অধ্যায় নয়
একক বাবা অথবা মায়ের পরিবারগুলো সফল হতে পারে!
১-৩. কোন বিষয়গুলোর কারণে একক বাবা অথবা মায়ের পরিবারগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা কীভাবে প্রভাবিত হয়ে থাকে?
একক পরিবারগুলোকে যুক্তরাষ্ট্রে “সবচেয়ে দ্রুত বৃদ্ধিরত পরিবার” বলে অভিহিত করা হয়েছে। অন্য অনেক দেশেও একই পরিস্থিতি বিদ্যমান। লক্ষ লক্ষ বাবা-মা ও সন্তানের জন্য ব্যাপক সংখ্যক বিবাহবিচ্ছেদ, পরিত্যাগ করা, পৃথক থাকা এবং অবৈধ জন্মের বিভিন্ন সুদূরপ্রসারী পরিণতি নিয়ে এসেছে।
২ “আমি ২৮ বছর বয়সি একজন বিধবা আর আমার দুটো সন্তান রয়েছে,” একজন একক মা লিখেছিলেন। “আমি খুবই হতাশ কারণ আমি আমার সন্তানদেরকে বাবা ছাড়া মানুষ করতে চাই না। মনে হয় যেন কেউই আমার জন্য এমনকি চিন্তাও করে না। আমার সন্তানরা প্রায়ই আমাকে কাঁদতে দেখে আর এটা তাদের ওপর প্রভাব ফেলে।” রাগ, অপরাধবোধ এবং একাকিত্বের অনুভূতির সঙ্গে লড়াই করার পাশাপাশি অধিকাংশ একক বাবা অথবা মা বাড়ির বাইরে চাকরি করা এবং একইসঙ্গে ঘরের দায়িত্ব পালন করার মতো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়ে থাকে। এক ব্যক্তি বলেছিলেন: “একজন একক বাবা অথবা মা হওয়া আর একজন বাজিকর (একসঙ্গে অনেকগুলো জিনিস দিয়ে খেলা দেখান এমন একজন ব্যক্তি) হওয়া একই বিষয়। ছয় মাস অনুশীলন করার পর, আপনি অবশেষে একসঙ্গে চারটে বল নিয়ে খেলতে সমর্থ হয়েছেন। কিন্তু, যখনই আপনি তা করতে সমর্থ হন, তখনই কেউ একজন আপনার দিকে নতুন একটা বল ছুঁড়ে দেয়!”
৩ একক বাবা অথবা মায়ের পরিবারগুলোতে থাকা অল্পবয়সিদেরও নিজস্ব প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তাদেরকে হয়তো বাবা অথবা মা কোনো একজনের আকস্মিক প্রস্থান বা মৃত্যুর কারণে প্রচণ্ড আবেগের সঙ্গে লড়াই করতে হয়। অনেক অল্পবয়সির জন্য বাবা অথবা মায়ের অনুপস্থিতি তাদের ওপর গভীর এক নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে হয়।
৪. কীভাবে আমরা জানি যে, যিহোবা একক বাবা অথবা মায়ের পরিবারগুলো সম্বন্ধে চিন্তা করেন?
৪ বাইবেলের সময়েও একক বাবা অথবা মায়ের পরিবারগুলো ছিল। শাস্ত্র বার বার ‘পিতৃহীন’ সন্তান এবং ‘বিধবার’ কথা উল্লেখ করে। (যাত্রাপুস্তক ২২:২২; দ্বিতীয় বিবরণ ২৪:১৯-২১; ইয়োব ৩১:১৬-২২) যিহোবা ঈশ্বর তাদের দুরবস্থা সম্বন্ধে উদাসীন ছিলেন না। গীতরচক ঈশ্বরকে “পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্ত্তা” বলে অভিহিত করেছেন। (গীতসংহিতা ৬৮:৫) নিশ্চিতভাবেই, আজকেও একক বাবা অথবা মায়ের পরিবারগুলোর প্রতি যিহোবার একই চিন্তা রয়েছে! বস্তুতপক্ষে, তাঁর বাক্য সেই নীতিগুলো প্রদান করে, যেগুলো তাদেরকে সফল হওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে।
ঘরের কাজের তালিকা আয়ত্ত করা
৫. একক বাবা অথবা মাকে প্রথম প্রথম কোন সমস্যার মুখোমুখি হতে হয়?
৫ একটা ঘর সামলানোর কাজের কথা বিবেচনা করুন। এমন অনেক মুহূর্ত আছে যখন আপনার মনে হয় যে, আপনার পাশে একজন পুরুষ থাকলে ভাল হতো। যেমন, আপনার ঘরে বড় রকমের মেরামতের প্রয়োজন অথচ আপনি জানেন না যে, কোথা থেকে শুরু করতে হবে। সম্প্রতি বিবাহবিচ্ছেদ অথবা বিপত্নীক হয়েছে এমন পুরুষরা হয়তো ঘরের সেই অসংখ্য কাজকর্মের কারণে একইভাবে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়তে পারে, যেগুলো কিনা এখন তাদের করতে হয়। পারিবারিক বিশৃঙ্খলা সন্তানদের মধ্যে অস্থিরতা ও নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরও বাড়িয়ে দেয়।
সন্তানরা, তোমাদের একক বাবা অথবা মায়ের সঙ্গে সহযোগিতা করো
৬, ৭. (ক) হিতোপদেশ বইয়ের “গুণবতী স্ত্রী” কোন উত্তম উদাহরণ স্থাপন করেছেন? (খ) ঘরের দায়িত্বগুলোর ব্যাপারে অধ্যবসায়ী হওয়া কীভাবে একক বাবা অথবা মায়ের বাড়িগুলোতে সাহায্যকারী হয়ে থাকে?
৬ কী সাহায্য করতে পারে? হিতোপদেশ ৩১:১০-৩১ পদে বর্ণিত ‘গুণবতী স্ত্রীর’ দ্বারা স্থাপিত উদাহরণ লক্ষ করুন। তার সম্পাদিত কাজের পরিধি বেশ উল্লেখযোগ্য—কেনাকাটা করা, বিক্রি করা, সেলাই করা, রান্নাবান্না করা, সম্পত্তি বিনিয়োগ করা, খেতখামার করা এবং ব্যাবসা সামলানো। তার রহস্য কী? তিনি অধ্যবসায়ী ছিলেন, অনেক রাত পর্যন্ত কাজ করতেন এবং তার কাজকর্ম শুরু করার জন্য খুব ভোরে উঠতেন। আর তিনি সুসংগঠিতভাবে কাজ করতেন, কিছু কাজ ভাগ করে দিতেন এবং অন্যদের যত্ন নেওয়ার জন্য নিজেও কাজে হাত লাগাতেন। এতে অবাক হওয়ার কিছু নেই যে, তিনি প্রশংসা লাভ করতেন!
৭ আপনি যদি একজন একক বাবা অথবা মা হয়ে থাকেন, তাহলে আপনার ঘরের দায়িত্বগুলোর ব্যাপারে যত্নবান হোন। এই ধরনের কাজে পরিতৃপ্তি খুঁজুন কারণ তা আপনার সন্তানদের সুখকে বাড়িয়ে তোলার ক্ষেত্রে অনেক অবদান রাখে। তবে, সঠিক চিন্তা বা পরিকল্পনা করা এবং সংগঠিত করা অপরিহার্য। বাইবেল বলে: “পরিশ্রমীর চিন্তা হইতে কেবল ধনলাভ হয়।” (হিতোপদেশ ২১:৫) একজন একক বাবা স্বীকার করেছিলেন: “আমি সাধারণত ক্ষুধার্ত না হওয়া পর্যন্ত খাবারের ব্যাপারে চিন্তা করতাম না।” কিন্তু, পরিকল্পনা করে তৈরি করা খাবারদাবার, তাড়াহুড়ো করে প্রস্তুতকৃত খাবারের চেয়ে আরও বেশি পুষ্টিকর এবং মুখরোচক। এ ছাড়া, আপনাকে হয়তো ঘরের নতুন নতুন কাজের দক্ষতা সম্বন্ধেও শিখতে হতে পারে। বন্ধুবান্ধব অথবা অন্যদের সঙ্গে পরামর্শ করে একজন একক মা হয়তো ঘরের মেরামতের কাজ দেখাশোনা করতে বা ঘরের জিনিসপত্র কেনাকাটা করতে সমর্থ হতে পারেন।
৮. কীভাবে একক বাবা অথবা মায়ের সন্তানরা ঘরে সাহায্য করতে পারে?
৮ সন্তানদের সাহায্য করতে বলা কি উপযুক্ত? একজন একক মা যুক্তি দেখিয়েছিলেন: “সন্তানদেরকে কম পরিশ্রম করতে দিয়ে আপনি বাবা অথবা মায়ের অভাব পূরণ করতে চান।” এটা হয়তো বোধগম্য, তবে তা হয়তো সবসময় সন্তানের জন্য সর্বোত্তম নয়। বাইবেলের সময়ের ঈশ্বরভয়শীল অল্পবয়সিদেরকে ঘরের উপযুক্ত টুকিটাকি কাজের ভার দেওয়া হতো। (আদিপুস্তক ৩৭:২; পরমগীত ১:৬) তাই, যদিও আপনার সন্তানদের ওপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে কিন্তু আপনি তাদেরকে এই ধরনের কিছু করতে দিলে বিজ্ঞতার কাজ হবে যেমন, থালাবাসন ধোয়া-মোছা এবং তাদের রুম পরিষ্কার-পরিছন্ন রাখা। ঘরের কিছু টুকিটাকি কাজ একসঙ্গে করুন না কেন? তা অনেক উপভোগ্য হতে পারে।
জীবিকানির্বাহের প্রতিদ্বন্দ্বিতা
আপনার সন্তানদের সঙ্গে যতটুকু সম্ভব সময় কাটান
৯. কেন একক মায়েরা প্রায়ই আর্থিক কষ্টের মুখোমুখি হয়ে থাকে?
৯ অধিকাংশ একক বাবা অথবা মা তাদের আর্থিক চাহিদা পূরণ করাকে কঠিন বলে মনে করে আর সাধারণত যুবতী অবিবাহিত মায়েদের জন্য তা বিশেষ করে কষ্টকর হয়ে থাকে।a যে-দেশগুলোতে সহজেই সরকারি ভাতা পাওয়া যায়, সেখানে তা ব্যবহার করা তাদের জন্য বিজ্ঞতার কাজ হতে পারে, অন্ততপক্ষে যতদিন পর্যন্ত না তারা কোনো চাকরি খুঁজে পায়। প্রয়োজনের সময় এই ধরনের ব্যবস্থা থেকে উপকার লাভ করার বিষয়টাকে বাইবেল অনুমোদন করে থাকে। (রোমীয় ১৩:১, ৬) বিধবা ও বিবাহবিচ্ছেদপ্রাপ্ত ব্যক্তিরা একই প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়। অনেকে, যারা বহু বছর ধরে ঘরের কাজ করার পর পুনরায় কর্মক্ষেত্রে প্রবেশ করতে বাধ্য হয়, তারা প্রায়ই কেবল স্বল্প বেতনের চাকরি পায়। কেউ কেউ কর্ম প্রশিক্ষণ কার্যক্রম অথবা স্বল্পকালীন স্কুল কোর্সে ঢোকার মাধ্যমে তাদের জীবনধারা উন্নত করতে সক্ষম হয়।
১০. কীভাবে একজন একক মা তার সন্তানদের কাছে ব্যাখ্যা করতে পারেন যে, কেন তাকে চাকরি খুঁজতে হবে?
১০ আপনি যখন চাকরি খোঁজেন, তখন আপনার সন্তানরা যদি অসন্তুষ্ট হয়, তাহলে অবাক হবেন না এবং এর ফলে অপরাধবোধ করবেন না। এর পরিবর্তে, তাদের কাছে খুলে বলুন যে, কেন আপনাকে কাজ করতে হবে আর তাদেরকে বুঝতে সাহায্য করুন যে, যিহোবা চান যেন আপনি তাদের জন্য ভরণপোষণ জোগান। (১ তীমথিয় ৫:৮) সময়ের সঙ্গে সঙ্গে, অধিকাংশ সন্তানই মানিয়ে নেয়। তবে, আপনার ব্যস্ত তালিকার মধ্যে যত বেশি সম্ভব, তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। এই ধরনের প্রেমময় মনোযোগ এমন যেকোনো আর্থিক সীমাবদ্ধতার ফলে সৃষ্ট প্রভাবকে হ্রাস করতেও সাহায্য করতে পারে, যা হয়তো সেই পরিবার ভোগ করে থাকে।—হিতোপদেশ ১৫:১৬, ১৭.
কে কার যত্ন নিচ্ছে?
মণ্ডলী ‘বিধবা’ এবং “পিতৃহীনকে” উপেক্ষা করে না
১১, ১২. একক বাবা অথবা মাকে কোন সীমাগুলো বজায় রাখতে হবে আর কীভাবে তারা তা করতে পারে?
১১ একক বাবা অথবা মায়ের জন্য বিশেষভাবে সন্তানদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া স্বাভাবিক কিন্তু সতর্ক থাকতে হবে যেন বাবা অথবা মা ও সন্তানদের মধ্যে ঈশ্বরদত্ত যে-সীমা রয়েছে, তা লঙ্ঘন করা না হয়। উদাহরণস্বরূপ, একজন একক মা যদি আশা করেন যে, তার ছেলে ঘরের মস্তকের দায়িত্বগুলো গ্রহণ করবে অথবা তিনি যদি মেয়েকে অন্তরঙ্গ বন্ধু ভেবে একান্ত ব্যক্তিগত সমস্যাগুলোর কথা বলে তাকে ভারগ্রস্ত করে তোলেন, তাহলে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। তা করা অনুপযুক্ত, চাপপূর্ণ এবং একটা সন্তানকে হয়তো বিভ্রান্ত করে।
১২ আপনার সন্তানকে আশ্বাস দিন যে, একজন বাবা অথবা মা হিসেবে আপনি তাদের যত্ন নেবেন—এর উলটোটা আশা করবেন না। (তুলনা করুন, ২ করিন্থীয় ১২:১৪.) মাঝে মাঝে আপনার হয়তো কিছু উপদেশ অথবা সমর্থনের প্রয়োজন হতে পারে। খ্রিস্টান প্রাচীন অথবা হতে পারে পরিপক্ব খ্রিস্টান নারীদের কাছ থেকে তা লাভ করার চেষ্টা করুন, আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তানদের কাছ থেকে নয়।—তীত ২:৩.
শাসন বজায় রাখা
১৩. একজন একক মা শাসন সম্বন্ধে কোন সমস্যার মুখোমুখি হতে পারেন?
১৩ একজন পুরুষকে শাসনকারী হিসেবে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়তো কিছুটা সহজ হতে পারে কিন্তু এই ক্ষেত্রে একজন নারীকে হয়তো সমস্যার সম্মুখীন হতে হয়। একজন একক মা বলেন: “আমার ছেলেদের শারীরিক গঠন ও গলার স্বর পুরুষের মতো। মাঝে মাঝে তাদের তুলনায় নিজেকে দৃঢ় বা সবল দেখানো কঠিন হয়ে পড়ে।” অধিকন্তু, আপনি হয়তো এখনও আপনার প্রিয় সাথির মৃত্যুতে শোক করছেন অথবা বিয়ে ভেঙে যাওয়ার কারণে আপনি হয়তো অপরাধবোধ করছেন বা ক্রোধান্বিত হচ্ছেন। যদি আইনত দুজনেরই তত্ত্বাবধান করার দায়িত্ব থাকে, তাহলে আপনি হয়তো এই ভেবে ভয় পেতে পারেন যে, আপনার সন্তান আপনার প্রাক্তন সাথির সঙ্গে থাকা বেছে নেবে। এই ধরনের পরিস্থিতি ভারসাম্যপূর্ণ শাসন প্রদান করাকে কঠিন করে তুলতে পারে।
১৪. কীভাবে একজন একক বাবা অথবা মা শাসন সম্বন্ধে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পারেন?
১৪ বাইবেল বলে যে, “অশাসিত বালক মাতার লজ্জাজনক।” (হিতোপদেশ ২৯:১৫) পারিবারিক নিয়মকানুন তৈরি ও বলবৎ করার ক্ষেত্রে আপনার প্রতি যিহোবা ঈশ্বরের সমর্থন রয়েছে, তাই অপরাধবোধ, অনুশোচনা অথবা ভয়ের কাছে নতিস্বীকার করবেন না। (হিতোপদেশ ১:৮) বাইবেলের নীতিগুলোর ব্যাপারে কখনো আপোশ করবেন না। (হিতোপদেশ ১৩:২৪) যুক্তিবাদী, সংগতিপূর্ণ ও দৃঢ় হওয়ার চেষ্টা করুন। একসময়, অধিকাংশ সন্তানই সাড়া দেবে। তা সত্ত্বেও, আপনি আপনার সন্তানদের আবেগঅনুভূতি বিবেচনা করতে চাইবেন। একজন একক বাবা বলেন: “তাদের মা হারানোর কষ্টের কারণে আমার শাসনকে বোধগম্যতার দ্বারা নমনীয় করতে হয়েছিল। আমি প্রতিটা সুযোগে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। রাতের খাবার প্রস্তুত করার সময়টা ছিল আমাদের জন্য অন্তরঙ্গ কথাবার্তা বলার মুহূর্ত। সেই সময়ই তারা আসলে আমাকে মনের কথা খুলে বলে।”
১৫. প্রাক্তন বিবাহসাথি সম্বন্ধে কথা বলার সময় বিবাহবিচ্ছেদপ্রাপ্ত বাবা অথবা মায়ের কী এড়িয়ে চলা উচিত?
১৫ আপনি যদি বিবাহবিচ্ছেদপ্রাপ্ত একজন ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার প্রাক্তন সাথির সম্মানকে নষ্ট করার দ্বারা ভাল কিছু সম্পাদিত হবে না। খুঁটিনাটি বিষয় নিয়ে বাবা-মায়ের মধ্যে ঝগড়া হওয়া সন্তানদের জন্য বেদনাদায়ক এবং পরিশেষে তা আপনাদের দুজনের প্রতিই তাদের সম্মানকে দুর্বল করে দেবে। তাই, আঘাত দেওয়ার মতো এইরকম মন্তব্য করা এড়িয়ে চলুন যেমন: “তুমি একেবারে তোমার বাবার মতোই হয়েছ!” আপনার প্রাক্তন সাথি আপনাকে যে-কষ্টই দিয়ে থাকুক না কেন, তিনি এখনো আপনার সেই সন্তানের বাবা অথবা মা, যার বাবা ও মা উভয়েরই প্রেম, মনোযোগ এবং শাসনের প্রয়োজন।b
১৬. একক বাবা অথবা মায়ের বাড়িতে কোন আধ্যাত্মিক ব্যবস্থা শাসনের নিয়মিত অংশ হওয়া উচিত?
১৬ আগের অধ্যায়গুলোতে যেমন আলোচনা করা হয়েছে, শাসনের সঙ্গে কেবল শাস্তি নয় কিন্তু প্রশিক্ষণ এবং নির্দেশনাও জড়িত রয়েছে। আধ্যাত্মিক প্রশিক্ষণের এক উত্তম কার্যক্রম দ্বারা অনেক সমস্যা এড়ানো যেতে পারে। (ফিলিপীয় ৩:১৬) খ্রিস্টীয় সভাগুলোতে নিয়মিত উপস্থিত হওয়া অপরিহার্য। (ইব্রীয় ১০:২৪, ২৫) সাপ্তাহিক পারিবারিক বাইবেল অধ্যয়নের ব্যাপারেও একই বিষয় সত্য। এটা ঠিক যে, এই ধরনের অধ্যয়ন চালিয়ে যাওয়া সহজ নয়। “সারাদিন কাজের পরে আপনি সত্যিই বিশ্রাম নিতে চাইবেন,” একজন সচেতন মা বলেন। “কিন্তু, আমি আমার মেয়ের সঙ্গে অধ্যয়ন করার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করি কারণ আমি জানি, এটা অবশ্য করণীয় একটা কাজ। সে আসলেই আমাদের পারিবারিক অধ্যয়ন উপভোগ করে!”
১৭. পৌলের সঙ্গী তীমথিয়কে উত্তমভাবে মানুষ করে তোলা থেকে আমরা কী শিখতে পারি?
১৭ প্রেরিত পৌলের সঙ্গী তীমথিয়কে স্পষ্টতই তার মা ও দিদিমা বাইবেলের নীতিগুলোর ওপর ভিত্তি করে প্রশিক্ষণ দিয়েছিল—কিন্তু স্পষ্টতই তার বাবা দেননি। তা সত্ত্বেও, তীমথিয় কী এক উল্লেখযোগ্য খ্রিস্টানই না হয়ে উঠেছিলেন! (প্রেরিত ১৬:১, ২; ২ তীমথিয় ১:৫; ৩:১৪, ১৫) আপনি যখন আপনার সন্তানকে “প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে” মানুষ করে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করেন, তখন একইভাবে আপনিও ইতিবাচক ফলাফল আশা করতে পারেন।—ইফিষীয় ৬:৪.
একাকিত্বের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়া
১৮, ১৯. (ক) কীভাবে একক বাবা অথবা মায়ের ক্ষেত্রে একাকিত্ব প্রকাশ পেতে পারে? (খ) মাংসিক আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে সাহায্য করার জন্য কোন পরামর্শ দেওয়া হয়েছে?
১৮ একজন একক অভিভাবক দুঃখ করে বলেছিলেন: “আমি যখন বাড়ি ফিরে চার দেওয়ালের মাঝে নিজেকে দেখি এবং বিশেষ করে সন্তানরা যখন বিছানায় যায়, তখন একাকিত্ব আমাকে গ্রাস করে।” হ্যাঁ, একক বাবা অথবা মাকে প্রায়ই যে-বড় একটা সমস্যার মুখোমুখি হতে হয়, তা হল একাকিত্ব। বিবাহের উষ্ণ সাহচর্য ও অন্তরঙ্গতার আকাঙ্ক্ষা করা খুবই স্বাভাবিক। কিন্তু, একজন ব্যক্তির কি যেকোনো উপায়ে হোক এই সমস্যা সমাধান করার চেষ্টা করা উচিত? প্রেরিত পৌলের দিনে কিছু যুবতী বিধবা ‘তাদের দৈহিক বাসনাকে খ্রীষ্ট ভক্তির চেয়ে প্রবল হয়ে উঠতে’ দিয়েছিল। (১ তীমথিয় ৫:১১, বাংলা ইজি-টু-রিড ভারসন, ১২) মাংসিক আকাঙ্ক্ষাগুলোর দ্বারা আধ্যাত্মিক বিষয়গুলোকে চাপা পড়তে দেওয়া ক্ষতিকর হবে।—১ তীমথিয় ৫:৬.
১৯ একজন খ্রিস্টান বলেছিলেন: “যৌন আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল কিন্তু আপনি তা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার মনে যখন এই চিন্তা আসে, তখন তা নিয়ে ভাবতেই থাকবেন না। আপনাকে এর থেকে মুক্ত হওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে। আপনার সন্তান সম্বন্ধে চিন্তা করাও সাহায্যকারী।” ঈশ্বরের বাক্য পরামর্শ দেয়: ‘আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ কর, যথা মোহ [“দেহলালসা,” বাংলা জুবিলী বাইবেল]।’ (কলসীয় ৩:৫) আপনি যদি খাবারের জন্য আপনার আকাঙ্ক্ষাকে মৃত্যুসাৎ করতে চান, তাহলে আপনি কি এমন পত্রপত্রিকা পড়বেন, যেখানে সুস্বাদু খাবারের ছবি রয়েছে অথবা এমন লোকেদের সঙ্গে মেলামেশা করবেন, যারা কেবল খাবার নিয়ে কথা বলে? কখনোই না! মাংসিক লালসা বা আকাঙ্ক্ষার বিষয়েও একই কথা বলা যায়।
২০. (ক) যারা অবিশ্বাসীদের সঙ্গে বিয়ের উদ্দেশ্যে মেলামেশা করে, তাদের জন্য কোন বিপদ লুকিয়ে রয়েছে? (খ) কীভাবে একা রয়েছে এমন ব্যক্তিরা প্রথম শতাব্দীতে এবং আজকে একাকিত্বের সঙ্গে লড়াই করেছে?
২০ কিছু খ্রিস্টান অবিশ্বাসীদের সঙ্গে বিবাহের উদ্দেশ্যে মেলামেশা করেছে। (১ করিন্থীয় ৭:৩৯) এটা কি তাদের সমস্যার সমাধান করেছিল? না। বিবাহবিচ্ছেদপ্রাপ্ত একজন খ্রিস্টান মহিলা সাবধান করেছিলেন: “একা থাকার চেয়ে আরও খারাপ একটা বিষয় রয়েছে। আর তা হল ভুল ব্যক্তিকে বিয়ে করা!” কোনো সন্দেহ নেই যে, প্রথম শতাব্দীর খ্রিস্টান বিধবাদের একাকিত্বের প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু বিজ্ঞ বিধবারা ‘অতিথিসেবা, পবিত্রদিগের পা ধোয়ানো এবং ক্লিষ্টদিগের উপকার’ করায় ব্যস্ত ছিল। (১ তীমথিয় ৫:১০) আজকে যে-বিশ্বস্ত খ্রিস্টানরা একজন ঈশ্বরভয়শীল সাথি খুঁজে পাওয়ার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করেছে, তারাও একইভাবে ব্যস্ত রয়েছে। ৬৮ বছর বয়সি এক খ্রিস্টান বিধবা যখনই একাকিত্ব বোধ করতেন, তখনই অন্য বিধবাদের সঙ্গে সাক্ষাৎ করতে শুরু করতেন। তিনি বলেছিলেন: “আমি দেখেছি যে, এই সাক্ষাৎগুলো করলে, আমার ঘরের কাজকর্ম চালিয়ে গেলে এবং আমার আধ্যাত্মিকতার যত্ন নিলে আমার একাকী বোধ করার মতো কোনো সময়ই থাকে না।” অন্যদেরকে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শিক্ষা দেওয়া বিশেষভাবে উপকারজনক এক উত্তম কাজ।—মথি ২৮:১৯, ২০.
২১. কোন উপায়ে প্রার্থনা ও উত্তম সাহচর্য একাকিত্ব কাটিয়ে উঠতে সাহায্য করে?
২১ এটা স্বীকার করতে হয় যে, একাকিত্ব ঘোচানোর কোনো তাৎক্ষণিক চিকিৎসা নেই। কিন্তু, যিহোবার কাছ থেকে পাওয়া শক্তির সাহায্যে তা সহ্য করা যেতে পারে। এই ধরনের শক্তি লাভ করা যায়, যখন একজন খ্রিস্টান “রাত দিন বিনতি ও প্রার্থনায় নিবিষ্টা থাকে।” (১ তীমথিয় ৫:৫) বিনতি হল এক আন্তরিক অনুরোধ, হ্যাঁ, হতে পারে প্রবল আর্তনাদ ও চোখের জলসহ সাহায্যের জন্য করা এক আবেদন। (তুলনা করুন, ইব্রীয় ৫:৭.) “রাত দিন” যিহোবার কাছে আপনার সমস্যাগুলো আস্থা সহকারে জানানো আসলেই সাহায্যকারী হতে পারে। অধিকন্তু, গঠনমূলক মেলামেশা একাকিত্বের শূন্যতা পূরণ করতে অনেক সাহায্য করতে পারে। উত্তম মেলামেশার মাধ্যমে একজন ব্যক্তি হিতোপদেশ ১২:২৫ পদে বর্ণিত উৎসাহের “উত্তম বাক্য” লাভ করতে পারে।
২২. মাঝে মাঝে যখন একাকিত্বের অনুভূতি আসে, তখন কোন বিষয়গুলো বিবেচনা করা সাহায্য করবে?
২২ যদি মাঝে মাঝে একাকিত্বের অনুভূতি আসে—যেমনটা হয়তো ভবিষ্যতেও আসবে—তাহলে মনে রাখবেন যে, কারো জীবনই সমস্যামুক্ত নয়। বস্তুতপক্ষে, ‘আপনাদের ভ্রাতৃবর্গও’ কোনো না কোনোভাবে কষ্টভোগ করছে। (১ পিতর ৫:৯) অতীত নিয়ে ভাববেন না। (উপদেশক ৭:১০) আপনি যে-সুযোগগুলো উপভোগ করছেন, তা পুনর্বিবেচনা করুন। সর্বোপরি, আপনার নীতিনিষ্ঠা বজায় রাখার ও যিহোবার হৃদয়কে আনন্দিত করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হোন।—হিতোপদেশ ২৭:১১.
অন্যেরা যেভাবে সাহায্য করতে পারে
২৩. মণ্ডলীর একক বাবা অথবা মায়ের প্রতি সহখ্রিস্টানদের কোন দায়িত্ব রয়েছে?
২৩ সহখ্রিস্টানদের সমর্থন ও সাহায্য খুবই মূল্যবান। যাকোব ১:২৭ পদ বলে: “ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা, . . . পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম্ম।” হ্যাঁ, খ্রিস্টানরা একক বাবা অথবা মায়ের পরিবারগুলোকে সাহায্য করতে বাধ্য। কিছু ব্যবহারিক উপায় কী, যেগুলোর মাধ্যমে তা করা যেতে পারে?
২৪. কোন কোন উপায়ে অভাবী একক বাবা অথবা মায়ের পরিবারগুলোকে সাহায্য করা যেতে পারে?
২৪ বস্তুগত সাহায্য প্রদান করা যেতে পারে। বাইবেল বলে: “যাহার সাংসারিক জীবনোপায় আছে, সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে?” (১ যোহন ৩:১৭) “দেখিলে” শব্দের জন্য ব্যবহৃত মূল গ্রিক শব্দটির অর্থ কেবল সাময়িকভাবে এক ঝলক দেখা নয় বরং ইচ্ছাকৃতভাবে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকা। এটা ইঙ্গিত দেয় যে, একজন সদয় খ্রিস্টান হয়তো প্রথমে একটা পরিবারের পরিস্থিতি ও প্রয়োজনগুলো সম্বন্ধে জানতে পারেন। তাদের হয়তো টাকাপয়সার প্রয়োজন। কারো হয়তো বাড়িঘর মেরামত করার জন্য সাহায্যের প্রয়োজন। অথবা তারা হয়তো কেবল খাবারের জন্য অথবা সামাজিক মেলামেশার জন্য আমন্ত্রণ পেয়েও খুশি হতে পারে।
২৫. কীভাবে সহখ্রিস্টানরা হয়তো একক বাবা অথবা মায়ের প্রতি স্নেহ বা সমবেদনা দেখাতে পারে?
২৫ অধিকন্তু, ১ পিতর ৩:৮ পদ বলে: “তোমরা সকলে সমমনা, পরদুঃখে দুঃখিত, ভ্রাতৃপ্রেমিক, স্নেহবান্ . . . হও।” ছয় সন্তান রয়েছে এমন একজন একক মা বলেন: “এটা খুবই কষ্টকর আর কখনো কখনো আমি হতাশ হয়ে পড়ি। কিন্তু, মাঝেমধ্যে কোনো ভাই বা বোন আমাকে বলে থাকেন যে: ‘জোন, আপনি বেশ ভাল কাজ করছেন। পরিশেষে তা সার্থক হবে।’ অন্যেরা যে আপনার সম্বন্ধে চিন্তা করছে আর আপনার প্রতি মনোযোগ দিচ্ছে, এই বিষয়টা জানাই অনেক সাহায্যকারী।” বয়স্ক খ্রিস্টান নারীরা হয়তো যুবতী একক মায়েদের সাহায্য করায় বিশেষভাবে কার্যকারী হতে পারে, তাদের এমন সমস্যাগুলো সম্বন্ধে শুনতে পারে, যেগুলো হয়তো একজন পুরুষের সঙ্গে আলোচনা করা তাদের জন্য বিব্রতকর হতে পারে।
২৬. কীভাবে পরিপক্ব খ্রিস্টান পুরুষরা পিতৃহীন সন্তানদের সাহায্য করতে পারে?
২৬ খ্রিস্টান পুরুষরা অন্যান্য উপায়ে সাহায্য করতে পারে। ধার্মিক ব্যক্তি ইয়োব বলেছিলেন: “আমি . . . পিতৃহীন ও অসহায়কে উদ্ধার করিতাম।” (ইয়োব ২৯:১২) আজকে, কিছু খ্রিস্টান পুরুষ একইভাবে পিতৃহীন সন্তানদের প্রতি গঠনমূলক আগ্রহ দেখায় এবং কোনো গুপ্ত অভিসন্ধি ছাড়াই ‘শুচি হৃদয় হইতে উৎপন্ন’ অকৃত্রিম “প্রেম” দেখায়। (১ তীমথিয় ১:৫) নিজেদের পরিবারকে অবহেলা না করে, তারা হয়তো খ্রিস্টীয় পরিচর্যায় মাঝে মাঝে এই ধরনের অল্পবয়সিদের সঙ্গে কাজ করার ব্যবস্থা করতে পারে আর সেইসঙ্গে হয়তো তাদের পারিবারিক অধ্যয়নে বা বিনোদনে আমন্ত্রণ জানাতে পারে। এই ধরনের দয়া একজন পিতৃহীন সন্তানকে বিপথে যাওয়া থেকে যথেষ্ট সুরক্ষা করতে পারে।
২৭. কোন সমর্থনের বিষয়ে একক বাবা অথবা মায়েরা নিশ্চিত থাকতে পারে?
২৭ অবশ্য, পরিশেষে একক বাবা অথবা মাকেই “নিজ নিজ” দায়িত্বের “ভার বহন” করতে হবে। (গালাতীয় ৬:৫) তবে, তারা খ্রিস্টান ভাই ও বোন এবং স্বয়ং যিহোবা ঈশ্বরের কাছ থেকে ভালবাসা লাভ করতে পারে। বাইবেল তাঁর সম্বন্ধে বলে: “তিনি পিতৃহীন ও বিধবাকে সুস্থির রাখেন” বা স্বস্তি দেন। (গীতসংহিতা ১৪৬:৯) তাঁর প্রেমময় সমর্থনে একক বাবা অথবা মায়ের পরিবারগুলো সফল হতে পারে!
a কোনো খ্রিস্টান যুবতী যদি অনৈতিক আচরণের ফলে গর্ভবতী হয়ে পড়ে, তাহলে খ্রিস্টীয় মণ্ডলী নিশ্চিতভাবেই তার কৃতকর্মকে মার্জনা করে না। কিন্তু, সে যদি অনুতপ্ত হয়, তাহলে মণ্ডলীর প্রাচীনরা ও অন্যান্যরা হয়তো তাকে সাহায্য প্রদান করতে চায়।
b আমরা এমন পরিস্থিতিগুলোর বিষয়ে উল্লেখ করছি না, যেখানে একজন সন্তানের হয়তো এক নির্যাতনকারী বাবা অথবা মায়ের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন। এ ছাড়া, সন্তানরা যাতে আপনাকে ত্যাগ করে চলে আসে সেই লক্ষ্যে অপর সাথি যদি আপনার কর্তৃত্বকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কীভাবে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা যায়, সেই সম্বন্ধে উপদেশের জন্য অভিজ্ঞ বন্ধুবান্ধব যেমন খ্রিস্টীয় মণ্ডলীর প্রাচীনদের সঙ্গে কথা বলা উত্তম হবে।