যিশাইয়
১২ সেই দিন তুমি নিশ্চিতভাবেই বলবে:
“হে যিহোবা, আমি তোমাকে ধন্যবাদ দিই
কারণ যদিও তুমি আমার উপর রেগে ছিলে,
তবুও তোমার রাগ ধীরে ধীরে ঠাণ্ডা হয়েছে আর তুমি আমাকে সান্ত্বনা দিয়েছ।
২ দেখো! ঈশ্বর আমার পরিত্রাণ।
আমি তাঁর উপর আস্থা রাখব আর আমি একটুও আতঙ্কিত হব না।
কারণ যাঃ* যিহোবা আমার শক্তি এবং আমার ক্ষমতা
আর তিনি আমার পরিত্রাণ হয়ে উঠেছেন।”
৩ তোমরা আনন্দের সঙ্গে পরিত্রাণের ঝরনাগুলো* থেকে জল তুলবে।
৪ সেই দিন তোমরা বলবে:
“যিহোবাকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো,
তাঁর কাজের বিষয়ে বিভিন্ন জাতির লোককে জানাও!
ঘোষণা করো, তাঁর নাম কত মহান।
৫ যিহোবার প্রশংসায় গান গাও* কারণ তিনি আশ্চর্যজনক কাজ করেছেন।
এই বিষয়টা পুরো পৃথিবীতে জানানো হোক।
৬ হে সিয়োনের বাসিন্দা,* আনন্দে চিৎকার করো
কারণ তোমার মধ্যে থাকা ইজরায়েলের পবিত্র ঈশ্বর মহান।”