পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ ২ করিন্থীয় বইয়ের আউটলাইন ২ করিন্থীয় বিষয়বস্তুর আউটলাইন ১ শুভেচ্ছা (১, ২) সমস্ত ক্লেশের মধ্যে ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা (৩-১১) পৌলের যাত্রা করার পরিকল্পনায় পরিবর্তন (১২-২৪) ২ আনন্দ নিয়ে আসার বিষয়ে পৌলের ইচ্ছা (১-৪) একজন পাপীকে ক্ষমা করে দেওয়া হয় এবং পুনর্বহাল করা হয় (৫-১১) পৌল ত্রোয়াতে ও ম্যাসিডোনিয়ায় (১২, ১৩) প্রচার কাজ, এক বিজয়-যাত্রা (১৪-১৭) ঈশ্বরের বাক্য কেনা-বেচা করি না (১৭) ৩ সুপারিশ করে লেখা চিঠি (১-৩) নতুন চুক্তির সেবক (৪-৬) নতুন চুক্তির উৎকৃষ্ট মহিমা (৭-১৮) ৪ সুসমাচারের আলো (১-৬) যারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের মনকে অন্ধ করে রাখা হয়েছে (৪) মাটির পাত্রে ধন (৭-১৮) ৫ স্বর্গীয় বাড়ি কাপড়ের মতো পরা (১-১০) পুনরায় সম্মিলিত হতে সাহায্য করার কাজ (১১-২১) নতুন সৃষ্টি (১৭) খ্রিস্টের জন্য রাজদূত (২০) ৬ ঈশ্বরের দয়ার অপব্যবহার যেন না করা হয় (১, ২) ঈশ্বরের জন্য পৌলের কাজ সম্বন্ধে বর্ণনা করা হয় (৩-১৩) যারা খ্রিস্টের অনুসারী নয়, তাদের সঙ্গে যুক্ত হোয়ো না (১৪-১৮) ৭ অশুচিতা থেকে নিজেদের শুচি করা (১) করিন্থীয়দের নিয়ে পৌলের আনন্দ (২-৪) তীত ভালো খবর নিয়ে আসেন (৫-৭) ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে দুঃখিত হওয়া এবং অনুতপ্ত হওয়া (৮-১৬) ৮ যিহূদিয়ার খ্রিস্টানদের জন্য দান সংগ্রহ করা (১-১৫) তীতকে করিন্থে পাঠানোর কথা (১৬-২৪) ৯ দান করার জন্য অনুপ্রেরণা (১-১৫) ঈশ্বর সেই ব্যক্তিকেই ভালোবাসেন, যে খুশিমনে দান করে (৭) ১০ পৌল তার প্রচার কাজের পক্ষ সমর্থন করেন (১-১৮) আমাদের অস্ত্রশস্ত্র এই জগতের নয় (৪, ৫) ১১ পৌল এবং বিশেষ প্রেরিতেরা (১-১৫) প্রেরিত হিসেবে পৌলের কষ্টভোগ (১৬-৩৩) ১২ পৌলকে দর্শন দেখানো হয় (১-৭ক) পৌলের “মাংসে একটা কাঁটা” (৭খ-১০) বিশেষ প্রেরিতদের চেয়ে পিছিয়ে নেই (১১-১৩) করিন্থীয়দের বিষয়ে পৌলের চিন্তা (১৪-২১) ১৩ শেষে দেওয়া সতর্কবাণী ও উপদেশ (১-১৪) “সবসময় নিজেদের পরীক্ষা করে দেখো, তোমরা বিশ্বাসে আছ কি না” (৫) নিজেদের সংশোধন করো; চিন্তাভাবনায় এক হও (১১)