গীতসংহিতা
কোরহের বংশধরদের সংগীত।
৪৮ আমাদের ঈশ্বরের নগরে, তাঁর পবিত্র পর্বতে
যিহোবা মহান এবং তিনি সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য।
২ সুদূর উত্তরে সিয়োন পর্বত দাঁড়িয়ে রয়েছে,
সেটা মহান রাজার নগর।
আকাশছোঁয়া এই নগর কতই-না সুন্দর!
সেটা পুরো পৃথিবীর আনন্দের কারণ।
৩ সেটার দৃঢ় দুর্গগুলোতে
ঈশ্বর প্রকাশ করেছেন যে, তিনি নিরাপদ আশ্রয়স্থান।*
৪ কারণ দেখো! রাজারা একত্রিত হয়েছেন,*
তারা একজোট হয়ে এগিয়ে গিয়েছেন।
৫ তারা সেই নগরটা দেখে অবাক হয়ে গেলেন।
তারা আতঙ্কিত হয়ে পড়লেন আর ভয়ে পালিয়ে গেলেন।
৬ সেখানে তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন,
তারা এমন মহিলার মতো যন্ত্রণা ভোগ করলেন, যে সন্তানের জন্ম দিচ্ছে।
৭ তুমি পূর্ব দিকের বাতাসের মাধ্যমে তর্শীশের জাহাজগুলো ভেঙে তছনছ করে দাও।
৮ আমরা যা শুনেছিলাম, এখন তা নিজের চোখে দেখেছি,
স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার নগরে, আমাদের ঈশ্বরের নগরে দেখেছি।
ঈশ্বর এই নগরটা চিরকালের জন্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবেন। (সেলা)
৯ হে ঈশ্বর, আমরা তোমার মন্দিরের মধ্যে
তোমার অটল প্রেম নিয়ে গভীরভাবে চিন্তা করি।
১০ হে ঈশ্বর, তোমার নামের মতোই
তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছোয়।
তোমার ডান হাত ন্যায়বিচারে পূর্ণ।
১১ তোমার বিচার সংক্রান্ত রায়ের কারণে সিয়োন পর্বত উল্লাস করুক,
যিহূদার নগরগুলো* আনন্দ করুক।
১২ সিয়োনের চারিদিকে ঘুরে দেখো,
সেটার দুর্গগুলো গোনো।
১৩ সেটার সুরক্ষাকারী ঢালু ঢিবিগুলোর* প্রতি মনোযোগ দাও।
সেটার দৃঢ় দুর্গগুলোকে ভালো করে দেখো,
যাতে ভবিষ্যতের প্রজন্মগুলোকে সেটার বিষয়ে জানাতে পার।
১৪ কারণ এই ঈশ্বরই চিরকালের জন্য আমাদের ঈশ্বর।
চিরকাল ধরে* তিনিই আমাদের নির্দেশনা দেবেন।