পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ ১ যোহন বইয়ের আউটলাইন ১ যোহন বিষয়বস্তুর আউটলাইন ১ জীবনের বাক্য (১-৪) আলোতে চলা (৫-৭) পাপ স্বীকার করার প্রয়োজনীয়তা (৮-১০) ২ যিশু এমন এক বলি, যা ঈশ্বরের সঙ্গে আমাদের পুনরায় সম্মিলিত করে (১, ২) তাঁর আজ্ঞাগুলো পালন করা (৩-১১) পুরোনো ও নতুন আজ্ঞা (৭, ৮) লেখার কারণ (১২-১৪) জগৎকে ভালোবেসো না (১৫-১৭) খ্রিস্টের বিরোধীর বিষয়ে সাবধানবাণী (১৮-২৯) ৩ আমরা ঈশ্বরের সন্তান (১-৩) ঈশ্বরের সন্তান বনাম দিয়াবলের সন্তান (৪-১২) যিশু দিয়াবলের কাজগুলো বিনষ্ট করবেন (৮) একে অন্যকে প্রেম করো (১৩-১৮) ঈশ্বর আমাদের হৃদয়ের চেয়ে মহান (১৯-২৪) ৪ ঈশ্বরের কাছ থেকে এসেছে বলে দাবি করা হয় এমন বার্তা পরীক্ষা করে দেখো (১-৬) ঈশ্বরকে জানা এবং তাঁকে প্রেম করা (৭-২১) “ঈশ্বর প্রেম” (৮, ১৬) প্রেমের মধ্যে কোনো ভয় নেই (১৮) ৫ যিশুর প্রতি বিশ্বাস দ্বারা জগৎকে জয় করা যায় (১-১২) ঈশ্বরকে প্রেম করার অর্থ (৩) প্রার্থনার শক্তির উপর আস্থা (১৩-১৭) এক দুষ্ট জগতে সতর্ক থাকো (১৮-২১) সমস্ত জগৎ শয়তানের নিয়ন্ত্রণের অধীনে রয়েছে (১৯)