সূচিপত্র
সপ্তাহ: মে ২৯, ২০১৭–জুন ৪, ২০১৭
৩ “যাহা মানত করিবে, তাহা পরিশোধ করিও”
আপনি যিহোবার কাছে কয়টা অঙ্গীকার করেছেন? আপনি কি মনে করেন যে, সেই অঙ্গীকার অনুযায়ী কাজ করার জন্য আপনি যথাসাধ্য করছেন? আপনার উৎসর্গীকরণের অঙ্গীকার অথবা বিয়ের অঙ্গীকার সম্বন্ধে কী বলা যায়? এই প্রবন্ধে আমরা যিপ্তহ ও হান্নার চমৎকার উদাহরণ থেকে শিক্ষা লাভ করব, যারা তাদের অঙ্গীকার অনুযায়ী কাজ করেছিলেন। এটা আমাদের ঈশ্বরের কাছে করা আমাদের নিজেদের অঙ্গীকার অনুযায়ী কাজ করতে সাহায্য করবে।
সপ্তাহ: জুন ৫-১১, ২০১৭
৯ ঈশ্বরের রাজ্য আসার পর কী দূর হয়ে যাবে?
আমরা প্রায়ই পরমদেশে যিহোবা আমাদের কী কী দেবেন, সেই বিষয়ে চিন্তা করে থাকি। কিন্তু, এই প্রবন্ধে আমরা চারটে সমস্যা নিয়ে আলোচনা করব, যেগুলো সরিয়ে দিয়ে যিহোবা এক শান্তিপূর্ণ ও সুখী জগৎ নিয়ে আসবেন। এই আলোচনা আমাদের বিশ্বাস ও সেইসঙ্গে ধৈর্য ধরার বিষয়ে আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।
১৪ জীবনকাহিনি—খ্রিস্টের একজন সৈনিক হওয়ার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ
সপ্তাহ: জুন ১২-১৮, ২০১৭
১৮ “সমস্ত পৃথিবীর বিচারকর্ত্তা” সবসময় ন্যায়বিচার করেন
সপ্তাহ: জুন ১৯-২৫, ২০১৭
২৩ ন্যায়বিচার সম্বন্ধে আপনার কি যিহোবার মতো দৃষ্টিভঙ্গি রয়েছে?
আমাদের যখন মনে হয় যে, ব্যক্তিগতভাবে আমরা কোনো অবিচার ভোগ করেছি অথবা লক্ষ করেছি, তখন আমাদের বিশ্বাস, নম্রতা ও আনুগত্য পরীক্ষিত হতে পারে। এই দুটো প্রবন্ধে বাইবেলের তিনটে ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো আমাদের ন্যায়বিচার সম্বন্ধে যিহোবার দৃষ্টিভঙ্গি অনুকরণ করতে সাহায্য করবে।
সপ্তাহ: জুন ২৬, ২০১৭–জুলাই ২, ২০১৭
২৮ স্বেচ্ছাসেবকের মনোভাব নিয়ে যিহোবার প্রশংসা করুন!
যদিও আমাদের কাছ থেকে যিহোবার কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু তিনি যখন তাঁর শাসনের পক্ষসমর্থন করার জন্য আমাদের প্রচেষ্টা করতে দেখেন, তখন তিনি আনন্দিত হন। বিচারকর্ত্তৃগণের বিবরণ বইয়ের ৪ ও ৫ অধ্যায় থেকে আমরা শিখব যে, তাঁকে সেবা করার ও তাঁর নির্দেশনা পালন করার বিষয়ে আমাদের ইচ্ছুক মনোভাবকে যিহোবা মূল্যবান বলে মনে করেন।