গীতসংহিতা
দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা।
২০ বিপদের দিনে যিহোবা যেন তোমার প্রার্থনার উত্তর দেন।
যাকোবের ঈশ্বরের নাম যেন তোমাকে সুরক্ষা জোগায়।
২ তিনি যেন পবিত্র জায়গা থেকে তোমাকে সাহায্য করেন
আর সিয়োন থেকে তোমাকে ধরে রাখেন।
৩ তিনি যেন তোমার সমস্ত উপহার স্মরণ করেন,
তোমার হোমবলি খুশিমনে গ্রহণ করেন।* (সেলা)
৪ তিনি যেন তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করেন
আর তোমার সমস্ত পরিকল্পনা* সফল করেন।
৫ তোমার পরিত্রাণে আমরা আনন্দে চিৎকার করব,
আমরা আমাদের ঈশ্বরের নামের গৌরব করব।
যিহোবা যেন তোমার সমস্ত অনুরোধ পূর্ণ করেন।
৬ এখন আমি জানি, যিহোবা তাঁর অভিষিক্ত ব্যক্তিকে রক্ষা* করেন।
তিনি তাঁর পবিত্র স্বর্গ থেকে তার প্রার্থনার উত্তর দেন,
তাঁর শক্তিশালী ডান হাত দিয়ে তাকে রক্ষা করেন।
৭ কেউ কেউ রথের উপর নির্ভর করে, আবার কেউ কেউ ঘোড়ার উপর,
কিন্তু আমরা আমাদের ঈশ্বর যিহোবার নামে ডাকি।
৮ তারা পরাজিত হয়েছে, পড়ে গিয়েছে,
কিন্তু আমরা উঠে দাঁড়িয়েছি, আবারও দৃঢ়ভাবে দাঁড়িয়েছি।
৯ হে যিহোবা, রাজাকে রক্ষা করো!
আমরা যখন সাহায্য চেয়ে ডাকব, তখন তিনি আমাদের উত্তর দেবেন।