পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ তীত বইয়ের আউটলাইন তীত বিষয়বস্তুর আউটলাইন ১ শুভেচ্ছা (১-৪) তীতকে ক্রীতীতে প্রাচীনদের নিযুক্ত করতে বলা হয় (৫-৯) বিদ্রোহীদের তিরস্কার করো (১০-১৬) ২ যুবক-যুবতীদের ও বয়স্কদের জন্য উত্তম শিক্ষা (১-১৫) ঈশ্বরের ইচ্ছার বিপরীত এমন সমস্ত বিষয় পরিত্যাগ করো (১২) পূর্ণহৃদয়ে উত্তম কাজগুলো করা (১৪) ৩ বশীভূত হওয়ার বিষয়ে (১-৩) উত্তম কাজের জন্য প্রস্তুত থাকো (৪-৮) অর্থহীন তর্কবিতর্ক এবং দলাদলি সৃষ্টি করে এমন ব্যক্তিকে এড়িয়ে চলো (৯-১১) ব্যক্তিগত নির্দেশনা ও শুভেচ্ছা (১২-১৫)