গান ৭৫
‘হে প্রভু! আমাকে পাঠাও!’
১. যি-হো-বা-কে লোক জা-নে না
তাই, তাঁর ক-থা কেউ মা-নে না।
কেউ ব-লে নেই তাঁর ক্ষ-ম-তা,
নেই ম-নে কো-নো ম-ম-তা।
কে ভাঙ-বে এই ভুল ধা-র-ণা?
লোক-দের-কে দে-বে প্রে-র-ণা?
(কোরাস ১)
‘হে প্রভু! আমাকে পাঠাও!’
দু-র্নাম দূর ক-রার সু-যোগ দাও।
এর চে-য়ে স-ম্মান নেই আর কো-থাও।
‘এই আ-মি, আ-মায় পা-ঠাও!’
২. কেউ ব-লে “ঈ-শ্বর উ-দা-সীন,
তাই ক-ষ্ট পা-চ্ছি প্র-তি-দিন।”
কেউ মূ-র্তি-পূ-জা ক-রে যায়।
কেউ দেশ-কে ভ-ক্তি দি-তে চায়।
কে লোক-দের সাব-ধান কর-বে তাই,
আর-মা-গি-দোন যে এ-ল প্রায়!
(কোরাস ২)
‘হে প্রভু! আমাকে পাঠাও!’
স-ত-র্ক ক-রার সু-যোগ দাও।
এর চে-য়ে স-ম্মান নেই আর কো-থাও।
‘এই আ-মি, আ-মায় পা-ঠাও!’
৩. আজ বৃ-দ্ধি পা-চ্ছে দু-ষ্ট-তা,
যায় দে-খা ক-ত হিং-স্র-তা!
তাই ন-ম্র লোক আজ ক-ষ্ট পায়,
ত-বু-ও স-ত্য খুঁ-জে যায়।
কে দে-বে তা-দের সা-ন্ত্ব-না,
ক-মে যা-তে সব য-ন্ত্র-ণা?
(কোরাস ৩)
‘হে প্রভু! আমাকে পাঠাও!’
স-ত্য শে-খা-নোর সু-যোগ দাও।
এর চে-য়ে স-ম্মান নেই আর কো-থাও।
‘এই আ-মি, আ-মায় পা-ঠাও!’
(আরও দেখুন গীত. ১০:৪; যিহি. ৯:৪.)