অধ্যয়নের জন্য পরামর্শ
আয়নাকে ভালোভাবে ব্যবহার করুন
শিষ্য যাকোব ঈশ্বরের বাক্যকে একটা আয়নার সঙ্গে তুলনা করেছিলেন। এটার মাধ্যমে আমরা নিজেদের পরীক্ষা করে দেখতে পারি যে, ভিতর থেকে আমরা আসলে কেমন। (যাকোব ১:২২-২৫) আমাদের এই আয়নাকে ভালোভাবে ব্যবহার করতে হবে। কীভাবে আমরা তা করতে পারি?
মনোযোগ দিয়ে পড়ুন। আমরা যখন আয়নায় নিজেদের শুধুমাত্র এক ঝলক দেখেই চলে যাই, তখন আমাদের মুখে যদি কোনো দাগ থাকে, তা হলে সেটা আমাদের চোখে না-ও পড়তে পারে। একইভাবে, আমরা যদি তাড়াহুড়ো করে বাইবেল পড়ি, তা হলে আমরা হয়তো বুঝতে পারব না যে, আমাদের কোথায় উন্নতি করতে হবে। তাই, এটা খুবই গুরুত্বপূর্ণ যেন আমরা ঈশ্বরের বাক্য মনোযোগ দিয়ে পড়ি।
অন্যদের নয় বরং নিজেকে দেখুন। কখনো কখনো আমরা আয়না এমনভাবে ধরি যে, তাতে অন্যদের দেখা যায় আর এমনকী তাদের খুঁতগুলো আমাদের চোখে পড়ে। একইভাবে, বাইবেল পড়ার সময় আমরা হয়তো অন্যদের বিষয়ে চিন্তা করতে পারি এবং তাদের খুঁতগুলো আমাদের চোখে পড়তে পারে। কিন্তু, এমনটা করলে আমাদের কোনো লাভ হবে না কারণ আমরা নিজেদের মধ্যে উন্নতি করতে পারব না।
যুক্তিবাদী হোন। আমরা যদি আয়নায় কেবল নিজেদের খুঁতগুলো দেখি, তা হলে আমরা হয়তো নিরুৎসাহিত হয়ে যাব। বাইবেল পড়ার সময়ও আমাদের কেবল নিজেদের খুঁতগুলোর বিষয়ে চিন্তা করা উচিত নয়। আমাদের মনে রাখা উচিত যে, যিহোবা আমাদের কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করেন না আর আমাদেরও নিজেদের কাছ থেকে অতিরিক্ত আশা করা উচিত নয়।—যাকোব ৩:১৭.