গান ৯৪
ঈশ্বরের বাক্যের জন্য কৃতজ্ঞ
১. ও পি-তা যি-হো-বা তো-মায় বল-তে চাই,
তো-মার বা-ক্য ছা-ড়া আম-রা অ-স-হায়!
সেই শা-স্ত্র স-ত্যের আ-লো
আর মু-ক্তির পথ দে-খায়,
দেয় আ-মা-দের বু-দ্ধি, স-ঠিক পথ শে-খায়।
২. হৃ-দয় তো-মার বা-ক্য যে ছুঁ-তে পা-রে,
প্র-বেশ ক-রে ভি-ত-রে এ-কে-বা-রে!
জী-ব-ন্ত তো-মার বা-ক্য,
অ-ত্য-ন্ত ধা-রা-লো।
এর নী-তি সব ন্যা-য্য, স-ম্পূ-র্ণ ভা-লো।
৩. মা-নুষ-দের-কে বা-ক্য লিখ-তে দি-লে, তাই
এর ক-থা আজ বো-ঝে স-হ-জে স-বাই।
বি-শ্ব-স্ত থাক-তে শা-স্ত্র
দেয় আ-মা-দের শ-ক্তি।
এর জ-ন্য কৃ-ত-জ্ঞ, যি-হো-বা, স-ত্যিই।
(আরও দেখুন গীত. ১৯:৯; ১১৯:১৬, ১৬২; ২ তীম. ৩:১৬; যাকোব ৫:১৭; ২ পিতর ১:২১.)