গান ৮১
অগ্রগামীর জীবন
১. আ-মা-দের ঘুম ভা-ঙে সূ-র্য ও-ঠার আ-গে।
দে-খো চ-লি আম-রা
চো-খে ঘুম, ক-রি যে প্রা-র্থ-না।
মু-খে হা-সি রা-খি পে-লে লোক-দের দে-খা।
কেউ দাঁ-ড়ায়, কেউ-বা যায়,
আম-রা যে সা-রা-দিন থে-কে যাই।
(কোরাস)
ক-রে-ছি এই বা-ছাই
জী-বন-ধা-রা-কে। তাই
তি-নি যাই ব-লেন ক-রি আম-রা।
রা-খি ধৈ-র্য ব-জায়
খুব-ই রোদ বা ব-র্ষায়।
আর ব-লি: “ভা-লো-বা-সি তো-মায়, যি-হো-বা।”
২. প্র-তি-টা দিন-শে-ষে সূ-র্য ঢ-লে অ-স্তে।
য-দি-ও হই ক্লা-ন্ত,
মন খু-শি তাই ক-রি প্রা-র্থ-না।
বে-ছে-ছি এই জী-বন, দে-ব তাই স-র্বো-ত্তম।
ধ-ন্য-বাদ যি-হো-বা,
দি-য়ে থা-কো আ-শিস যে স-দা।
(কোরাস)
ক-রে-ছি এই বা-ছাই
জী-বন-ধা-রা-কে। তাই
তি-নি যাই ব-লেন ক-রি আম-রা।
রা-খি ধৈ-র্য ব-জায়
খুব-ই রোদ বা ব-র্ষায়।
আর ব-লি: “ভা-লো-বা-সি তো-মায়, যি-হো-বা।”
(আরও দেখুন যিহো. ২৪:১৫; গীত. ৯২:২; রোমীয় ১৪:৮.)