ত কাজ দেখায় যে, তিনি বিশ্বাসযোগ্য।

 ৫ তিনি ধার্মিকতা ও ন্যায়বিচার ভালোবাসেন।

পৃথিবী যিহোবার অটল প্রেমে পরিপূর্ণ।

 ৬ যিহোবার কথায় আকাশ তৈরি হয়েছে,

সেটার মধ্যে যা-কিছু রয়েছে,* সেই সমস্ত কিছু তাঁর মুখের নিঃশ্বাসে তৈরি হয়েছে।

 ৭ তিনি সমুদ্রের জলকে একটা বাঁধের মতো আটকে রাখেন,

তিনি উথালপাথাল হতে থাকা জলকে ভাণ্ডার ঘরে রাখেন।

 ৮ সারা পৃথিবী যিহোবাকে ভয় করুক।

পুরো জগতের লোকেরা তাঁর কারণে অবাক হোক।

 ৯ কারণ তিনি বললেন আর তা অস্তিত্বে এল,

তিনি আজ্ঞা দিলেন আর তা দৃঢ়ভাবে স্থাপিত হল।

১০ যিহোবা জাতিগুলোর ষড়যন্ত্র* ব্যর্থ করে দিয়েছেন,

বিভিন্ন দেশের লোকদের পরিকল্পনা* ভেস্তে দিয়েছেন।

১১ কিন্তু, যিহোবার সিদ্ধান্তগুলো* চিরকাল স্থির থাকবে,

তাঁর মনের চিন্তাভাবনা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে।

১২ সুখী সেই জাতি, যার ঈশ্বর যিহোবা,

সেই লোকেরা, যাদের তিনি নিজের সম্পত্তি হিসেবে বেছে নিয়েছেন।

১৩ যিহোবা স্বর্গ থেকে নীচে তাকান,

তিনি সমস্ত মানুষকে দেখেন।

১৪ তিনি তাঁর বাসস্থান থেকে পৃথিবীর লোকদের দিকে তাকিয়ে থাকেন।

১৫ তিনিই তাদের হৃদয় গঠন করেন,

তিনি তাদের সমস্ত কাজ পরীক্ষা করেন।

১৬ কোনো রাজাই তার বিশাল সেনাবাহিনীর কারণে রক্ষা পায় না,

কোনো বীরযোদ্ধাই তার প্রচুর শক্তির কারণে রক্ষা পায় না।

১৭ রক্ষা পাওয়ার জন্য ঘোড়ার উপর আস্থা রেখে কোনো লাভ নেই,

যদিও সে প্রচণ্ড শক্তিশালী, তবুও সে রক্ষা পাওয়ার* নিশ্চয়তা দেয় না।

১৮ দেখো! যিহোবার চোখ সেই লোকদের উপর রয়েছে,

যারা তাঁকে ভয় করে,

যারা তাঁর অটল প্রেমের অপেক্ষায় রয়েছে,

১৯ যাতে তিনি তাদের মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেন

এবং দুর্ভিক্ষের সময় বাঁচিয়ে রাখেন।

২০ আমরা যিহোবার জন্য অপেক্ষা করে রয়েছি।

তিনিই আমাদের সাহায্যকারী এবং আমাদের ঢাল।

২১ তাঁর কারণে আমাদের হৃদয় আনন্দে ভরে ওঠে

কারণ আমরা তাঁর পবিত্র নামে আস্থা রাখি।

২২ হে যিহোবা, আমরা তোমার জন্য অপেক্ষা করছি,

তাই তোমার অটল প্রেম যেন আমাদের উপর থাকে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার