অধ্যয়নের জন্য পরামর্শ
আপনার হৃদয়কে প্রস্তুত করুন
আমরা চাই যে, যিহোবা সম্বন্ধে যা শিখি, তা যেন আমাদের ভিতরের ব্যক্তিত্ব অর্থাৎ আমাদের চিন্তাভাবনা ও আবেগের ওপর প্রভাব ফেলে। এই বিষয়ে আমরা ইষ্রার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। “ইষ্রা নিজের হৃদয়কে প্রস্তুত করেছিলেন, যাতে তিনি যিহোবার ব্যবস্থা অধ্যয়ন করতে পারেন।” (ইষ্রা ৭:১০) কীভাবে আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করতে পারি?
প্রার্থনা করুন। প্রতি বার অধ্যয়ন করার আগে প্রার্থনা করুন। বাইবেল যা বলে, তা বোঝার ও কাজে লাগানোর জন্য যিহোবার কাছে সাহায্য চান।—গীত. ১১৯:১৮, ৩৪.
নম্র হোন। গর্বিত লোকেরা নিজেদের বুদ্ধির উপর নির্ভর করে, তাই যিহোবা তাদের কাছ থেকে সত্যকে গোপন রাখেন। (লূক ১০:২১) সেইজন্য, আপনি গবেষণা করার সময় এটা নিয়ে চিন্তা করবেন না যে, এই তথ্য আমাকে কীভাবে অন্যদের কাছে বিশেষ করে তুলবে। এ ছাড়া, যদি আপনি বুঝতে পারেন যে, কোনো বিষয়ে আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে, তা হলে অবশ্যই তা করুন।
রাজ্যের গান শুনুন। রাজ্যের গান শোনা আমাদের হৃদয়ে উত্তম অনুভূতি জাগিয়ে তুলতে সাহায্য করে এবং যিহোবার উপাসনা করার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত করে। তাই, প্রতি বার অধ্যয়নের আগে রাজ্যের কোনো একটা গান শুনলে কেমন হবে!