গান ৪১
শোনো যিহোবা এই প্রার্থনা
১. স্ব-র্গী-য় পি-তা, শো-নো এই গান।
আ-মার জী-ব-নে তু-মিই প্র-ধান।
নেই তো-মার না-মের যে তু-ল-না।
(কোরাস)
শো-নো যি-হো-বা এই প্রা-র্থ-না।
২. ধ-ন্য-বাদ দিই, এই দি-নের জ-ন্য।
দি-লে জী-বন আর কর-লে য-ত্ন।
ক-ত সু-ন্দর তো-মার সা-ন্ত্ব-না।
(কোরাস)
শো-নো যি-হো-বা এই প্রা-র্থ-না।
৩. স-ঠিক কি-ছু, খুব ই-চ্ছে কর-তে।
হও স-হায় তাই, আ-লো-তে চল-তে।
তো-মার ব-লে সই সব বে-দ-না।
(কোরাস)
শো-নো যি-হো-বা এই প্রা-র্থ-না।
(আরও দেখুন যাত্রা. ২২:২৭; গীত. ১০৬:৪; যাকোব ৫:১১.)