ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ১ রাজাবলি ১২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

১ রাজাবলি ১২:৬

পাদটীকা

  • *

    বা “সেই প্রাচীনদের।”

১ রাজাবলি ১২:৮

পাদটীকা

  • *

    বা “সেই প্রাচীনদের।”

১ রাজাবলি ১২:১৩

পাদটীকা

  • *

    বা “সেই প্রাচীনদের।”

১ রাজাবলি ১২:১৬

পাদটীকা

  • *

    আক্ষ., “তাঁবুতে।”

১ রাজাবলি ১২:২১

পাদটীকা

  • *

    আক্ষ., “বেছে নেওয়া।”

১ রাজাবলি ১২:২৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৬/২০১৮, পৃষ্ঠা ১৩-১৪

১ রাজাবলি ১২:২৫

পাদটীকা

  • *

    বা “দৃঢ়।”

  • *

    বা “দৃঢ়।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
  • ৩২
  • ৩৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
১ রাজাবলি ১২:১-৩৩

রাজাবলির প্রথম খণ্ড

১২ রহবিয়াম শিখিমে গেলেন কারণ পুরো ইজরায়েল তাকে রাজা করার জন্য শিখিমে একত্রিত হয়েছিল। ২ নবাটের ছেলে যারবিয়াম এই খবরটা পাওয়ামাত্রই (তিনি তখনও মিশরে ছিলেন কারণ তিনি রাজা শলোমনের কারণে মিশরে পালিয়ে গিয়েছিলেন আর সেখানেই বাস করছিলেন) ৩ লোকেরা তাকে মিশর থেকে ডেকে পাঠাল। এরপর, যারবিয়াম ও সেইসঙ্গে ইজরায়েলের পুরো মণ্ডলী রহবিয়ামের কাছে এলেন আর বললেন: ৪ “আপনার বাবা আমাদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন। তিনি আমাদের দিয়ে যে-কঠোর পরিশ্রম করাতেন, আপনি যদি সেটা একটু কমিয়ে দেন এবং তিনি আমাদের উপর যে-ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেটা যদি একটু হালকা করে দেন, তা হলে আমরা আপনার সেবা করব।”

৫ রহবিয়াম তাদের বললেন: “তোমরা এখন যাও। তিন দিন পরে এসো।” তখন লোকেরা সেখান থেকে চলে গেল। ৬ পরে, রাজা রহবিয়াম সেই বয়স্ক ব্যক্তিদের* কাছে পরামর্শ চাইলেন, যারা তার বাবা শলোমনের পরামর্শদাতা ছিলেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন: “আপনারা কী বলেন? এই লোকদের কী উত্তর দেব?” ৭ সেই বয়স্ক ব্যক্তিরা তাকে বললেন: “আজ যদি আপনি এই লোকদের সেবক হন, তাদের অনুরোধ পূর্ণ করেন এবং তাদের সঙ্গে ভালোভাবে কথা বলেন, তা হলে এরা চিরকাল আপনার দাস হয়ে থাকবে।”

৮ কিন্তু, রহবিয়াম সেই বয়স্ক ব্যক্তিদের* পরামর্শ প্রত্যাখ্যান করলেন এবং সেই যুবকদের কাছে পরামর্শ চাইলেন, যারা তার সঙ্গে বড়ো হয়ে উঠেছিল এবং সেইসময় তার সেবা করছিল। ৯ তিনি তাদের জিজ্ঞেস করলেন: “তোমরা কী বল? আমি এই লোকদের কী উত্তর দেব, যারা আমাকে বলেছে, ‘আপনার বাবা আমাদের উপর যে-ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেটাকে দয়া করে একটু হালকা করে দিন’?” ১০ তার সঙ্গে বড়ো হয়ে ওঠা যুবকেরা তাকে বলল: “যে-লোকেরা আপনাকে বলেছে, ‘আপনার বাবা আমাদের উপর যে-ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেটাকে দয়া করে একটু হালকা করে দিন,’ তাদের আপনি বলবেন, ‘আমার কড়ে আঙুল আমার বাবার কোমরের চেয়েও মোটা হবে। ১১ আমার বাবা তোমাদের উপর যে-ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেটাকে আমি আরও ভারী করব। আমার বাবা তোমাদের চাবুক মেরে শাস্তি দিতেন কিন্তু আমি তোমাদের কাঁটাওয়ালা চাবুক মেরে শাস্তি দেব।’”

১২ তৃতীয় দিন, যারবিয়াম এবং সমস্ত লোক রহবিয়ামের কাছে এলেন, ঠিক যেমনটা রাজা তাদের বলেছিলেন: “তোমরা তৃতীয় দিনে ফিরে এসো।” ১৩ কিন্তু, রাজা সেই বয়স্ক ব্যক্তিদের* পরামর্শ প্রত্যাখ্যান করে লোকদের রূঢ়ভাবে উত্তর দিলেন। ১৪ তিনি সেই যুবকদের পরামর্শ অনুসারে লোকদের বললেন: “আমার বাবা তোমাদের উপর যে-ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেটাকে আমি আরও ভারী করব। আমার বাবা তোমাদের চাবুক মেরে শাস্তি দিতেন কিন্তু আমি তোমাদের কাঁটাওয়ালা চাবুক মেরে শাস্তি দেব।” ১৫ এভাবে রাজা লোকদের কথা শুনলেন না। যিহোবাই এই সমস্ত কিছু ঘটিয়েছিলেন। যিহোবা এমনটা করলেন, যাতে তাঁর সেই কথা পূর্ণ হয়, যেটা তিনি শীলোর বাসিন্দা অহিয়ের মাধ্যমে নবাটের ছেলে যারবিয়ামকে বলেছিলেন।

১৬ ইজরায়েলের সমস্ত লোক যখন দেখল, রাজা তাদের কথা শোনেননি, তখন তারা রাজাকে বলল: “এখন দায়ূদের সঙ্গে আমাদের আর কী সম্পর্ক? যিশয়ের ছেলের উত্তরাধিকার তার কাছেই থাকুক। হে ইজরায়েলীয়েরা, তোমরা সবাই নিজের নিজের দেবতার কাছে ফিরে যাও। হে দায়ূদ, এখন তুমিই তোমার পরিবারের দেখাশোনা করো।” এই কথা বলে ইজরায়েলের লোকেরা নিজের নিজের বাড়ি* ফিরে গেল। ১৭ কিন্তু, রহবিয়াম সেই ইজরায়েলীয়দের উপর রাজত্ব করতে থাকলেন, যারা যিহূদার নগরগুলোতে বাস করত।

১৮ তারপর, রাজা রহবিয়াম যাদের দিয়ে জোর করে দাসের কাজ করানো হত, তাদের অধ্যক্ষ অদোরামকে ইজরায়েলীয়দের কাছে পাঠালেন। কিন্তু, পুরো ইজরায়েলের লোকেরা তাকে পাথর ছুড়ে মেরে ফেলল। রাজা রহবিয়াম কোনোরকমে নিজের রথে চড়ে জেরুসালেমে পালিয়ে গেলেন। ১৯ সেই সময় থেকে আজ পর্যন্ত ইজরায়েলীয়েরা দায়ূদের পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে।

২০ ইজরায়েলের সমস্ত লোক যখন জানতে পারল, যারবিয়াম ফিরে এসেছেন, তখন তারা সঙ্গেসঙ্গে তাকে লোকদের মণ্ডলীর কাছে ডেকে পাঠাল আর পুরো ইজরায়েলের উপর তাকে রাজা করল। যিহূদা বংশ ছাড়া আর কেউই দায়ূদের পরিবারকে অনুসরণ করল না।

২১ রহবিয়াম যখন জেরুসালেমে পৌঁছোলেন, তখন তিনি সঙ্গেসঙ্গে যিহূদার পুরো পরিবার থেকে এবং বিন্যামীন বংশ থেকে ১,৮০,০০০ জন প্রশিক্ষিত* সৈন্যকে একত্রিত করলেন, যাতে তারা ইজরায়েলের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করে আর পুরো রাজত্বটা শলোমনের ছেলে রহবিয়ামের কাছে ফিরিয়ে আনে। ২২ তখন সত্য ঈশ্বরের দাস শময়িয়ের কাছে সত্য ঈশ্বরের এই বার্তা এল: ২৩ “শলোমনের ছেলে, যিহূদার রাজা রহবিয়ামকে ও সেইসঙ্গে যিহূদার পুরো পরিবার, বিন্যামীন বংশ এবং বাকি সমস্ত লোককে বলো, ২৪ ‘যিহোবা এই কথা বলেন: “তোমরা উপরে উঠে তোমাদের ইজরায়েলীয় ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। তোমরা সবাই নিজের নিজের বাড়ি ফিরে যাও কারণ আমিই এই সমস্ত কিছু করিয়েছি।”’” তারা যিহোবার কথা শুনল আর সবাই নিজের নিজের বাড়ি ফিরে গেল, ঠিক যেমনটা যিহোবা তাদের বলেছিলেন।

২৫ এরপর, যারবিয়াম শিখিম নগরটা নির্মাণ* করলেন, যেটা ইফ্রয়িমের পার্বত্য এলাকায় ছিল আর তিনি সেখানেই বাস করলেন। সেখান থেকে তিনি পনূয়েলে গেলেন আর সেই নগরটাও নির্মাণ* করলেন। ২৬ যারবিয়াম মনে মনে বললেন: “আমার রাজ্যের লোকেরা হয়তো দায়ূদের পরিবারের কাছে ফিরে যেতে পারে। ২৭ তারা যদি যিহোবার গৃহে বলি উৎসর্গ করার জন্য জেরুসালেমে যেতে থাকে, তা হলে তাদের হৃদয় তাদের প্রভু, যিহূদার রাজা রহবিয়ামের দিকে ঘুরে যাবে। তখন তারা তো আমাকে মেরে ফেলবে আর যিহূদার রাজা রহবিয়ামের কাছে ফিরে যাবে।” ২৮ তাই, রাজা পরামর্শ করার পর দুটো সোনার বাছুর তৈরি করলেন আর লোকদের বললেন: “এত কষ্ট করে জেরুসালেমে যাওয়ার কী প্রয়োজন? হে ইজরায়েলীয়েরা, দেখো! ইনি তোমাদের ঈশ্বর, যিনি তোমাদের মিশর থেকে বের করে এনেছেন।” ২৯ তারপর, যারবিয়াম একটা বাছুর বৈথেলে স্থাপন করলেন এবং অন্যটা দানে। ৩০ এই কারণে লোকেরা পাপ করল আর তারা দানে স্থাপিত বাছুরটার উপাসনা করার জন্য দীর্ঘযাত্রা করে সেখানে গেল।

৩১ যারবিয়াম উঁচু জায়গাগুলোতে উপাসনার ঘর তৈরি করলেন আর এমন সাধারণ লোকদের যাজক হিসেবে নিযুক্ত করলেন, যারা লেবীয় নয়। ৩২ এর পাশাপাশি, তিনি অষ্টম মাসের ১৫তম দিনে একটা উৎসবের প্রবর্তন করলেন, যেটা যিহূদায় পালিত উৎসবের মতোই ছিল। তিনি বৈথেলে যে-বেদি নির্মাণ করেছিলেন, সেটার উপর তার তৈরি বাছুরগুলোর উদ্দেশে বলি উৎসর্গ করলেন আর বৈথেলে তিনি যে-উঁচু জায়গাগুলো নির্মাণ করেছিলেন, সেখানে সেবা করার জন্য যাজকদের নিযুক্ত করলেন। ৩৩ তিনি বৈথেলে যে-বেদি নির্মাণ করেছিলেন, সেটার উপর অষ্টম মাসের ১৫তম দিনে বলি উৎসর্গ করতে লাগলেন। এই মাসটা তিনি নিজেই বেছে নিয়েছিলেন। তিনি ইজরায়েলের লোকদের জন্য একটা উৎসবের প্রবর্তন করলেন আর বেদির উপর উঠে বলি উৎসর্গ করলেন, যাতে সেগুলো থেকে ধোঁয়া বের হয়।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৫)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার