ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/৯৬ পৃষ্ঠা ৮
  • অন্তর্দৃষ্টির সাথে প্রচার করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্তর্দৃষ্টির সাথে প্রচার করুন
  • ১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের কাছ থেকে আগত জ্ঞান অনেক প্রশ্নের উত্তর দেয়
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বাইবেল শিক্ষা দেয় বইটি যেভাবে অর্পণ করা যায়
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের পুরনো বইগুলির সদ্ব্যবহার করা
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তাবিত উপস্থাপনাগুলো
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/৯৬ পৃষ্ঠা ৮

অন্তর্দৃষ্টির সাথে প্রচার করুন

১ অন্তর্দৃষ্টি থাকার অন্তর্ভুক্ত হল যাদের কাছে আমরা প্রচার করি সেই লোকেদের সম্বন্ধে কিছু বিষয় জানা। কেন? কারণ লোকেদের হৃদয়ে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের সাফল্য নির্ভর করে তাদের আকৃষ্ট করে এমনভাবে রাজ্যের বার্তাকে উপস্থিত করতে আমাদের সক্ষমতার উপর। জানুয়ারি মাসে আমরা বিভিন্ন বাইবেল অধ্যয়নের উপযোগী বইগুলি ব্যবহার করব, যেগুলি মণ্ডলীতে এখনও রয়েছে। নতুবা, প্রকাশকেরা আপনার পারিবারিক জীবন সুখী করা বইটি ব্যবহার করতে পারেন, যদিও এটি তেলুগু ভাষা ছাড়া অন্য কোন ভাষায় বিশেষ মূল্যে অর্পিত হবে না। নিম্নোক্ত প্রস্তাবগুলি সাহায্যকারী হতে পারে।

২ যদি আপনি অর্পণের জন্য “সুসমাচার—যা আপনাকে সুখী করে” বইটি নির্বাচন করেন আপনি ৪ পৃষ্ঠার ছবিটি দেখাতে পারেন ও বলতে পারেন:

◼“পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য সম্পর্কে বাইবেল যা শেখায় তার উপর ভিত্তি করে এটি হল একজন চিত্রকরের কল্পিত একটি ছবি। আপনার ও আপনার পরিবারের পরমদেশ পৃথিবীতে বেঁচে থাকার জন্য এটি কী দাবি করে বলে আপনি মনে করেন? [উত্তরের জন্য অপেক্ষা করুন।] বাইবেল দেখায় প্রকৃত শান্তি ও নিরাপত্তা শীঘ্রই পৃথিবীব্যাপী বাস্তবে পরিণত হবে ও পরমদেশ পুনর্স্থাপিত হবে। [গীতসংহিতা ৩৭:১০, ১১ পড়ুন।] ঈশ্বর যা করবেন তার থেকে উপকৃত হতে হলে আপনার কী করার প্রয়োজন আছে তা এই বইটি আপনাকে দেখাতে পারে। আমি আপনাকে এই কপিটি দিতে চাই।” তারপর বইটি অর্পণ করুন, হয়ত এর সাথে অন্য আরেকটি বই বিশেষ মূল্যে অর্পণ করা যেতে পারে।

৩ যদি আপনি “এই জীবনই কি সব কিছু?” বইটি উপস্থাপিত করেন তাহলে এইরকম কিছু বলতে পারেন:

◼“জগদ্ব্যাপী লক্ষ লক্ষ লোকেরা সুখের জন্য সাগ্রহে আকাঙ্ক্ষা করে, যা সমস্ত রকম প্রচেষ্টা সত্ত্বেও তাদের কাছ থেকে এড়িয়ে যায়। অনেকে মনে করেন জীবন হচ্ছে অল্প কয়েক বছর বেঁচে থাকা, সন্তান পালন করা এবং মৃত্যু আসার আগে কিছু উত্তম বিষয়ের আশা করা।” তারপর ১৪৫ পৃষ্ঠার ২ থেকে ৫ অনুচ্ছেদে বর্ণিত বিষয়ের কিছু চিন্তাধারা নিয়ে আলোচনা করুন, গীতসংহিতা ৩৭:১১ পদ পড়ুন এবং সংক্ষেপে দেখান যে ঈশ্বরের উদ্দেশ্য হল একটি নতুন জগৎ সৃষ্টি করা, পরমদেশ ঠিক যেমন ১৪২ পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। গৃহকর্তার মন্তব্য শোনার জন্য এইরকম কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুন: “আপনি এই প্রত্যাশা সম্পর্কে কেমন অনুভব করেন?” উত্তরের জন্য অপেক্ষা করুন এবং শুধু ওই বইটি ৮·০০ টাকা মূল্যে অথবা অন্য পুরনো কোন বইয়ের সাথে ১৬·০০ টাকা মূল্যে অর্পণ করুন।

৪ বাইবেলের জ্ঞান আছে এমন পটভূমিকা সম্পন্ন গৃহকর্তার সাথে সাক্ষাৎ করার সময় সমাধান যোগ্য নয় এমন কিছু সামাজিক সমস্যা সম্বন্ধে কোন সাম্প্রতিক সংবাদের বিষয় দিয়ে শুরু করে আপনি “তোমার রাজ্য আইসুক” (ইংরাজি) বইটি ব্যবহার করতে পারেন এবং তারপর জিজ্ঞাসা কবতে পারেন:

◼“আপনি কি মনে করেন যে পৃথিবীর নেতারা একদিন এই সমস্যাগুলি সমাধান করতে সমর্থ হবে? [উত্তরের জন্য অপেক্ষা করুন ও গৃহকর্তার মন্তব্যের প্রতি সম্মতি জানান।] আমরা প্রত্যেকেই এমন এক পৃথিবীতে বেঁচে থাকাকে উপলব্ধি করব যেখানে এইধরনের সমস্যা নেই। এটি ঈশ্বরের সরকারের শাসনের অধীনে বাস্তবে পরিণত হবে যার জন্য আমরা প্রার্থনা করি।” কিভাবে শান্তি ও নিরাপত্তা পরিশেষে বাস্তবায়িত হবে তা দেখাতে যিশাইয় ৩২:১৭, ১৮ পদ পড়ুন। এছাড়া প্রথম অনুচ্ছেদটিও পড়ুন যেটি ৫ পৃষ্ঠার শুরুতে আছে এবং ব্যাখ্যা করুন যে এই পৃথিবীর জন্য ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন নিকট ভবিষ্যতে তা সত্যে পরিণত হবে সে সম্বন্ধে এই বইটি শাস্ত্রীয় প্রমাণ যোগায়। বইটি এককভাবে অথবা যদি উপযুক্ত হয় অন্য একটি বইয়ের সাথে অর্পণ করুন।

৫ যদি আপনি “আপনার পারিবারিক জীবন সুখী করা” বইটি ব্যবহার করে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা করতে চান আপনি বইটির ৪ পৃষ্ঠা খুলতে ও জিজ্ঞাসা করতে পারেন:

◼“বর্তমানে পারিবারিক মূল্যবোধের উপর যে আক্রমণ করা হয়ে থাকে তার থেকে পারিবারিক ব্যবস্থা কি রক্ষা পেতে পারে? গৃহকর্তার মন্তব্য শুনুন এবং তারপর ৫ পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদ পড়ুন। ১৫·০০ টাকা মূল্যে বইটি অর্পণ করুন। (তেলুগু সংস্করণটি ৮ টাকার বিশেষ মূল্যে অর্পণ করা যেতে পারে।)

৬ যে লোকেদের সাথে আমাদের সাক্ষাৎ হয় তাদের প্রয়োজন ও আগ্রহ সম্পর্কে উপলব্ধি করতে উত্তম অন্তর্দৃষ্টি আমাদের সমর্থ করবে। হিতোপদেশ ১৬:২৩ পদ এই বলে আমাদের আশ্বাস দেয়: “জ্ঞানবানের হৃদয় তাহার মুখকে বুদ্ধি দেয়, তাহার ওষ্ঠে পাণ্ডিত্য যোগায়।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার